ETV Bharat / international

Ripudaman Singh Malik Shot Dead: কানাডায় গুলিতে নিহত রিপুদমন সিং, এয়ার ইন্ডিয়া বিমান বিস্ফোরণের ঘটনায় জড়িয়েছিল নাম

1985-র এয়ার ইন্ডিয়ার বিমানে বোমা বিস্ফোরণের ঘটনায় মদত জোগানোর অভিযোগ উঠেছিল রিপুদমন সিং মালিকের বিরুদ্ধে ৷ পরে অবশ্য খালাস পেয়ে যান তিনি ৷ তাঁকে গুলি করা হয়েছে (Ripudaman Singh Malik Shot Dead in Canada) ৷ সম্প্রতি তিনি ভারতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সমর্থন জানিয়েছিলেন ৷

Ripudaman Singh Malik
রিপুদমন সিং মালিক
author img

By

Published : Jul 15, 2022, 9:43 AM IST

Updated : Jul 15, 2022, 11:27 AM IST

ভ্যাঙ্কুভার, 15 জুলাই: নিহত রিপুদমন সিং মালিক (74) ৷ তিনি 'খালসা ক্রেডিট ইউনিয়ন অ্যান্ড শিখ ফিলানথ্রপিস্ট'-এর প্রতিষ্ঠাতা ৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার কানাডার স্থানীয় সময়ানুযায়ী সকালে তিনি ভ্যাঙ্কুভারে অফিস যাচ্ছিলেন ৷ সেই সময় তাঁকে গুলি করে হত্য়া করা হয় (Ripudaman Singh Malik Shot Dead in Canada) ৷ 1985 সালে এয়ার ইন্ডিয়ার বিমানে বোমা বিস্ফোরণের ঘটনায় তিনি অন্যতম অভিযুক্ত ছিলেন ৷ যা '1985 এয়ার ইন্ডিয়া কনিষ্ক টেররিস্ট বম্বিং কেস' (1985 Air India Kanishka terrorist bombing case) নামে পরিচিত ৷ যদিও পরে ছাড়া পেয়ে যান রিপুদমন ৷

প্রকাশিত একটি রিপোর্টে এক প্রত্যক্ষদর্শী বলেছেন, "তিনটি গুলি চলার শব্দ শুনেছি ৷ তাঁর ঘাড়ে গুলি লেগেছিল ৷ লাল রঙের টেসলা গাড়ি থেকে তাঁর রক্তাক্ত দেহ বের করা হয় ৷" বৃহস্পতিবার সকালে ব্রিটিশ কলাম্বিয়ার সারিতে (Surrey, British Columbia) এই ঘটনাটি ঘটে ৷ সারি রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (Surrey Royal Canadian Mounted Police, RCMP) জানিয়েছে, "সকাল 9.30 মিনিট নাগাদ এক ব্যক্তিকে গুলি করা হয়েছে ৷ ঘটনাস্থলেই তিনি মারা যান ৷ মনে করা হচ্ছে, এটা পূর্বপরিকল্পিত এবং আমরা মৃতের নাম প্রকাশ করছি না ৷" পাশাপাশি পুলিশ একটি সন্দেহজনক গাড়ি চিহ্নিত করেছে, যা আগুনে পুড়িয়ে দেওয়া হয় ৷

আরও পড়ুন: কাবুলে গুরুদ্বারে জঙ্গি হানা, বিস্ফোরণে মৃত 2, নজর রাখছে ভারত

পুলিশ রিপুদমন সিংয়ের নাম প্রকাশ না করলেও তাঁর ছেলে যশপ্রীত মালিক সোশ্যাল মিডিয়ায় তাঁর বাবার মৃত্যুর খবরটি পোস্ট করেন ৷ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "মিডিয়া সবসময় তাঁকে (রিপুদমন সিং) এয়ার ইন্ডিয়া বোমা বিস্ফোরণে অভিযুক্ত হিসেবেই উল্লেখ করবে ৷ মনে হয়, মিডিয়া এবং আরসিএমপি কখনও আদালতের সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না ৷"

এই হত্যা কেন ? সে বিষয়ে তদন্তকারী সংস্থা জানিয়েছে, "আমরা মালিকের অতীত জানি ৷ তবে তাঁকে কেন খুন করা হল, তা খতিয়ে দেখছি ৷ আমরা নিশ্চিত এটা আগে থেকে ঠিক করা ছিল ৷"

কানাডার ইতিহাসে 1985-র এয়ার ইন্ডিয়া বিমান 182-র বোমা বিস্ফোরণের ঘটনাটি অন্যতম ভয়ঙ্কর জঙ্গি হামলা ৷ এমনকী বিমান সংক্রান্ত দুর্ভাগ্যজনক ঘটনাগুলির মধ্যেও এটি অন্যতম ৷ 1985 সালের 23 জুন, এয়ার ইন্ডিয়ার বিমানটি 329 জন যাত্রী সমেত কানাডার টোরোন্টো থেকে ভারতের মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেয় ৷ মাঝে মন্ট্রিলে অবতরণ করে ৷ এরপর লন্ডনে যাওয়ার কথা ছিল এবং সেখান থেকে গন্তব্য মুম্বই ৷ বিমানে 329 জনের মধ্যে 268 জন কানাডার বাসিন্দা এবং 24 জন ভারতীয় ছিলেন ৷

বিমানটি তখন আটলান্টিক মহাসাগরের উপরে 31 হাজার ফুট উচ্চতায় ৷ তখন বিমানের কার্গোতে একটি বোমা ভর্তি স্যুটকেসে বিস্ফোরণ হয় ৷ তাতে সব যাত্রীই মারা যান ৷ জাপানে এয়ার ইন্ডিয়ার আরও একটি বিমানে বোমা রাখার ছক কষা হয়েছিল ৷ সেগুলি টোকিওর নারিটা বিমানবন্দরেই ফেটে যায় ৷ যে দু'জন ব্যক্তি ব্যাগগুলি নিয়ে আসছিল, তারা মারা যায় ৷ প্রাণ বাঁচে বহু বিমানযাত্রীর ৷

আরও পড়ুন: কান্দাহারে এয়ার ইন্ডিয়া বিমান অপহরণকারী জঙ্গির মৃত্যু

এই গণহত্যার ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল রিপুদমন সিং মালিক এবং আজাইব সিং বাগরির বিরুদ্ধে ৷ দু'জনেই প্রমাণের অভাবে 2005-এ বেকসুর খালাস পেয়ে যান ৷ একমাত্র অভিযুক্ত (Inderjit Singh Reyat) ইন্দরজিৎ সিং রেয়াত 30 বছর জেল খেটে 2016-য় ছাড়া পান ৷

উল্লেখ্য, সম্প্রতি ভারতে এসেছিলেন রিপুদমন সিং মালিক ৷ প্রধানমন্ত্রী মোদি ও তাঁর নীতিগুলিকে সমর্থন করে একটি চিঠিও লেখেন ৷ তা থেকে গোষ্ঠীর মধ্যে কোনও মতানৈক্য তৈরি হয়েছে কি না, তাও সন্দেহ করছেন তাঁর পরিচিতরা ৷

ভ্যাঙ্কুভার, 15 জুলাই: নিহত রিপুদমন সিং মালিক (74) ৷ তিনি 'খালসা ক্রেডিট ইউনিয়ন অ্যান্ড শিখ ফিলানথ্রপিস্ট'-এর প্রতিষ্ঠাতা ৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার কানাডার স্থানীয় সময়ানুযায়ী সকালে তিনি ভ্যাঙ্কুভারে অফিস যাচ্ছিলেন ৷ সেই সময় তাঁকে গুলি করে হত্য়া করা হয় (Ripudaman Singh Malik Shot Dead in Canada) ৷ 1985 সালে এয়ার ইন্ডিয়ার বিমানে বোমা বিস্ফোরণের ঘটনায় তিনি অন্যতম অভিযুক্ত ছিলেন ৷ যা '1985 এয়ার ইন্ডিয়া কনিষ্ক টেররিস্ট বম্বিং কেস' (1985 Air India Kanishka terrorist bombing case) নামে পরিচিত ৷ যদিও পরে ছাড়া পেয়ে যান রিপুদমন ৷

প্রকাশিত একটি রিপোর্টে এক প্রত্যক্ষদর্শী বলেছেন, "তিনটি গুলি চলার শব্দ শুনেছি ৷ তাঁর ঘাড়ে গুলি লেগেছিল ৷ লাল রঙের টেসলা গাড়ি থেকে তাঁর রক্তাক্ত দেহ বের করা হয় ৷" বৃহস্পতিবার সকালে ব্রিটিশ কলাম্বিয়ার সারিতে (Surrey, British Columbia) এই ঘটনাটি ঘটে ৷ সারি রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (Surrey Royal Canadian Mounted Police, RCMP) জানিয়েছে, "সকাল 9.30 মিনিট নাগাদ এক ব্যক্তিকে গুলি করা হয়েছে ৷ ঘটনাস্থলেই তিনি মারা যান ৷ মনে করা হচ্ছে, এটা পূর্বপরিকল্পিত এবং আমরা মৃতের নাম প্রকাশ করছি না ৷" পাশাপাশি পুলিশ একটি সন্দেহজনক গাড়ি চিহ্নিত করেছে, যা আগুনে পুড়িয়ে দেওয়া হয় ৷

আরও পড়ুন: কাবুলে গুরুদ্বারে জঙ্গি হানা, বিস্ফোরণে মৃত 2, নজর রাখছে ভারত

পুলিশ রিপুদমন সিংয়ের নাম প্রকাশ না করলেও তাঁর ছেলে যশপ্রীত মালিক সোশ্যাল মিডিয়ায় তাঁর বাবার মৃত্যুর খবরটি পোস্ট করেন ৷ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "মিডিয়া সবসময় তাঁকে (রিপুদমন সিং) এয়ার ইন্ডিয়া বোমা বিস্ফোরণে অভিযুক্ত হিসেবেই উল্লেখ করবে ৷ মনে হয়, মিডিয়া এবং আরসিএমপি কখনও আদালতের সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না ৷"

এই হত্যা কেন ? সে বিষয়ে তদন্তকারী সংস্থা জানিয়েছে, "আমরা মালিকের অতীত জানি ৷ তবে তাঁকে কেন খুন করা হল, তা খতিয়ে দেখছি ৷ আমরা নিশ্চিত এটা আগে থেকে ঠিক করা ছিল ৷"

কানাডার ইতিহাসে 1985-র এয়ার ইন্ডিয়া বিমান 182-র বোমা বিস্ফোরণের ঘটনাটি অন্যতম ভয়ঙ্কর জঙ্গি হামলা ৷ এমনকী বিমান সংক্রান্ত দুর্ভাগ্যজনক ঘটনাগুলির মধ্যেও এটি অন্যতম ৷ 1985 সালের 23 জুন, এয়ার ইন্ডিয়ার বিমানটি 329 জন যাত্রী সমেত কানাডার টোরোন্টো থেকে ভারতের মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেয় ৷ মাঝে মন্ট্রিলে অবতরণ করে ৷ এরপর লন্ডনে যাওয়ার কথা ছিল এবং সেখান থেকে গন্তব্য মুম্বই ৷ বিমানে 329 জনের মধ্যে 268 জন কানাডার বাসিন্দা এবং 24 জন ভারতীয় ছিলেন ৷

বিমানটি তখন আটলান্টিক মহাসাগরের উপরে 31 হাজার ফুট উচ্চতায় ৷ তখন বিমানের কার্গোতে একটি বোমা ভর্তি স্যুটকেসে বিস্ফোরণ হয় ৷ তাতে সব যাত্রীই মারা যান ৷ জাপানে এয়ার ইন্ডিয়ার আরও একটি বিমানে বোমা রাখার ছক কষা হয়েছিল ৷ সেগুলি টোকিওর নারিটা বিমানবন্দরেই ফেটে যায় ৷ যে দু'জন ব্যক্তি ব্যাগগুলি নিয়ে আসছিল, তারা মারা যায় ৷ প্রাণ বাঁচে বহু বিমানযাত্রীর ৷

আরও পড়ুন: কান্দাহারে এয়ার ইন্ডিয়া বিমান অপহরণকারী জঙ্গির মৃত্যু

এই গণহত্যার ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল রিপুদমন সিং মালিক এবং আজাইব সিং বাগরির বিরুদ্ধে ৷ দু'জনেই প্রমাণের অভাবে 2005-এ বেকসুর খালাস পেয়ে যান ৷ একমাত্র অভিযুক্ত (Inderjit Singh Reyat) ইন্দরজিৎ সিং রেয়াত 30 বছর জেল খেটে 2016-য় ছাড়া পান ৷

উল্লেখ্য, সম্প্রতি ভারতে এসেছিলেন রিপুদমন সিং মালিক ৷ প্রধানমন্ত্রী মোদি ও তাঁর নীতিগুলিকে সমর্থন করে একটি চিঠিও লেখেন ৷ তা থেকে গোষ্ঠীর মধ্যে কোনও মতানৈক্য তৈরি হয়েছে কি না, তাও সন্দেহ করছেন তাঁর পরিচিতরা ৷

Last Updated : Jul 15, 2022, 11:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.