হায়দরাবাদ, 17 নভেম্বর: করোনা ভাইরাসের নতুন প্রজাতির সন্ধান পেলেন গবেষকরা ৷ তবে মানবদেহে এই ভাইরাসের আক্রমণের এখনও কোনও প্রমাণ না মিললেও, বিড়ালের শরীরের এই করোনা ভাইরাসের উপস্থিতির প্রমাণ মিলেছে ৷ শুধু তাই নয়, করোনার এই নয়া প্রজাতির প্রাণঘাতী ক্ষমতাও চিন্তা বাড়াচ্ছে ৷ সাইপ্রাসে এই ভাইরাসের শিকার হয়েছে কয়েক হাজার বিড়াল ৷ সাইপ্রাস থেকেই করোনা ভাইরাসের এই প্রজাতির উৎপত্তি বলে জানিয়েছেন ব্রিটেনের একদল গবেষক ৷ করোনার এই প্রজাতির নাম দেওয়া হয়েছে এফ-সিওভি-23 (F-CoV-23) ৷
আরও জানা গিয়েছে, এই ভাইরাসের আক্রমণের ফলে বিড়ালের শরীরে যে রোগটি হচ্ছে তার নাম ইনফেকশাস পেরিটনিটিস ৷ যেহেতু পোষ্য, বিশেষত বিড়ালের শরীরে এই করোনা ভাইরাসের প্রভাব মারাত্মক, তাই চিন্তা বাড়ছে এই নয়া প্রজাতিটিকে নিয়ে ৷
এই বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন কেরলের এক হেপাটোলজিস্ট ডাঃ সাইরিয়্যাক অ্যাবি ফিলিপস ৷ তিনি এই তথ্যটি শেয়ার করে যাঁরা বিড়াল পোষেন তাঁদের সতর্ক করেছেন ৷ এই ভাইরাসটি পেটে সংক্রমণ ছড়াচ্ছে বলেও জানিয়েছেন গবেষকরা ৷
কীভাবে ছড়াচ্ছে এই ভাইরাস ?
সাইপ্রাসে এই নয়া করোনা ভাইরাসের শিকার হয়েছে প্রায় 8 হাজার বিড়াল বলে জানিয়েছেন ব্রিটেনের গবেষকরা ৷ মূলত বিড়ালের বিষ্ঠার মাধ্যমে এই ভাইরাসটি ছড়াচ্ছে বলে জানা গিয়েছে ৷ বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে সাইপ্রাস প্রশাসনও ৷ পশু চিকিৎসকদেরও সতর্ক করা হয়েছে ৷
এই ভাইরাস যাতে আর না ছড়ায় তার জন্য নজরদারি, কন্টেইমেন্টের উপর জোর দেওয়া হচ্ছে ৷ এই নয়া করোনা ভাইরাসের চিকিৎসা কীভাবে হবে তা নিয়েও আলোচনা চলছে ৷ রেমডিসিভির ও মলনুপিরাভির এর ব্যবহার করা যায় কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷
এই এফ-সিওভি বা ফ্যালাইন করোনাভাইরাস এফআইভি ভাইরাসে রূপান্তরিত হয়ে তা দ্রৌত ছড়াতে পারে ও পৌষ্টিকতন্ত্রকে ক্ষতিগ্রস্থ করতে পারে বলে গবেষকরা জানিয়েছেন ৷
আরও পড়ুন: