নয়াদিল্লি, 27 জানুয়ারি: সিন্ধু জলবন্টন চুক্তি (Indus Waters Treaty) নিয়ে এবার ইসলামাবাদকে (Pakistan) চিঠি পাঠাল নয়াদিল্লি (India) । এই চুক্তি বিষয়ে এই প্রথমবার পাকিস্তানের জবাব তলব করল ভারত । বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ওই চুক্তিতে সংশোধন চেয়ে চিঠি পাঠানো হয়েছে (India issues notice to Pakistan) ।
দীর্ঘদিনের আলাপ-আলোচনার পর 1960 সালে সিন্ধু নদীর জলবন্টন নিয়ে মধ্যস্থতায় পৌঁছয় দুই দেশ । এই চুক্তির স্বাক্ষরকারী ছিল বিশ্বব্যাংক । যা বেশ কয়েকটি দেশের জল ব্যবহারে দুই পক্ষের মধ্যে সহযোগিতা ও তথ্য বিনিময়ের জন্য একটি প্রক্রিয়া নির্ধারণ করেছিল (India issues notice to Pakistan seeking review and modification to Indus Waters Treaty) ।
যদিও সম্প্রতি পাকিস্তান অভিযোগ করে, কিষেণগঙ্গা এবং রাতলে জলবিদ্যুৎ প্রকল্প গড়ে ভারত জল আটকে দিচ্ছে । 2016 সালে ওই অভিযোগ আনে পড়শি দেশ । প্রাথমিক ভাবে একটি নিরপেক্ষ দেশের পর্যবেক্ষণের দাবি তুলেছিল ইসলামাবাদ । যদিও তারপর আন্তর্জাতিক সালিশি আদালতে যায় তারা । এবার এই নিয়েই কুটনৈতিক চাল নয়াদিল্লির ।
আরও পড়ুন: সন্ত্রাসে মদত নিয়ে পাকিস্তানের মন্ত্রীকেই প্রশ্ন করুন, পাক-সাংবাদিককে কড়াবার্তা জয়শঙ্করের
ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি পারস্পরিক সম্মত উপায়ে এগিয়ে যাওয়ার জন্য বারবার চেষ্টা করা হয়েছিল । যদিও পাকিস্তান 2017 থেকে 2022 সাল পর্যন্ত স্থায়ী সিন্ধু কমিশনের পাঁচটি বৈঠকেই বিষয়টি নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছিল । একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, একতরফাভাবে সালিশি আদালতের দ্বারস্থ হয়ে সিন্ধু জলবন্টন চুক্তির নবম ধারা অগ্রাহ্য করেছে পাকিস্তান । যা নিয়েই পড়শি দেশের জবাব তলব করা হয়েছে । আগামী 90 দিনের মধ্যে এই বিষয়ে জবাব দেওয়ার কথাও জানিয়ে দেওয়া হয়েছে ।
আরও পড়ুন: বিহারের আরায় পাকিস্তান জিন্দাবাদ স্লোগান, ধৃত 5 যুবক
কুটনীতিবিদদের মতে, ইসলামাবাদ আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করতে অস্বীকার করার পর বিশ্ব ব্যাংক একজন নিরপেক্ষ বিশেষজ্ঞ এবং আদালতের সালিশি আদালতের চেয়ারম্যান নিয়োগের ঘোষণা দেওয়ার প্রায় 10 মাস পরে ভারতের এই পদক্ষেপ যথেষ্ঠ গুরুত্বপূর্ণ ।