ইসলামাবাদ, 9 মে : সংবাদমাধ্যমের স্বাধীনতার সূচকে 12 ধাপ নেমেছে পাকিস্তান ৷ নতুন প্রকাশিত রিপোর্টে, 2022 সালে বিশ্বের 180টি দেশের মধ্যে 157তম স্থানে রয়েছে পড়শি দেশ (RSF 2022 World Press Freedom Index rankings) ৷ এর আগে 2021 সালের রিপোর্টে পাকিস্তানের জায়গা হয়েছিল 145তম স্থানে ৷ এই রিপোর্ট সামনে আসার পরেই প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে কাঠগড়ায় তুললেন দেশের বর্তমান তথ্য ও সম্প্রচার মন্ত্রী (Pak Minister accuses Imran Khan of Curtailing Press Freedom)৷
লাহোর প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে ওই অভিযোগ করেন তথ্যমন্ত্রী মারিয়ম ঔরাঙ্গজেব ৷ তাঁর অভিযোগ, ইমরান খানের আমলে দেশের সাংবাদিক এবং সংবাদমাধ্যমের উপর বর্বরোচিত আক্রমণ নেমে এসেছে ৷ সাংবাদিকদের উপর শারীরিক এবং মানসিক নির্যাতন করেই শুধু ক্ষান্ত থাকেনি তেহরিক-ই-ইনসাফ সরকার ৷ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কর্মীদের বাড়ি থেকে অপহরণ করা হয়েছে, তাঁদের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে ৷
সংবাদমাধ্যমের ওপর এহেন ‘ফতোয়া’ জারির জন্যই রিপোর্টাস উইদাউট বর্ডাস বা রিপোর্টাস সানস ফ্রন্টিয়ার্সের (Reporters Without Borders) ওই রিপোর্টে তলানিতে ঠেকেছে দেশের সাংবাদিকতার মান ৷ কিন্তু দেশের বর্তমান সরকার মুক্ত চিন্তা, বাকস্বাধীনতা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী ৷ একইসঙ্গে কঠিন পরিস্থিতির মধ্যেও প্রেস ক্লাব ইতিবাচক ভূমিকা পালন করেছে বলেও তিনি জানিয়েছেন ৷
আরও পড়ুন : গাধার সঙ্গে নিজের তুলনা টেনে সোশ্যাল মিডিয়ায় ট্রলড ইমরান খান
প্রসঙ্গত, 20 মে লংমার্চের ডাক দিয়েছে তেহরিক-ই-ইনসাফ ৷ আব্বোত্তাবাদে এক সভায় ইমরান খান দাবি করেছেন, মিছিলে অংশ নেবে প্রায় 3 লক্ষ লোক ৷ মিছিলকে ‘রক্তক্ষয়ী’ বলেও দাবি করেছেন দেশের প্রাক্তন মন্ত্রী শেখ রশিদ আহমেদ ৷ যা নিয়ে দেশের গৃহমন্ত্রী ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, নিজের বক্তব্য ফিরিয়ে না নিলে রশিদ আহমেদকে ওইদিন গৃহবন্দিও করা হতে পারে ৷ মারিয়ম ঔরাঙ্গজেবও জানিয়েছেন, কোনওরকম ‘বেচাল’ দেখলেই সরকার ব্যবস্থা নেবে ৷