নয়াদিল্লি, 27 জুন: গিনেস বুকে নাম তোলা এতটা সহজ নয়। তারপর আবার হিল জুতো পরে ৷ এই হিল জুতো মহিলাদের ফ্যাশনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ৷ রেড কার্পেট হোক, বা শহরের রাস্তা, সেলিব্রিটি হোক কিংবা সাধারণ মানুষ, হিল জুতো পরতে চান না, এমন কাউকে পাওয়া দুষ্কর। তবে হিল জুতো পরে হাঁটা এমনি জুতোর তুলনায় কষ্টসাধ্য। আর হিল পরে দৌড়নো? তা প্রায়ই অসম্ভব! কিন্তু সেই অসাধ্যসাধনটি করে দেখালেন স্প্যানিশ অ্যাথলিট ক্রিশ্চিয়ান রবার্তো লোপেজ রদ্রিগেজ ৷ 100 মিটার দৌড়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখালেন তিনি। যখনই বিশ্বের দ্রুততম দৌড়বিদদের কথা আসে তখন প্রথমেই নাম উঠে আসে উসেইন বোল্টের। ক্রিশ্চিয়ান তাঁকেও টেক্কা দিয়েছেন ৷
স্প্যানিশ অ্যাথলিট ক্রিশ্চিয়ান 2.76 ইঞ্চি স্টিলেটো হিল পরে মাত্র 12.82 সেকেন্ডে হিল জুতো পরে 100 মিটার দৌড়ে বিশ্বরেকর্ড গড়েছেন ৷ উইসেন বোল্টের 100 মিটার দৌড়ানোর রেকর্ডের চেয়ে ক্রিশ্চিয়ান মাত্র 3.24 সেকেন্ড বেশি সময় নিয়েছেন। এতে ছিল নানা ঝুঁকি। তবে সেসবের তোয়াক্কা করেননি তিনি।ক্রিশ্চিয়ানের বাড়ি স্পেনে। বয়স 34 বছর। তাঁর নাম উঠেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের খাতায়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাদের টুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিয়ো শেয়ার করেছে ৷
-
New record: Fastest 100 metres run in high heels (male) - 12.82 seconds by Christian Roberto López Rodríguez 🇪🇸
— Guinness World Records (@GWR) June 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
It's only 3 seconds off Usain Bolt's 100 metre world record! 👠 pic.twitter.com/sScdaWBfUp
">New record: Fastest 100 metres run in high heels (male) - 12.82 seconds by Christian Roberto López Rodríguez 🇪🇸
— Guinness World Records (@GWR) June 26, 2023
It's only 3 seconds off Usain Bolt's 100 metre world record! 👠 pic.twitter.com/sScdaWBfUpNew record: Fastest 100 metres run in high heels (male) - 12.82 seconds by Christian Roberto López Rodríguez 🇪🇸
— Guinness World Records (@GWR) June 26, 2023
It's only 3 seconds off Usain Bolt's 100 metre world record! 👠 pic.twitter.com/sScdaWBfUp
এই ভিডিয়োটি সোশাল মিডিয়ায় বেশ ট্রেন্ড করছে। এখনও পর্যন্ত 55 হাজারের বেশি মানুষ দেখেছেন এই ভিডিয়ো। এই ভিডিয়োতে অনেকটা চিতাবাঘের মতো দৌড়াতে দেখা যাচ্ছে স্পেনের রবার্তো লোপেজকে। ভিডিয়োটির পোস্টের সঙ্গে সঙ্গে ভরে গিয়েছে নেটাগরিকদের কমেন্ট সেকশন ৷ বেশ প্রসংশিত ক্রীড়াবিদ ক্রিশ্চিয়ান রবার্তো লোপেজ রদ্রিগেজের ভিডিয়োটি 23 জুন শুক্রবারের। ক্রিশ্চিয়ান এর আগেও একাধিক রেকর্ড করেছেন। তবে হিল পরে দৌড়ানোর জন্য দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করতে হয়েছে তাঁকে। তবে ক্রিশ্চিয়ানই একমাত্র নন। এর আগে হিল জুতো পরে রেকর্ড করেছিলেন আন্দ্রে অরটলফ ৷
আরও পড়ুন: মার্কিন মুলুকে যোগ দিবস উদযাপনে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললেন মোদি