ETV Bharat / international

Chinese Fishing Boat Capsizes: ভারত মহাসাগরে চিনের মাছ ধরার নৌকা উলটে নিখোঁজ 39 - চিনের মাছ ধরার নৌকা উলটে নিখোঁজ 39

ভারত মহাসাগরে চিনের মাছ ধরার নৌকা ডুবে প্রায় 39 জন নিখোঁজ বলে জানা গিয়েছে ৷ খোঁজ চলছে ৷ তল্লাশি অভিযান শুরু করেছে অস্ট্রেলিয়াও ৷

Chinese Fishing Boat Capsizes
Chinese Fishing Boat Capsizes
author img

By

Published : May 17, 2023, 1:28 PM IST

বেজিং, 17 মে: চিনের একটি মাছ ধরার নৌকা ডুবে ভারত মহাসাগরে নিখোঁজ প্রায় 39 জন ৷ মঙ্গলবার ঘটনাটি ঘটে বলে জানিয়েছে চিনের সরকারি সম্প্রচার সংস্থা সিসিটিভি ৷ ঘটনার পর 24 ঘণ্টা কেটে গিয়েছে ৷ তার পরও ওই 39 জনের খোঁজ মেলেনি বলে পুলিশ জানিয়েছে ৷ যাঁরা নিখোঁজ হয়েছেন, তাঁদের মধ্যে চিনের নাগরিক 17 জন ৷ 17 জন ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন ৷ বাকি পাঁচজন ফিলিপিন্সের বাসিন্দা ৷

চিনের তরফে সংশ্লিষ্ট সবপক্ষকে ওই 39 জনকে উদ্ধারে সবরকম চেষ্টা করতে বলা হয়েছে ৷ পরবর্তী ক্ষেত্রে সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের সুরক্ষার জন্য পর্যাপ্ত বন্দোবস্ত করতে বলা হয়েছে চিনা সরকারের তরফে ৷ তবে কী কারণে এই নৌকাডুবি তা এখনও জানা যায়নি ৷

তবে ইন্দোনেশিয়ার ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি জানিয়েছে, অস্ট্রেলিয়া থেকে উত্তর পশ্চিমে 4 হাজার 600 কিলোমিটার বা 2 হাজার 900 মাইল দূরে ঘটনাটি ঘটেছে ৷ উদ্ধারকাজে সাহায্যের ইচ্ছাপ্রকাশ করেছে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও ফিলিপিন্স ৷ অস্ট্রেলিয়ার তরফে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরুও করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ এখনও কারও খোঁজ মেলেনি ৷

অস্ট্রেলিয়ার মেরিটাইম সেফটি অথরিটির তরফে জানানো হয়েছে যে ভারত মহাসাগরের যে এলাকায় এই ঘটনাটি ঘটেছে বলে অনুমান করা হচ্ছে, সেখানে মঙ্গলবার আবহাওয়ার পরিস্থিতি খুবই খারাপ ছিল ৷ অস্ট্রেলিয়ার স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটা নাগাদ মাঝসমুদ্র থেকে বিপদ সংকেতও এসেছিল ৷ তারই প্রেক্ষিতে শুরু হয় তল্লাশি অভিযান ৷ এই তল্লাশি অভিযান জলপথ ছাড়াও আকাশপথেও হচ্ছে ৷

মাছ ধরার ক্ষেত্রে চিনকে বিশ্বের সবচেয়ে বড় অংশীদার বলা হয় ৷ চিনের মাছধরার নৌকাগুলো মাসের পর মাস সমুদ্রে থাকে ৷ কখনও কখনও বছরের পর বছর মৎস্যজীবী জলের মাঝে জীবন কাটিয়ে দেয় ৷ পুরো প্রক্রিয়াই চিনের সরকারি নিয়ন্ত্রণে চলে ৷ অনেক সময় অভিযোগ ওঠে বঙ্গোপসাগর সংলগ্ন ভারত মহাসাগরের অংশেও চিনের মাছ ধরার নৌকা ঢুকে পড়ে ৷ বেআইনিভাবে মাছ ধরার কাজও তারা করে অনেক সময় ৷

এবারও তেমন কিছুর জন্য খারাপ আবহাওয়ার মধ্যে সংশ্লিষ্ট নৌকাটি পড়ে গিয়েছিল কি না, সেই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

আরও পড়ুন: মোকার তাণ্ডবে তছনছ পশ্চিম মায়ানমার, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা ; আহত 700

বেজিং, 17 মে: চিনের একটি মাছ ধরার নৌকা ডুবে ভারত মহাসাগরে নিখোঁজ প্রায় 39 জন ৷ মঙ্গলবার ঘটনাটি ঘটে বলে জানিয়েছে চিনের সরকারি সম্প্রচার সংস্থা সিসিটিভি ৷ ঘটনার পর 24 ঘণ্টা কেটে গিয়েছে ৷ তার পরও ওই 39 জনের খোঁজ মেলেনি বলে পুলিশ জানিয়েছে ৷ যাঁরা নিখোঁজ হয়েছেন, তাঁদের মধ্যে চিনের নাগরিক 17 জন ৷ 17 জন ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন ৷ বাকি পাঁচজন ফিলিপিন্সের বাসিন্দা ৷

চিনের তরফে সংশ্লিষ্ট সবপক্ষকে ওই 39 জনকে উদ্ধারে সবরকম চেষ্টা করতে বলা হয়েছে ৷ পরবর্তী ক্ষেত্রে সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের সুরক্ষার জন্য পর্যাপ্ত বন্দোবস্ত করতে বলা হয়েছে চিনা সরকারের তরফে ৷ তবে কী কারণে এই নৌকাডুবি তা এখনও জানা যায়নি ৷

তবে ইন্দোনেশিয়ার ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি জানিয়েছে, অস্ট্রেলিয়া থেকে উত্তর পশ্চিমে 4 হাজার 600 কিলোমিটার বা 2 হাজার 900 মাইল দূরে ঘটনাটি ঘটেছে ৷ উদ্ধারকাজে সাহায্যের ইচ্ছাপ্রকাশ করেছে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও ফিলিপিন্স ৷ অস্ট্রেলিয়ার তরফে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরুও করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ এখনও কারও খোঁজ মেলেনি ৷

অস্ট্রেলিয়ার মেরিটাইম সেফটি অথরিটির তরফে জানানো হয়েছে যে ভারত মহাসাগরের যে এলাকায় এই ঘটনাটি ঘটেছে বলে অনুমান করা হচ্ছে, সেখানে মঙ্গলবার আবহাওয়ার পরিস্থিতি খুবই খারাপ ছিল ৷ অস্ট্রেলিয়ার স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটা নাগাদ মাঝসমুদ্র থেকে বিপদ সংকেতও এসেছিল ৷ তারই প্রেক্ষিতে শুরু হয় তল্লাশি অভিযান ৷ এই তল্লাশি অভিযান জলপথ ছাড়াও আকাশপথেও হচ্ছে ৷

মাছ ধরার ক্ষেত্রে চিনকে বিশ্বের সবচেয়ে বড় অংশীদার বলা হয় ৷ চিনের মাছধরার নৌকাগুলো মাসের পর মাস সমুদ্রে থাকে ৷ কখনও কখনও বছরের পর বছর মৎস্যজীবী জলের মাঝে জীবন কাটিয়ে দেয় ৷ পুরো প্রক্রিয়াই চিনের সরকারি নিয়ন্ত্রণে চলে ৷ অনেক সময় অভিযোগ ওঠে বঙ্গোপসাগর সংলগ্ন ভারত মহাসাগরের অংশেও চিনের মাছ ধরার নৌকা ঢুকে পড়ে ৷ বেআইনিভাবে মাছ ধরার কাজও তারা করে অনেক সময় ৷

এবারও তেমন কিছুর জন্য খারাপ আবহাওয়ার মধ্যে সংশ্লিষ্ট নৌকাটি পড়ে গিয়েছিল কি না, সেই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

আরও পড়ুন: মোকার তাণ্ডবে তছনছ পশ্চিম মায়ানমার, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা ; আহত 700

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.