নিউইয়র্ক, 28 অক্টোবর: 2021 সালের নভেম্বরে পরাগ আগরওয়াল (Parag Agrawal) টুইটারের সিইও হিসেবে নিযুক্ত হয়েছিলেন ৷ কিন্তু 38 বছর বয়সি আইআইটি স্নাতকের সোশ্যাল মিডিয়া জায়ান্টের নেতৃত্বে এক্সিকিউটিভের মেয়াদ খুবই সংক্ষিপ্ত এবং চ্যালেঞ্জিং হল ৷ সিইও হিসেবে তাঁর চাকরির এক বছরও হয়নি ৷ এরই মধ্যে বৃহস্পতিবার 44 বিলিয়ন ডলারের টুইটার চুক্তি চূড়ান্ত করে ভারতে জন্ম নেওয়া আগরওয়ালকে কোম্পানি থেকে বহিষ্কার করলেন তাঁর নতুন বিলিয়নেয়ার মালিক ইলন মাস্ক (Elon Musk)৷ তবে এ জন্য ক্ষতিপূরণ হিসেবে তাঁকে অনেক টাকা দিতে হবে পরাগ আগরওয়ালকে ৷
আইআইটি বম্বে এবং স্ট্যানফোর্ডের প্রাক্তন ছাত্র পরাগ আগরওয়াল 2011 সালে টুইটারে যোগ দিয়েছিলেন ৷ সেই সময় সেখানে 1,000 জনেরও কম কর্মচারী ছিলেন । এই কোম্পানিতে 2017 সালে টুইটারের প্রধান প্রযুক্তি কর্মকর্তা পদ পান তিনি ।
সিইও পদ থেকে পদত্যাগ করা এবং আগরওয়ালকে তাঁর উত্তরসূরী হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করার সময়, ডরসি বলেছিলেন "আমাদের সিইও হিসেবে তাঁর প্রতি আমার গভীর আস্থা রয়েছে ।" ডরসি বলেছিলেন যে, আগরওয়াল "কিছু সময়ের জন্য সিইও হিসাবে তাঁর পছন্দ হয়েছিলেন ৷ তিনি কোম্পানি এবং এর প্রয়োজনীয়তাগুলিকে গভীরভাবে বোঝেন । পরাগ প্রতিটি সমালোচনামূলক সিদ্ধান্তের পিছনে রয়েছেন, যা এই সংস্থাটিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে । তিনি কৌতূহলী, অনুসন্ধানী, যুক্তিবাদী, সৃজনশীল, দাবিদার , স্ব-সচেতন, এবং নম্র । তিনি হৃদয় এবং আত্মা দিয়ে নেতৃত্ব দেন ৷ তাঁর কাছ থেকে আমি প্রতিদিন শিখি ।"
আরও পড়ুন: টুইটারে শুরু ইলন-যুগ, সদর দফতর ছাড়লেন পরাগ, নেদ
আজমেরে জন্মগ্রহণকারী আগরওয়ালের টুইটারের শীর্ষ পদে আরোহণ তাঁকে ভারত থেকে বিশ্বব্যাপী জায়গা করে করে নেওয়া এক্সিকিউটিভদের ক্লাবে যুক্ত করে ৷ যার মধ্যে রয়েছেন মাইক্রোসফ্টের সিইও সত্য নাদেলা, অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই এবং অ্যাডোবি সিইও শান্তনু নারায়ণ । এ ছাড়াও ইন্দ্রা নুয়ী 2018 সালে পদত্যাগ করার আগে 12 বছর পেপসিকোর সিইও হিসাবে কাজ করেছিলেন । দ্য নিউ ইয়র্ক টাইমস-এর মে 2022-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, যদি মাস্ক তাঁকে প্রধান নির্বাহী পদ থেকে সরিয়ে দেন, তাহলে সিকিউরিটিজ ফাইলিং অনুসারে আগরওয়াল 60 মিলিয়ন মার্কিন ডলার (494 কোটি টাকা) উপার্জন করতে পারেন ।
টুইটারের সিইও হিসেবে আগরওয়ালের সময়টা ছিল চ্যালেঞ্জিং এবং উত্তাল । সিইও হিসাবে পরাগের চাকরির মাত্র কয়েক মাস কাটতে না কাটতেই সামনে আসে ইলন মাস্কের নাম । একটি সিএনএন বিজনেস রিপোর্টে বলা হয়েছে যে, এ বছরের মার্চ মাসে, মাস্ক ডরসির সঙ্গে দেখা করেছিলেন "সোশ্যাল মিডিয়ার ভবিষ্যত দিক নিয়ে আলোচনা করার জন্য ৷
2021 সালে যখন পরাগ সিইও হিসেবে নিযুক্ত হন, তখন তাঁর টুইটারে পোস্ট করা একটি নোটে তিনি বলেছিলেন যে, তাঁর নিয়োগের জন্য তিনি "সম্মানিত" এবং ডরসির "নিরবচ্ছিন্ন পরামর্শে" কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন তিনি ।