খার্তুম, 18 এপ্রিল: কমপক্ষে 185 জনের মৃত্যু হয়েছে গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদানে ৷ আর আহতের সংখ্যা 1 হাজার 800 জনেরও বেশি ৷ এই তথ্য জানিয়েছেন রাষ্ট্রসংঘের প্রতিনিধি ভলকার পারথেস ৷ শনিবার, 15 এপ্রিল থেকে শুরু করে সোমবার- তিন দিন ধরে উত্তপ্ত সুদানের রাজধানী খার্তুম এবং অন্য শহরগুলি ৷ দেশের রাস্তাঘাটে সেনা ও আধাসেনার মধ্যে লড়াই চলছে ৷
ঘনবসতিপূর্ণ এলাকাতেও দু'পক্ষই ট্যাঙ্ক, কামান জাতীয় গাড়ি এবং অন্য সব ভারী অস্ত্রশস্ত্র ব্যবহার করছে ৷ মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে যুদ্ধবিমান ৷ আগুনে ঝলসে উঠছে রাতের আকাশ ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ কারণ মধ্য খার্তুমের রাস্তাগুলিতে মৃতদেহ পড়ে রয়েছে ৷ সারাক্ষণ সংঘাতের ফলে সেখানে পৌঁছনো সম্ভব হয়ে উঠছে না ৷ সরকারি ভাবেও জানানো হয়নি, ঠিক কতজন নাগরিকের মৃত্যু হয়েছে ৷
গত শনিবার দেশের সেনা ও আধাসেনার দুই জেনারেলের মধ্যে হঠাৎ ঝামেলা বাধে ৷ দু'পক্ষের কাছেই হাজার হাজার সশস্ত্র যোদ্ধা রয়েছে ৷ আর এই হিংসার ঘটনায় দেশের লক্ষ লক্ষ মানুষ হয় ঘরবন্দি নয়তো যেখানে পেরেছে আশ্রয় নিয়ে আটকে রয়েছে ৷ এদিকে খাবার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের সরবরাহ কমে এসেছে ৷ বহু হাসপাতাল বন্ধ করে দিতে হয়েছে ৷
-
Today, @UN chief @antonioguterres condemned the outbreak of fighting happening in #Sudan; calling for immediate ceasefire to restore calm and dialogue to resolve the crisis.
— UN Sustainable Development Group 🇺🇳 (@UN_SDG) April 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
It is crucial for the fighting to stop to support those who need the most.
⏩https://t.co/uQdK5DwUR9 pic.twitter.com/R4c08Cqvad
">Today, @UN chief @antonioguterres condemned the outbreak of fighting happening in #Sudan; calling for immediate ceasefire to restore calm and dialogue to resolve the crisis.
— UN Sustainable Development Group 🇺🇳 (@UN_SDG) April 17, 2023
It is crucial for the fighting to stop to support those who need the most.
⏩https://t.co/uQdK5DwUR9 pic.twitter.com/R4c08CqvadToday, @UN chief @antonioguterres condemned the outbreak of fighting happening in #Sudan; calling for immediate ceasefire to restore calm and dialogue to resolve the crisis.
— UN Sustainable Development Group 🇺🇳 (@UN_SDG) April 17, 2023
It is crucial for the fighting to stop to support those who need the most.
⏩https://t.co/uQdK5DwUR9 pic.twitter.com/R4c08Cqvad
এদিকে ইউরোপিয়ান ইউনিয়নের কূটনীতিক জোসেপ বোরওয়েল টুইটারে জানিয়েছেন, সুদানে ইইউ রাষ্ট্রদূতের বাড়িতে ঢুকে তাঁর উপর হামলা চালানো হয়েছে ৷ তিনি সোমবার গভীর রাতে লেখেন, "কয়েক ঘণ্টা আগে সুদানে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত তাঁর বাড়িতে আক্রান্ত হয়েছেন ৷ ভিয়েনা চুক্তি লঙ্ঘন করা হয়েছে ৷ কূটনৈতিক কর্মী এবং সেই সব জায়গাগুলিতে নিরাপত্তা বজায় রাখাটা সুদান কর্তৃপক্ষের প্রাথমিক দায়িত্ব ৷ এটা আন্তর্জাতিক আইনের আওতাধীন ৷"
-
A few hours ago, the EU Ambassador in #Sudan was assaulted in his own residency.
— Josep Borrell Fontelles (@JosepBorrellF) April 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
This constitues a gross violation of the Vienna Convention. Security of diplomatic premises and staff is a primary responsibility of Sudanese authorities and an obligation under international law.
">A few hours ago, the EU Ambassador in #Sudan was assaulted in his own residency.
— Josep Borrell Fontelles (@JosepBorrellF) April 17, 2023
This constitues a gross violation of the Vienna Convention. Security of diplomatic premises and staff is a primary responsibility of Sudanese authorities and an obligation under international law.A few hours ago, the EU Ambassador in #Sudan was assaulted in his own residency.
— Josep Borrell Fontelles (@JosepBorrellF) April 17, 2023
This constitues a gross violation of the Vienna Convention. Security of diplomatic premises and staff is a primary responsibility of Sudanese authorities and an obligation under international law.
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল জানিয়েছেন, সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেন আলাদা ভাবে সুদানের সামরিক বাহিনীর কম্যান্ডার জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহানের সঙ্গে কথা বলেছেন ৷ আধাসেনা ব়্যাপিড সাপোর্ট ফোর্সেসের কম্যান্ডার জেনারেল মোহামেদ হামাদান ডাগালোর সঙ্গে তাঁর কথা হয়েছে ৷ তিনি দু'জনের কাছেই অবিলম্বে এই হিংসা থামানোর আর্জি জানিয়েছেন ৷ দেশের এই পরিস্থিতিতে মানবিক সাহায্য পাঠানো সম্ভব হচ্ছে না ৷ এই গৃহযুদ্ধের নিন্দা করেছেন রাষ্ট্রসঙ্ঘের প্রধান আন্তোনিও গুতেরেস ৷ তিনি টুইট করেন, "এখুনি দেশে শান্তি ফিরিয়ে আনা হোক ৷ দু'পক্ষের মধ্যে আলোচনার মাধ্যেমে এই সংকটের সমাধান সম্ভব ৷"
আরও পড়ুন: সামরিক-আধাসামরিক বাহিনীর সংঘর্ষ, সুদানে গুলিতে মৃত্যু ভারতীয়র