ETV Bharat / international

কূটনৈতিক চাপানউতোরের মাঝেই মলদ্বীপের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক ভারতীয় হাইকমিশনারের - Narendra Modi

Maldives row: কূটনৈতিক চাপানউতোরের মাঝেই মলদ্বীপের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করলেন ভারতীয় হাইকমিশনার মুনু মহাওয়ার ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 8, 2024, 7:46 PM IST

মালে (মলদ্বীপ), 8 জানুয়ারি: মলদ্বীপে ভারতীয় হাই কমিশনার মুনু মহাওয়ার সোমবার মালেতে মলদ্বীপের বিদেশ বিষয়ক মন্ত্রকের অ্যাম্বাসাডর অ্যাট লার্জ আলি নাসির মহম্মদের সঙ্গে একটি 'পূর্ব-নির্বাধিত বৈঠক'-এ মিলিত হলেন ৷ মলদ্বীপের সঙ্গে চাপানউতোরের মাঝেই আবার ভারতে মলদ্বীপের রাষ্ট্রদূত ইব্রাহিম শাহিবকে আজ দিল্লির সাউথ ব্লকে যেতে দেখা গিয়েছে ৷

মলদ্বীপে ভারতের হাই কমিশন তাদের এক্স হ্যান্ডেলে লিখেছে, "হাই কমিশনার মুনু মাহাওয়ার আজ মলদ্বীপের মোফায় এইচই ড. আলি নাসির মহম্মদের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য বৈঠক করেন ৷"

দুই রাষ্ট্রদূতের মধ্যে বৈঠকটি এমন একটা সময়ে সম্পন্ন হল, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাক্ষাদ্বীপ সফর সংক্রান্ত পোস্টের পর তাঁর ও ভারতের বিরুদ্ধে মলদ্বীপের চিনপন্থী নেতাদের অবমাননাকর মন্তব্য ঘিরে কূটনৈতিক চাপানউতোর চলছে দু দেশের মধ্যে ৷

এ দিন আবার সকালের দিকে, ভারতে মলদ্বীপের রাষ্ট্রদূত ইব্রাহিম শাহিবকে দিল্লির সাউথ ব্লক থেকে বিদেশমন্ত্রক ছেড়ে যেতে দেখা গিয়েছে । শাহিবকে বিদেশমন্ত্রকের অফিস ভবনে যেতে দেখা যায় এবং তার কিছুক্ষণ পরে সেখান থেকে বেরিয়ে যেতে দেখা গিয়েছে ।

গত সপ্তাহে মলদ্বীপের রাষ্ট্রমন্ত্রী এবং মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্য ও সরকারি কর্মকর্তাদের প্রধানমন্ত্রী মোদির লাক্ষাদ্বীপ সফরকে নিয়ে মন্তব্যকে ঘিরে দু দেশের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় ৷ ওই ঘটনায় মলদ্বীপের বিরুদ্ধে সরব হয়েছেন এ দেশের তারকা ও নেটনাগরিকরা ৷ নিজের এক্স হ্যান্ডেলে একাধিক পোস্টে প্রধানমন্ত্রী মোদি সৈকত, নীলাকাশ এবং অতল সমুদ্রের অপূর্ব কিছু ছবি শেয়ার করেছেন ৷ সেখানে তিনি লিখেছেন, "যাঁরা অ্যাডভেঞ্চারকে আলিঙ্গন করতে চান, তাঁরা অবশ্যই লাক্ষাদ্বীপকে নিজের তালিকায় রাখুন ৷"

আরও পড়ুন:

  1. বেজিংয়ে মলদ্বীপের প্রেসিডেন্ট, দক্ষিণ ভারত মহাসাগরে চিনা প্রভাব মোকাবিলায় পর্যটনই হাতিয়ার ভারতের ?
  2. 'ঘুরে দেখো নিজের দেশ', মোদির পর লাক্ষাদ্বীপ ভ্রমণ নিয়ে নেট পাড়ায় সরব তারকারা
  3. মোদির উদ্দেশে অবমাননাকর মন্তব্যকে সমর্থন নয়, চাপে মুখে নতিস্বীকার মলদ্বীপ সরকারের

মালে (মলদ্বীপ), 8 জানুয়ারি: মলদ্বীপে ভারতীয় হাই কমিশনার মুনু মহাওয়ার সোমবার মালেতে মলদ্বীপের বিদেশ বিষয়ক মন্ত্রকের অ্যাম্বাসাডর অ্যাট লার্জ আলি নাসির মহম্মদের সঙ্গে একটি 'পূর্ব-নির্বাধিত বৈঠক'-এ মিলিত হলেন ৷ মলদ্বীপের সঙ্গে চাপানউতোরের মাঝেই আবার ভারতে মলদ্বীপের রাষ্ট্রদূত ইব্রাহিম শাহিবকে আজ দিল্লির সাউথ ব্লকে যেতে দেখা গিয়েছে ৷

মলদ্বীপে ভারতের হাই কমিশন তাদের এক্স হ্যান্ডেলে লিখেছে, "হাই কমিশনার মুনু মাহাওয়ার আজ মলদ্বীপের মোফায় এইচই ড. আলি নাসির মহম্মদের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য বৈঠক করেন ৷"

দুই রাষ্ট্রদূতের মধ্যে বৈঠকটি এমন একটা সময়ে সম্পন্ন হল, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাক্ষাদ্বীপ সফর সংক্রান্ত পোস্টের পর তাঁর ও ভারতের বিরুদ্ধে মলদ্বীপের চিনপন্থী নেতাদের অবমাননাকর মন্তব্য ঘিরে কূটনৈতিক চাপানউতোর চলছে দু দেশের মধ্যে ৷

এ দিন আবার সকালের দিকে, ভারতে মলদ্বীপের রাষ্ট্রদূত ইব্রাহিম শাহিবকে দিল্লির সাউথ ব্লক থেকে বিদেশমন্ত্রক ছেড়ে যেতে দেখা গিয়েছে । শাহিবকে বিদেশমন্ত্রকের অফিস ভবনে যেতে দেখা যায় এবং তার কিছুক্ষণ পরে সেখান থেকে বেরিয়ে যেতে দেখা গিয়েছে ।

গত সপ্তাহে মলদ্বীপের রাষ্ট্রমন্ত্রী এবং মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্য ও সরকারি কর্মকর্তাদের প্রধানমন্ত্রী মোদির লাক্ষাদ্বীপ সফরকে নিয়ে মন্তব্যকে ঘিরে দু দেশের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় ৷ ওই ঘটনায় মলদ্বীপের বিরুদ্ধে সরব হয়েছেন এ দেশের তারকা ও নেটনাগরিকরা ৷ নিজের এক্স হ্যান্ডেলে একাধিক পোস্টে প্রধানমন্ত্রী মোদি সৈকত, নীলাকাশ এবং অতল সমুদ্রের অপূর্ব কিছু ছবি শেয়ার করেছেন ৷ সেখানে তিনি লিখেছেন, "যাঁরা অ্যাডভেঞ্চারকে আলিঙ্গন করতে চান, তাঁরা অবশ্যই লাক্ষাদ্বীপকে নিজের তালিকায় রাখুন ৷"

আরও পড়ুন:

  1. বেজিংয়ে মলদ্বীপের প্রেসিডেন্ট, দক্ষিণ ভারত মহাসাগরে চিনা প্রভাব মোকাবিলায় পর্যটনই হাতিয়ার ভারতের ?
  2. 'ঘুরে দেখো নিজের দেশ', মোদির পর লাক্ষাদ্বীপ ভ্রমণ নিয়ে নেট পাড়ায় সরব তারকারা
  3. মোদির উদ্দেশে অবমাননাকর মন্তব্যকে সমর্থন নয়, চাপে মুখে নতিস্বীকার মলদ্বীপ সরকারের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.