ইসলামাবাদ, 21 অক্টোবর: পাকিস্তানে ফিরছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ৷ ব্রিটেনে চার বছরের স্বেচ্ছা-নির্বাসন কাটিয়ে অবশেষে সাধারণ নির্বাচনের কয়েক মাস আগে শনিবার দেশে আসছেন তিনি । 73 বছর বয়সি নওয়াজ দুবাই থেকে একটি চার্টার্ড বিমানে ইসলামাবাদে উড়ে আসবেন ৷ এমনটাই জানিয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী ও তাঁর দলের নেতা ইসহাকদার ।
জানা গিয়েছে, নওয়াজ ইসলামাবাদে এসে এক ঘণ্টা বা তার চেয়ে কিছুটা বেশি সময় থাকবেন ৷ এরপর তিনি মিনার-ই-পাকিস্তানে একটি সমাবেশে ভাষণ দেবেন ৷ এই ভাষণ দেওয়ার জন্য ইসলামাবাদ থেকে লাহোরের উদ্দেশ্যে রওনা হবেন ৷ দলের তরফে জানানো হয়েছে, নওয়াজ সম্ভবত দুপুর সাড়ে 12টায় ইসলামাবাদে পৌঁছবেন। কয়েক ঘণ্টা থেকে লাহোরের উদ্দেশ্যে রওনা দেবেন । তবে মিনার-ই-পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে তিনি তাঁর বাড়িতে যেতে পারেন বলে সূত্রের খবর ।
এর আগে বৃহস্পতিবার ইসলামাবাদ হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করেছে ৷ এমনটাই ডন পত্রিকায় প্রকাশিত হয়েছে । পাকিস্তানের পঞ্জাব প্রদেশের এক পিএমএল-এন নেতা বলেছেন, "নওয়াজ দেশে ফিরছেন সেটা সকলকে জানানোটা খুবই গুরুত্বপূর্ণ ৷ তাই ব্যানারের মাধ্যমে চারপাশের সবাইকে জানানো হয়েছে ৷ পিএমএল-এন এখনও লাহোরে একটি জনপ্রিয় দল ৷ জানুয়ারিতে দেশে সাধারণ নির্বাচন ৷ তার আগে নওয়াজের আগমন দলটিকে অত্যন্ত প্রয়োজনীয় প্রেরণা দেবে । তিনি দলের নির্বাচনী প্রচারে নেতৃত্ব দেবেন এবং চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রী হবেন ।"
আরও পড়ুন: 'দেশ চালাতে পাকিস্তান ভিক্ষা করছে অথচ ভারত চাঁদে পাড়ি দিয়েছে', নওয়াজের আক্ষেপ-বার্তা
পিএমএল-এন দলের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসভায় শুধু নওয়াজই বক্তব্য রাখবেন । তাঁর উপর গোলাপের পাপড়ি বর্ষণের জন্য দুটি ছোট বিমান ভাড়া করেছে পিএমএল-এন । নওয়াজ 2019 সালের নভেম্বরে চিকিৎসার কারণে লন্ডন চলে যান । ততক্ষণে তিনি আল-আজিজিয়া দুর্নীতি মামলায় তাঁর সাত বছরের জেলের অর্ধেক সাজা ভোগ করে ফেলেছেন । প্রায় চার বছর পর দেশে ফিরছেন নওয়াজ।
(সংবাদ সংস্থা- পিটিআই)