নয়াদিল্লি, 5 জানুয়ারি: অপহৃত জাহাজের উপর নজরদারি চালাচ্ছে ভারতীয় নৌসেনা ৷ শুক্রবার সকালে নৌসেনা সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সোমালিয়া উপকূলে একটি মালবাহী জাহাজ 'এমভি লীলা নরফক'কে অপহরণ করে দস্যুরা ৷ লাইবেরিয়ার এই জাহাজটিতে 15 জন ভারতীয় রয়েছেন বলে খবর ৷ এই জাহাজটির কর্মীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ৷ এর গতিবিধির উপর নজর রাখছে ভারতীয় নৌসেনা ৷ ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস চেন্নাই হাইজ্যাক হওয়া জাহাজটির কাছাকাছি পৌঁছেছে বলে জানা গিয়েছে ৷
ভারতীয় নৌসেনা সূত্রের খবর, 4 জানুয়ারি সন্ধ্যায় ইউনাইটেড কিংডম মেরিন ট্রেড অপারেশনস বা ইউকেএমটিও পোর্টালের কাছে একটি মেসেজ পাঠান ওই অপহৃত মালবাহী জাহাজের কর্মীরা ৷ তা থেকে জানা যায়, 5-6 জন অজ্ঞাতপরিচয় সশস্ত্র দুষ্কৃতীরা জাহাজে উঠেছে ৷ লাইবেরিয়ার পতাকা লাগানো ওই মালবাহী জাহাজটি অপহরণ করার চেষ্টা চলছে ৷ এই মেসেজ পাওয়ার পরই ঘটনাস্থলের কাছাকাছি থাকা ভারতীয় নৌসেনার জওয়ানরা তৎপরতা দেখান ৷
এই খবর পেয়ে ভারতীয় নৌসেনা তড়িঘড়ি মেরিটাইম প্যাট্রল এয়ারক্রাফ্ট পাঠায় ওই জায়গায় ৷ পাশাপাশি আরব সাগরে নিরপত্তার দায়িত্বে থাকা যুদ্ধজাহাজ আইএনএস চেন্নাইয়ের গতিপথও ঘুরিয়ে দেওয়া হয় ৷ সেটি ওই অপহৃত জাহাজের কাছে পৌঁছনোর চেষ্টা করে ৷ 5 জানুয়ারি সকালে নৌসেনার বিমানটি জাহাজটির উপর দিয়ে উড়ে গিয়েছে ৷ জাহাজে থাকা কর্মীরা যাতে নিজেদের সুরক্ষিত অনুভব করতে পারেন তাই এই উদ্যোগ ৷
একদিকে আকাশপথে নৌসেনার ন্যাভাল এয়ারক্রাফ্ট অপহৃত জাহাজের উপর নজর রাখছে ৷ অন্যদিকে, জলপথে আইএনএস চেন্নাই জাহাজটিতে সাহায্য পাঠানোর চেষ্টা চালাচ্ছে ৷ গতিবিধির উপর কড়া নজর রাখছে ৷ ওই এলাকায় থাকা এজেন্সি, অন্য সামরিক বাহিনীও ভারতীয় নৌসেনার সঙ্গে সহযোগিতা করছে ৷ এর আগে গত বছরের ডিসেম্বর মাসে আরব সাগরে একটি জাহাজ অপহরণের চেষ্টা করেছিল দুষ্কৃতীরা ৷ সেই জাহাজ উদ্ধারে লড়াইয়ে নামে ভারতীয় নৌসেনা ৷ ওই জাহাজটিতে হামলা চালিয়েছিল সোমালিয়া জলদস্যুরা ৷
আরও পড়ুন: