ETV Bharat / international

Sri Lanka crisis : বাড়ছে শ্রীলঙ্কার সংকট, রাষ্ট্রপতির বাড়ির সামনে তুমুল বিক্ষোভ - শ্রীলঙ্কায় বিক্ষোভ

শ্রীলঙ্কার (Sri Lanka crisis worsens) সমস্যা দিন দিন বেড়ে চলায় রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের (Sri Lankan President Gotabaya Rajapaksa) বাসভবনের সামনে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা ৷

sri-lanka-crisis-worsens protest outside President's residence turns violent
বাড়ছে শ্রীলঙ্কার সংকট, রাষ্ট্রপতির বাড়ির সামনে তুমুল বিক্ষোভ
author img

By

Published : Apr 1, 2022, 9:36 AM IST

কলম্বো, 1 এপ্রিল: শ্রীলঙ্কার (Sri Lanka crisis worsens) অর্থনৈতিক সংকট চরম আকার নিয়েছে ৷ তারই প্রতিবাদে রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের (Sri Lankan President Gotabaya Rajapaksa) বাসভবনের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় মানুষ ৷ জখম হয়েছেন অন্তত 10 জন ৷ আহত হলেন সাংবাদিকরাও ৷ মিরিহানায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে আহত 6 জনকে কলম্বো ন্যাশনাল হসপিটালে ভর্তি করা হয়েছে ৷ বাকি চারজন ভর্তি কলম্বো সাউথ টিচিং হসপিটালে (protest outside President's residence turns violent)৷

আহতদের মধ্যে অনেকেই সাংবাদিক ৷ দ্বীপরাষ্ট্রের সমস্যাগুলির সমাধানে সরকারি ব্যর্থতার অভিযোগে বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয় মানুষ ৷ পুলিশ ঘটনাস্থলে গেলে সেই বিক্ষোভই চরম আকার নেয় ৷ শ্রীলঙ্কার সেনার একটি বাস ও একটি জিপে আগুন ধরিয়ে দেয় ৷ এই ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার জেরে কলম্বোর বিভিন্ন জায়গায় কার্ফু জারি করেছে প্রশাসন ৷

আরও পড়ুন: Imran Khan : ইস্তফা দেব না, শেষ বল পর্যন্ত খেলব, হুঙ্কার কাপ্তানের

ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ জানান, "কলম্বো নর্থ, কলম্বো সাউথ, কলম্বো সেন্ট্রাল ও নাগেগোড়া পুলিশ ডিভিশন এলাকায় অবিলম্বে কার্ফু জারি করা হয়েছে ৷" কোভিড 19-এর জেরে পর্যটন ক্ষেত্র ভেঙে পড়ায় নিম্নমুখী শ্রীলঙ্কার অর্থনীতি ৷ জ্বালানি, শক্তি ও গ্যাসের ক্ষেত্রে আন্তর্জাতিক লেনদেনে ঘাটতির মুখে পড়েছে প্রতিবেশী দেশ ৷ এই ঘাটতি মেটাতে বন্ধু রাষ্ট্রগুলির থেকে আর্থিক সাহায্য চেয়েছে তারা ৷ শ্রীলঙ্কায় বর্তমানে রোজ 10 ঘণ্টা করে লোডশেডিং থাকছে ৷ ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে মানুষের মনে ৷

আরও পড়ুন: Russia-Ukraine Conflict : তাহলে কি যুদ্ধের ইতি ? কিভ থেকে বড় সংখ্যায় সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত রাশিয়ার

কলম্বো, 1 এপ্রিল: শ্রীলঙ্কার (Sri Lanka crisis worsens) অর্থনৈতিক সংকট চরম আকার নিয়েছে ৷ তারই প্রতিবাদে রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের (Sri Lankan President Gotabaya Rajapaksa) বাসভবনের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় মানুষ ৷ জখম হয়েছেন অন্তত 10 জন ৷ আহত হলেন সাংবাদিকরাও ৷ মিরিহানায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে আহত 6 জনকে কলম্বো ন্যাশনাল হসপিটালে ভর্তি করা হয়েছে ৷ বাকি চারজন ভর্তি কলম্বো সাউথ টিচিং হসপিটালে (protest outside President's residence turns violent)৷

আহতদের মধ্যে অনেকেই সাংবাদিক ৷ দ্বীপরাষ্ট্রের সমস্যাগুলির সমাধানে সরকারি ব্যর্থতার অভিযোগে বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয় মানুষ ৷ পুলিশ ঘটনাস্থলে গেলে সেই বিক্ষোভই চরম আকার নেয় ৷ শ্রীলঙ্কার সেনার একটি বাস ও একটি জিপে আগুন ধরিয়ে দেয় ৷ এই ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার জেরে কলম্বোর বিভিন্ন জায়গায় কার্ফু জারি করেছে প্রশাসন ৷

আরও পড়ুন: Imran Khan : ইস্তফা দেব না, শেষ বল পর্যন্ত খেলব, হুঙ্কার কাপ্তানের

ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ জানান, "কলম্বো নর্থ, কলম্বো সাউথ, কলম্বো সেন্ট্রাল ও নাগেগোড়া পুলিশ ডিভিশন এলাকায় অবিলম্বে কার্ফু জারি করা হয়েছে ৷" কোভিড 19-এর জেরে পর্যটন ক্ষেত্র ভেঙে পড়ায় নিম্নমুখী শ্রীলঙ্কার অর্থনীতি ৷ জ্বালানি, শক্তি ও গ্যাসের ক্ষেত্রে আন্তর্জাতিক লেনদেনে ঘাটতির মুখে পড়েছে প্রতিবেশী দেশ ৷ এই ঘাটতি মেটাতে বন্ধু রাষ্ট্রগুলির থেকে আর্থিক সাহায্য চেয়েছে তারা ৷ শ্রীলঙ্কায় বর্তমানে রোজ 10 ঘণ্টা করে লোডশেডিং থাকছে ৷ ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে মানুষের মনে ৷

আরও পড়ুন: Russia-Ukraine Conflict : তাহলে কি যুদ্ধের ইতি ? কিভ থেকে বড় সংখ্যায় সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত রাশিয়ার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.