ETV Bharat / international

Shinzo Abe Shot : বক্তৃতার মাঝেই গুলিবিদ্ধ, রীতিমতো সংকটজনক শিনজো আবে

হঠাতই গুলির শব্দ । জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী মঞ্চে রক্তাক্ত অবস্থায় (Japan Former PM Shinzo Abe Shot) ৷ তাঁর হৃদস্পন্দন পাওয়া যাচ্ছে না ৷

PM Shinzo Abe
PM Shinzo Abe
author img

By

Published : Jul 8, 2022, 8:48 AM IST

Updated : Jul 8, 2022, 9:43 AM IST

নারা (জাপান), 8 জুলাই: পশ্চিম জাপানের নারা শহরে বক্তৃতা চলাকালীন রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে ৷ প্রাথমিক রিপোর্টে মনে করা হচ্ছে, কেউ বা কারা তাঁকে গুলি করেছে ৷ স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী গুলি চালানোর মতোই শব্দ শুনতে পাওয়া গিয়েছে দুর্ঘটনাস্থলে এবং শিনজো আবেকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা গিয়েছে (Former PM Shinzo Abe may have been shot in the city of Nara Japan) ৷

শুক্রবার তিনি নির্বাচনী প্রচারে ভাষণ দিচ্ছিলেন ৷ সেই সময়ই তাঁকে পিছন দিক থেকে গুলি করা হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ৷ রক্তাক্ত অবস্থায় তিনি মঞ্চেই পড়ে যান এবং জ্ঞান হারিয়ে ফেলেন ৷ তাঁর কার্ডিওপালমোনারি অ্যারেস্ট হয়েছে বলে নারা মেডিক্যাল ইউনিভার্সিটি হাসপাতাল সূত্রে খবর ৷

  • Second video shows the attempted assassination of former Japanese Prime Minister Shinzo Abe

    NOTE: Video not graphic, but viewer discretion is advised pic.twitter.com/BZNGHP78ds

    — BNO News (@BNONews) July 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: আমেরিকায় স্বাধীনতা দিবসের প্যারেডে গুলি, মৃত 6, গ্রেফতার ইউটিউবার

তাঁকে গুলি করার অভিযোগে এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ, জানিয়েছে এনএইচকে ৷ জাপান দুনিয়ার অন্যতম নিরাপদ দেশ এবং এখানে বন্দুক ব্যবহার নিয়ন্ত্রিত ৷ এরকম একটি দেশে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় স্তম্ভিত বিশ্ব ৷

নারা (জাপান), 8 জুলাই: পশ্চিম জাপানের নারা শহরে বক্তৃতা চলাকালীন রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে ৷ প্রাথমিক রিপোর্টে মনে করা হচ্ছে, কেউ বা কারা তাঁকে গুলি করেছে ৷ স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী গুলি চালানোর মতোই শব্দ শুনতে পাওয়া গিয়েছে দুর্ঘটনাস্থলে এবং শিনজো আবেকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা গিয়েছে (Former PM Shinzo Abe may have been shot in the city of Nara Japan) ৷

শুক্রবার তিনি নির্বাচনী প্রচারে ভাষণ দিচ্ছিলেন ৷ সেই সময়ই তাঁকে পিছন দিক থেকে গুলি করা হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ৷ রক্তাক্ত অবস্থায় তিনি মঞ্চেই পড়ে যান এবং জ্ঞান হারিয়ে ফেলেন ৷ তাঁর কার্ডিওপালমোনারি অ্যারেস্ট হয়েছে বলে নারা মেডিক্যাল ইউনিভার্সিটি হাসপাতাল সূত্রে খবর ৷

  • Second video shows the attempted assassination of former Japanese Prime Minister Shinzo Abe

    NOTE: Video not graphic, but viewer discretion is advised pic.twitter.com/BZNGHP78ds

    — BNO News (@BNONews) July 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: আমেরিকায় স্বাধীনতা দিবসের প্যারেডে গুলি, মৃত 6, গ্রেফতার ইউটিউবার

তাঁকে গুলি করার অভিযোগে এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ, জানিয়েছে এনএইচকে ৷ জাপান দুনিয়ার অন্যতম নিরাপদ দেশ এবং এখানে বন্দুক ব্যবহার নিয়ন্ত্রিত ৷ এরকম একটি দেশে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় স্তম্ভিত বিশ্ব ৷

Last Updated : Jul 8, 2022, 9:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.