প্রাগ, 21 ডিসেম্বর: প্রাগের কেন্দ্রস্থলে বিশ্ববিদ্য়ালয় লাগোয়া এলাকায় বন্দুকবাজের হামলায় কমপক্ষে 14 জন নিহত হয়েছেন ৷ প্রায় 30 জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে ৷ একই সঙ্গে যে ব্যক্তি গুলি চালিয়েছিল তারও মৃত্যু হয়েছে বলে চেক পুলিশ এবং উদ্ধারকারী দলের তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে। প্রশাসনের দাবি চেক প্রজাতন্ত্রে এর চেয়ে ভয়াবহ গুলি চালানোর ঘটনা আগে কখনও হয়নি।
চেক প্রজাতন্ত্রের রাজধানীতে বন্দুকবাজের হামলায় নিহত ব্যক্তি বা পরিস্থিতি সম্পর্কে পুলিশ অবশ্য প্রকাশ্যে কোনও বিবরণ দেয়নি। পুলিশের তরফে জানানো হয়েছে, জান পলাচ স্কোয়ারে বিশ্ববিদ্য়ালয় চত্বরে গুলি চালানোর ঘটনায় ইতিমধ্য়েই বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রাগের মেয়র বোহুস্লাভ সোবোদা জানান, ঘটনার পর স্কোয়ারে অবস্থিত চার্লস ইউনিভার্সিটির দর্শন বিভাগও সম্পূর্ণ খালি করা হয়েছে ।
অন্যদিকে, পুলিশের তরফে জানানো হয়েছে, স্কোয়ার আপাতত সিল করে দেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষজনকে আশপাশের রাস্তায় বেরোতে বারণ করা হয়েছে ৷ বাড়ির ভিতরে থাকতেও বলা হয়েছে পুলিশের তরফে ৷ চেক স্বরাষ্ট্রমন্ত্রী ভিট রাকুসান জানিয়েছেন, অন্য কোনও হামলাকারী ঘটনাস্থলে ছিল না ৷ তবে তিনি জনগণকে পুলিশকে সহযোগিতা করার জন্যই অনুরোধ করেছেন ৷ প্রাগের উদ্ধারকারী পরিষেবা নিশ্চিত করেছে যে, বন্দুকধারী-সহ মোট 11 জনের মৃত্যু হয়েছে। আরও জানানো হয়েছে, প্রায় 30 জন বিভিন্নভাবে আহত হয়েছেন ৷ যার মধ্যে নয়জন গুরুতর আহত হয়েছেন বলেও খবর।
স্কোয়ারে অবস্থিত রুডলফিনাম গ্যালারির পরিচালক পাভেল নেডোমা চেক পাবলিক টেলিভিশনকে জানিয়েছেন, তিনি একটি জানালা থেকে একজন ব্যক্তিকে দেখেছেন যে ভল্টাভা নদীর ওপারের কাছের মানেস সেতুর দিকে মুহুর্মুহূ গুলি চালিয়েছে। প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা তাঁর নির্ধারিত অনুষ্ঠান বাতিল করে প্রাগের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে খবর।
(এপি)
আরও পড়ুন