ETV Bharat / international

Nobel Prize 2022: সাহিত্যে নোবেল পেলেন ফরাসি লেখক অ্যানি আর্নোউ - সাহিত্যে নোবেল পেলেন ফরাসি লেখক অ্যানি আর্নোউ

সাহিত্যে নোবেল (Nobel prize in Literature) পেলেন ফরাসি লেখক অ্যানি আর্নোউ (Nobel Prize 2022) ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 6, 2022, 4:56 PM IST

Updated : Oct 6, 2022, 7:42 PM IST

স্টকহোম, 6 অক্টোবর: ঘোষিত হল 2022 সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপকের নাম ৷ বিশ্ব সাহিত্যে অবদানের জন্য নোবেল (Nobel prize in Litareture) পেলেন অ্যানি আর্নোউ (Nobel Prize 2022) ৷ সুইডেনের স্টকহোমের কারোলিনস্কা ইন্সটিটিউটের এক অনুষ্ঠানে এই ঘোষণা করা হয় । নোবেল কমিটির তরফ থেকে জানানো হয়েছে, তাঁর সাহস এবং ধৈর্যের সঙ্গে শিকড়ের সন্ধান, ব্যক্তিগত স্মৃতির সম্পর্ককে লিখনে তুলে আনার জন্য তাঁকে এই সম্মানে ভূষিত করা হল ।

ফরাসি লেখিকা অ্যানি 1940 সালে জন্মগ্রহণ করেন ৷ নরম্যান্ডির ছোট শহর ইভেটোতে বেড়ে ওঠেন তিনি ৷ ছোটবেলা কেটেছে আর্থিক কষ্টে, যদিও তা কোনওভাবেই তাঁর উচ্চাভিলাষের দমবন্ধ করে দিতে পারেনি ৷ প্রলেতারিয়েৎ সমাজের অংশ অ্যানি নিবিড়ভাবে লক্ষ্য করেছেন বুর্জোয়া সমাজের বিচরণ ৷ সেসবই উঠে এসেছে তাঁর লেখায় ৷ তাঁর বই 'আ উওম্যানস স্টোরি', 'আ ম্যানস প্লেস', 'আই রিমেন ইন ডার্কনেস' নজর কেড়েছে ৷ শুধু ফরাসি ভাষাই, জার্মান ভাষাতেও সাহিত্যে অবদান রয়েছে তাঁর ৷

আরও পড়ুন: রসায়নে নোবেল পেলেন কার্লন বের্তজ্জি, মর্টান মেডেল ও কে ব্যারি শার্পলেস

এর আগে প্রি দি লা লাঙ্গে ফ্রাঁসে-র মতো সম্মান এসেছে আর্নোউয়ের ঝুলিতে । আন্তর্জাতিক লেখক হিসেবে যুক্ত হয়েছেন রয়্যাল সোসাইটি অফ লিটরেচারের সঙ্গে । এর আগে 16 জন মহিলা সাহিত্য়িকের ঝুলিতে এসেছে নোবেল পুরস্কার ৷ 17তম মহিলা সাহিত্যিক হিসেবে এই স্বীকৃতির মালকিন হলেন ফরাসি জীবনদর্পণের রূপকার ৷

  • BREAKING NEWS:
    The 2022 #NobelPrize in Literature is awarded to the French author Annie Ernaux “for the courage and clinical acuity with which she uncovers the roots, estrangements and collective restraints of personal memory.” pic.twitter.com/D9yAvki1LL

    — The Nobel Prize (@NobelPrize) October 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: কোয়ান্টাম মেকানিক্সে অবদান ! পদার্থবিদ্যায় নোবেল পেলেন অ্যাসপেক্ট-ক্লজার-জেইলিংগার

প্রসঙ্গত, 1901 সাল থেকে সাহিত্যে 114টি নোবেল পুরস্কার দেওয়া হয়েছে । মাঝে 1914, 1918, 1935, 1940, 1941, 1942 এবং 1943 সালে এই পুরস্কার দেওয়া হয়নি ৷ 2022 সালের নোবেল শান্তি পুরস্কার শুক্রবার এবং 10 অক্টোবর অর্থনীতির পুরস্কার ঘোষণা করা হবে। পুরস্কারগুলির মধ্যে 10 মিলিয়ন সুইডিশ ক্রোনার নগদ পুরস্কার রয়েছে যা 10 ডিসেম্বর হস্তান্তর করা হবে ।

স্টকহোম, 6 অক্টোবর: ঘোষিত হল 2022 সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপকের নাম ৷ বিশ্ব সাহিত্যে অবদানের জন্য নোবেল (Nobel prize in Litareture) পেলেন অ্যানি আর্নোউ (Nobel Prize 2022) ৷ সুইডেনের স্টকহোমের কারোলিনস্কা ইন্সটিটিউটের এক অনুষ্ঠানে এই ঘোষণা করা হয় । নোবেল কমিটির তরফ থেকে জানানো হয়েছে, তাঁর সাহস এবং ধৈর্যের সঙ্গে শিকড়ের সন্ধান, ব্যক্তিগত স্মৃতির সম্পর্ককে লিখনে তুলে আনার জন্য তাঁকে এই সম্মানে ভূষিত করা হল ।

ফরাসি লেখিকা অ্যানি 1940 সালে জন্মগ্রহণ করেন ৷ নরম্যান্ডির ছোট শহর ইভেটোতে বেড়ে ওঠেন তিনি ৷ ছোটবেলা কেটেছে আর্থিক কষ্টে, যদিও তা কোনওভাবেই তাঁর উচ্চাভিলাষের দমবন্ধ করে দিতে পারেনি ৷ প্রলেতারিয়েৎ সমাজের অংশ অ্যানি নিবিড়ভাবে লক্ষ্য করেছেন বুর্জোয়া সমাজের বিচরণ ৷ সেসবই উঠে এসেছে তাঁর লেখায় ৷ তাঁর বই 'আ উওম্যানস স্টোরি', 'আ ম্যানস প্লেস', 'আই রিমেন ইন ডার্কনেস' নজর কেড়েছে ৷ শুধু ফরাসি ভাষাই, জার্মান ভাষাতেও সাহিত্যে অবদান রয়েছে তাঁর ৷

আরও পড়ুন: রসায়নে নোবেল পেলেন কার্লন বের্তজ্জি, মর্টান মেডেল ও কে ব্যারি শার্পলেস

এর আগে প্রি দি লা লাঙ্গে ফ্রাঁসে-র মতো সম্মান এসেছে আর্নোউয়ের ঝুলিতে । আন্তর্জাতিক লেখক হিসেবে যুক্ত হয়েছেন রয়্যাল সোসাইটি অফ লিটরেচারের সঙ্গে । এর আগে 16 জন মহিলা সাহিত্য়িকের ঝুলিতে এসেছে নোবেল পুরস্কার ৷ 17তম মহিলা সাহিত্যিক হিসেবে এই স্বীকৃতির মালকিন হলেন ফরাসি জীবনদর্পণের রূপকার ৷

  • BREAKING NEWS:
    The 2022 #NobelPrize in Literature is awarded to the French author Annie Ernaux “for the courage and clinical acuity with which she uncovers the roots, estrangements and collective restraints of personal memory.” pic.twitter.com/D9yAvki1LL

    — The Nobel Prize (@NobelPrize) October 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: কোয়ান্টাম মেকানিক্সে অবদান ! পদার্থবিদ্যায় নোবেল পেলেন অ্যাসপেক্ট-ক্লজার-জেইলিংগার

প্রসঙ্গত, 1901 সাল থেকে সাহিত্যে 114টি নোবেল পুরস্কার দেওয়া হয়েছে । মাঝে 1914, 1918, 1935, 1940, 1941, 1942 এবং 1943 সালে এই পুরস্কার দেওয়া হয়নি ৷ 2022 সালের নোবেল শান্তি পুরস্কার শুক্রবার এবং 10 অক্টোবর অর্থনীতির পুরস্কার ঘোষণা করা হবে। পুরস্কারগুলির মধ্যে 10 মিলিয়ন সুইডিশ ক্রোনার নগদ পুরস্কার রয়েছে যা 10 ডিসেম্বর হস্তান্তর করা হবে ।

Last Updated : Oct 6, 2022, 7:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.