ETV Bharat / international

Sri Lanka crisis : বাড়ছে শ্রীলঙ্কার সংকট, রাষ্ট্রপতির বাড়ির সামনে তুমুল বিক্ষোভ

শ্রীলঙ্কার (Sri Lanka crisis worsens) সমস্যা দিন দিন বেড়ে চলায় রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের (Sri Lankan President Gotabaya Rajapaksa) বাসভবনের সামনে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা ৷

sri-lanka-crisis-worsens protest outside President's residence turns violent
বাড়ছে শ্রীলঙ্কার সংকট, রাষ্ট্রপতির বাড়ির সামনে তুমুল বিক্ষোভ
author img

By

Published : Apr 1, 2022, 9:36 AM IST

কলম্বো, 1 এপ্রিল: শ্রীলঙ্কার (Sri Lanka crisis worsens) অর্থনৈতিক সংকট চরম আকার নিয়েছে ৷ তারই প্রতিবাদে রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের (Sri Lankan President Gotabaya Rajapaksa) বাসভবনের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় মানুষ ৷ জখম হয়েছেন অন্তত 10 জন ৷ আহত হলেন সাংবাদিকরাও ৷ মিরিহানায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে আহত 6 জনকে কলম্বো ন্যাশনাল হসপিটালে ভর্তি করা হয়েছে ৷ বাকি চারজন ভর্তি কলম্বো সাউথ টিচিং হসপিটালে (protest outside President's residence turns violent)৷

আহতদের মধ্যে অনেকেই সাংবাদিক ৷ দ্বীপরাষ্ট্রের সমস্যাগুলির সমাধানে সরকারি ব্যর্থতার অভিযোগে বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয় মানুষ ৷ পুলিশ ঘটনাস্থলে গেলে সেই বিক্ষোভই চরম আকার নেয় ৷ শ্রীলঙ্কার সেনার একটি বাস ও একটি জিপে আগুন ধরিয়ে দেয় ৷ এই ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার জেরে কলম্বোর বিভিন্ন জায়গায় কার্ফু জারি করেছে প্রশাসন ৷

আরও পড়ুন: Imran Khan : ইস্তফা দেব না, শেষ বল পর্যন্ত খেলব, হুঙ্কার কাপ্তানের

ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ জানান, "কলম্বো নর্থ, কলম্বো সাউথ, কলম্বো সেন্ট্রাল ও নাগেগোড়া পুলিশ ডিভিশন এলাকায় অবিলম্বে কার্ফু জারি করা হয়েছে ৷" কোভিড 19-এর জেরে পর্যটন ক্ষেত্র ভেঙে পড়ায় নিম্নমুখী শ্রীলঙ্কার অর্থনীতি ৷ জ্বালানি, শক্তি ও গ্যাসের ক্ষেত্রে আন্তর্জাতিক লেনদেনে ঘাটতির মুখে পড়েছে প্রতিবেশী দেশ ৷ এই ঘাটতি মেটাতে বন্ধু রাষ্ট্রগুলির থেকে আর্থিক সাহায্য চেয়েছে তারা ৷ শ্রীলঙ্কায় বর্তমানে রোজ 10 ঘণ্টা করে লোডশেডিং থাকছে ৷ ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে মানুষের মনে ৷

আরও পড়ুন: Russia-Ukraine Conflict : তাহলে কি যুদ্ধের ইতি ? কিভ থেকে বড় সংখ্যায় সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত রাশিয়ার

কলম্বো, 1 এপ্রিল: শ্রীলঙ্কার (Sri Lanka crisis worsens) অর্থনৈতিক সংকট চরম আকার নিয়েছে ৷ তারই প্রতিবাদে রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের (Sri Lankan President Gotabaya Rajapaksa) বাসভবনের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় মানুষ ৷ জখম হয়েছেন অন্তত 10 জন ৷ আহত হলেন সাংবাদিকরাও ৷ মিরিহানায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে আহত 6 জনকে কলম্বো ন্যাশনাল হসপিটালে ভর্তি করা হয়েছে ৷ বাকি চারজন ভর্তি কলম্বো সাউথ টিচিং হসপিটালে (protest outside President's residence turns violent)৷

আহতদের মধ্যে অনেকেই সাংবাদিক ৷ দ্বীপরাষ্ট্রের সমস্যাগুলির সমাধানে সরকারি ব্যর্থতার অভিযোগে বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয় মানুষ ৷ পুলিশ ঘটনাস্থলে গেলে সেই বিক্ষোভই চরম আকার নেয় ৷ শ্রীলঙ্কার সেনার একটি বাস ও একটি জিপে আগুন ধরিয়ে দেয় ৷ এই ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার জেরে কলম্বোর বিভিন্ন জায়গায় কার্ফু জারি করেছে প্রশাসন ৷

আরও পড়ুন: Imran Khan : ইস্তফা দেব না, শেষ বল পর্যন্ত খেলব, হুঙ্কার কাপ্তানের

ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ জানান, "কলম্বো নর্থ, কলম্বো সাউথ, কলম্বো সেন্ট্রাল ও নাগেগোড়া পুলিশ ডিভিশন এলাকায় অবিলম্বে কার্ফু জারি করা হয়েছে ৷" কোভিড 19-এর জেরে পর্যটন ক্ষেত্র ভেঙে পড়ায় নিম্নমুখী শ্রীলঙ্কার অর্থনীতি ৷ জ্বালানি, শক্তি ও গ্যাসের ক্ষেত্রে আন্তর্জাতিক লেনদেনে ঘাটতির মুখে পড়েছে প্রতিবেশী দেশ ৷ এই ঘাটতি মেটাতে বন্ধু রাষ্ট্রগুলির থেকে আর্থিক সাহায্য চেয়েছে তারা ৷ শ্রীলঙ্কায় বর্তমানে রোজ 10 ঘণ্টা করে লোডশেডিং থাকছে ৷ ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে মানুষের মনে ৷

আরও পড়ুন: Russia-Ukraine Conflict : তাহলে কি যুদ্ধের ইতি ? কিভ থেকে বড় সংখ্যায় সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত রাশিয়ার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.