ETV Bharat / international

সোমালিয়ায় অপহৃত মালবাহী জাহাজে 15 ভারতীয়, নজর রাখছে নৌসেনা

Ship hijacked with 15 Indians: সোমালিয়া উপকূলের কাছে জলদস্যুরা একটি জাহাজ হাইজ্যাক করেছে ৷ ওই জাহাজে 15 জন ভারতীয় আছেন বলে খবর ৷ ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছেছে ভারতীয় যুদ্ধ জাহাজ আইএনএস চেন্নাই ৷

ETV Bharat
আরব সাগরে প্রহরায় নৌসেনা
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 5, 2024, 11:51 AM IST

Updated : Jan 5, 2024, 12:26 PM IST

নয়াদিল্লি, 5 জানুয়ারি: অপহৃত জাহাজের উপর নজরদারি চালাচ্ছে ভারতীয় নৌসেনা ৷ শুক্রবার সকালে নৌসেনা সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সোমালিয়া উপকূলে একটি মালবাহী জাহাজ 'এমভি লীলা নরফক'কে অপহরণ করে দস্যুরা ৷ লাইবেরিয়ার এই জাহাজটিতে 15 জন ভারতীয় রয়েছেন বলে খবর ৷ এই জাহাজটির কর্মীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ৷ এর গতিবিধির উপর নজর রাখছে ভারতীয় নৌসেনা ৷ ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস চেন্নাই হাইজ্যাক হওয়া জাহাজটির কাছাকাছি পৌঁছেছে বলে জানা গিয়েছে ৷

ভারতীয় নৌসেনা সূত্রের খবর, 4 জানুয়ারি সন্ধ্যায় ইউনাইটেড কিংডম মেরিন ট্রেড অপারেশনস বা ইউকেএমটিও পোর্টালের কাছে একটি মেসেজ পাঠান ওই অপহৃত মালবাহী জাহাজের কর্মীরা ৷ তা থেকে জানা যায়, 5-6 জন অজ্ঞাতপরিচয় সশস্ত্র দুষ্কৃতীরা জাহাজে উঠেছে ৷ লাইবেরিয়ার পতাকা লাগানো ওই মালবাহী জাহাজটি অপহরণ করার চেষ্টা চলছে ৷ এই মেসেজ পাওয়ার পরই ঘটনাস্থলের কাছাকাছি থাকা ভারতীয় নৌসেনার জওয়ানরা তৎপরতা দেখান ৷

এই খবর পেয়ে ভারতীয় নৌসেনা তড়িঘড়ি মেরিটাইম প্যাট্রল এয়ারক্রাফ্ট পাঠায় ওই জায়গায় ৷ পাশাপাশি আরব সাগরে নিরপত্তার দায়িত্বে থাকা যুদ্ধজাহাজ আইএনএস চেন্নাইয়ের গতিপথও ঘুরিয়ে দেওয়া হয় ৷ সেটি ওই অপহৃত জাহাজের কাছে পৌঁছনোর চেষ্টা করে ৷ 5 জানুয়ারি সকালে নৌসেনার বিমানটি জাহাজটির উপর দিয়ে উড়ে গিয়েছে ৷ জাহাজে থাকা কর্মীরা যাতে নিজেদের সুরক্ষিত অনুভব করতে পারেন তাই এই উদ্যোগ ৷

একদিকে আকাশপথে নৌসেনার ন্যাভাল এয়ারক্রাফ্ট অপহৃত জাহাজের উপর নজর রাখছে ৷ অন্যদিকে, জলপথে আইএনএস চেন্নাই জাহাজটিতে সাহায্য পাঠানোর চেষ্টা চালাচ্ছে ৷ গতিবিধির উপর কড়া নজর রাখছে ৷ ওই এলাকায় থাকা এজেন্সি, অন্য সামরিক বাহিনীও ভারতীয় নৌসেনার সঙ্গে সহযোগিতা করছে ৷ এর আগে গত বছরের ডিসেম্বর মাসে আরব সাগরে একটি জাহাজ অপহরণের চেষ্টা করেছিল দুষ্কৃতীরা ৷ সেই জাহাজ উদ্ধারে লড়াইয়ে নামে ভারতীয় নৌসেনা ৷ ওই জাহাজটিতে হামলা চালিয়েছিল সোমালিয়া জলদস্যুরা ৷

আরও পড়ুন:

  1. আরব সাগরে সোমালি জলদস্যুদের জাহাজ হাইজ্যাকের চেষ্টা, ঘটনাস্থলে পৌঁছে লড়াই শুরু ভারতীয় নৌসেনার
  2. আরব সাগরে সোমালি জলদস্যুদের জাহাজ হাইজ্যাকের চেষ্টা, ঘটনাস্থলে পৌঁছে লড়াই শুরু ভারতীয় নৌসেনার
  3. মুম্বই বন্দরে আসছে বাণিজ্য জাহাজ এমভি কেম প্লুটো, নিরাপদে 20 জন ভারতীয়-সহ 21 নাবিক

নয়াদিল্লি, 5 জানুয়ারি: অপহৃত জাহাজের উপর নজরদারি চালাচ্ছে ভারতীয় নৌসেনা ৷ শুক্রবার সকালে নৌসেনা সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সোমালিয়া উপকূলে একটি মালবাহী জাহাজ 'এমভি লীলা নরফক'কে অপহরণ করে দস্যুরা ৷ লাইবেরিয়ার এই জাহাজটিতে 15 জন ভারতীয় রয়েছেন বলে খবর ৷ এই জাহাজটির কর্মীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ৷ এর গতিবিধির উপর নজর রাখছে ভারতীয় নৌসেনা ৷ ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস চেন্নাই হাইজ্যাক হওয়া জাহাজটির কাছাকাছি পৌঁছেছে বলে জানা গিয়েছে ৷

ভারতীয় নৌসেনা সূত্রের খবর, 4 জানুয়ারি সন্ধ্যায় ইউনাইটেড কিংডম মেরিন ট্রেড অপারেশনস বা ইউকেএমটিও পোর্টালের কাছে একটি মেসেজ পাঠান ওই অপহৃত মালবাহী জাহাজের কর্মীরা ৷ তা থেকে জানা যায়, 5-6 জন অজ্ঞাতপরিচয় সশস্ত্র দুষ্কৃতীরা জাহাজে উঠেছে ৷ লাইবেরিয়ার পতাকা লাগানো ওই মালবাহী জাহাজটি অপহরণ করার চেষ্টা চলছে ৷ এই মেসেজ পাওয়ার পরই ঘটনাস্থলের কাছাকাছি থাকা ভারতীয় নৌসেনার জওয়ানরা তৎপরতা দেখান ৷

এই খবর পেয়ে ভারতীয় নৌসেনা তড়িঘড়ি মেরিটাইম প্যাট্রল এয়ারক্রাফ্ট পাঠায় ওই জায়গায় ৷ পাশাপাশি আরব সাগরে নিরপত্তার দায়িত্বে থাকা যুদ্ধজাহাজ আইএনএস চেন্নাইয়ের গতিপথও ঘুরিয়ে দেওয়া হয় ৷ সেটি ওই অপহৃত জাহাজের কাছে পৌঁছনোর চেষ্টা করে ৷ 5 জানুয়ারি সকালে নৌসেনার বিমানটি জাহাজটির উপর দিয়ে উড়ে গিয়েছে ৷ জাহাজে থাকা কর্মীরা যাতে নিজেদের সুরক্ষিত অনুভব করতে পারেন তাই এই উদ্যোগ ৷

একদিকে আকাশপথে নৌসেনার ন্যাভাল এয়ারক্রাফ্ট অপহৃত জাহাজের উপর নজর রাখছে ৷ অন্যদিকে, জলপথে আইএনএস চেন্নাই জাহাজটিতে সাহায্য পাঠানোর চেষ্টা চালাচ্ছে ৷ গতিবিধির উপর কড়া নজর রাখছে ৷ ওই এলাকায় থাকা এজেন্সি, অন্য সামরিক বাহিনীও ভারতীয় নৌসেনার সঙ্গে সহযোগিতা করছে ৷ এর আগে গত বছরের ডিসেম্বর মাসে আরব সাগরে একটি জাহাজ অপহরণের চেষ্টা করেছিল দুষ্কৃতীরা ৷ সেই জাহাজ উদ্ধারে লড়াইয়ে নামে ভারতীয় নৌসেনা ৷ ওই জাহাজটিতে হামলা চালিয়েছিল সোমালিয়া জলদস্যুরা ৷

আরও পড়ুন:

  1. আরব সাগরে সোমালি জলদস্যুদের জাহাজ হাইজ্যাকের চেষ্টা, ঘটনাস্থলে পৌঁছে লড়াই শুরু ভারতীয় নৌসেনার
  2. আরব সাগরে সোমালি জলদস্যুদের জাহাজ হাইজ্যাকের চেষ্টা, ঘটনাস্থলে পৌঁছে লড়াই শুরু ভারতীয় নৌসেনার
  3. মুম্বই বন্দরে আসছে বাণিজ্য জাহাজ এমভি কেম প্লুটো, নিরাপদে 20 জন ভারতীয়-সহ 21 নাবিক
Last Updated : Jan 5, 2024, 12:26 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.