ETV Bharat / international

Hamida Bano: দুবাই যেতে গিয়ে পাকিস্তান ! 20 বছর বাদে হামিদা বানোর কথা শোনাল ইউটিউব

পরিবারের আর্থিক সচ্ছলতার জন্য দেশের বাইরে কাজে যেতেন হামিদা বানো ৷ 2002 সালেও তাই গিয়েছিলেন ৷ কিন্তু সেবার তাঁকে দুবাইয়ের বদলে পাকিস্তানে পাঠিয়ে দেয় এজেন্ট ৷ তারপর (Hamida Bano) ?

Daughter of Hamida Bano
হামিদা বানোর মেয়ে
author img

By

Published : Aug 6, 2022, 2:18 PM IST

মুম্বই, 6 অগস্ট: এক-দুটো বছর নয়, পেরিয়ে গিয়েছে কুড়িটা বছর ৷ তারপর সন্ধান মিলেছে হামিদা বানোর, তাও পাকিস্তান থেকে ৷ হ্যাঁ, 70 বছর বয়সী বানো এখন পাকিস্তানের হায়দরাবাদে রয়েছেন ৷ একসময় কাজের খোঁজে পাড়ি দিয়েছিলেন বিদেশ-বিভুঁইয়ে ৷ তারপর থেকে আর তিনি কোথায়, তা জানা যায়নি ৷ মুম্বইয়ে হামিদা বানোর পরিবার এবং তাঁর মধ্যে যোগাযোগ করিয়ে দিয়েছে কিন্তু গালফাম নামের এক স্থানীয় ইউটিউবার (Family members contacts Hamida Bano in Pakistan through a youtuber in Mumbai) ৷

2002-এ মুম্বই থেকে এক এজেন্টের মাধ্যমে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেন হামিদা বানো ৷ কিন্তু মাঝপথে তাঁকে পাকিস্তানে নামিয়ে দেয় সেই ঠগবাজ এজেন্ট ৷ তারপর থেকে সেখানেই রয়েছেন চার সন্তানের তিনি ৷ পাকিস্তানে একটি ইউটিউব চ্যানেলে হামিদা বানোর খবর ছড়িয়ে পড়ে ৷ তা শুনে সে দেশের এক নাগরিক মুম্বইয়ের স্থানীয় ইউটিউবার গালফামের সঙ্গে যোগাযোগ করেন ৷

ইউটিউবার গালফাম মুম্বইয়ে হামিদা বানোর পরিবারের সদস্যদের কাছে যান ৷ তাঁর আত্মীয়রাও নিশ্চিত করে জানান যে, তাঁরা হামিদা বানোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন কিন্তু কোনও খবর পাননি ৷ 20 বছর পর গালফাম হারিয়ে যাওয়া মায়ের কথা জানান তাঁর মেয়ে ও পরিবারের অন্যদের ৷

ইটিভি ভারতের প্রতিনিধির সঙ্গে হামিদা বানোর মেয়ে

আরও পড়ুন: খোঁজ মিলল নেপালের হারিয়ে যাওয়া বিমানের, যাত্রীদের মৃত্যুর আশঙ্কা

ইটিভি ভারতের প্রতিনিধির সঙ্গে কথা বলার সময় হামিদা বানোর মেয়ে জানান, তাঁদের আর্থিক অবস্থা ভালো না থাকায়, মা মাঝে মাঝে উপসাগরীয় দেশগুলিতে (Gulf countries) কাজে যেতেন ৷ সেবারও তেমনটা গিয়েছিলেন, কিন্তু আর ফেরা হয়নি ৷ মুম্বইয়ের বিকরোলিতে এক মহিলা এজেন্ট তাঁকে ঠকিয়ে দুবাইয়ের বদলে পাকিস্তানে নিয়ে যায় ৷

পরিবারের তরফে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন, যত তাড়াতাড়ি সম্ভব তাঁরা হামিদা বানোকে তাঁদের মধ্যে ফিরে পেতে চান এবং সরকার এ বিষয়ে যথাযথ পদক্ষেপ করুন ৷

মুম্বই, 6 অগস্ট: এক-দুটো বছর নয়, পেরিয়ে গিয়েছে কুড়িটা বছর ৷ তারপর সন্ধান মিলেছে হামিদা বানোর, তাও পাকিস্তান থেকে ৷ হ্যাঁ, 70 বছর বয়সী বানো এখন পাকিস্তানের হায়দরাবাদে রয়েছেন ৷ একসময় কাজের খোঁজে পাড়ি দিয়েছিলেন বিদেশ-বিভুঁইয়ে ৷ তারপর থেকে আর তিনি কোথায়, তা জানা যায়নি ৷ মুম্বইয়ে হামিদা বানোর পরিবার এবং তাঁর মধ্যে যোগাযোগ করিয়ে দিয়েছে কিন্তু গালফাম নামের এক স্থানীয় ইউটিউবার (Family members contacts Hamida Bano in Pakistan through a youtuber in Mumbai) ৷

2002-এ মুম্বই থেকে এক এজেন্টের মাধ্যমে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেন হামিদা বানো ৷ কিন্তু মাঝপথে তাঁকে পাকিস্তানে নামিয়ে দেয় সেই ঠগবাজ এজেন্ট ৷ তারপর থেকে সেখানেই রয়েছেন চার সন্তানের তিনি ৷ পাকিস্তানে একটি ইউটিউব চ্যানেলে হামিদা বানোর খবর ছড়িয়ে পড়ে ৷ তা শুনে সে দেশের এক নাগরিক মুম্বইয়ের স্থানীয় ইউটিউবার গালফামের সঙ্গে যোগাযোগ করেন ৷

ইউটিউবার গালফাম মুম্বইয়ে হামিদা বানোর পরিবারের সদস্যদের কাছে যান ৷ তাঁর আত্মীয়রাও নিশ্চিত করে জানান যে, তাঁরা হামিদা বানোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন কিন্তু কোনও খবর পাননি ৷ 20 বছর পর গালফাম হারিয়ে যাওয়া মায়ের কথা জানান তাঁর মেয়ে ও পরিবারের অন্যদের ৷

ইটিভি ভারতের প্রতিনিধির সঙ্গে হামিদা বানোর মেয়ে

আরও পড়ুন: খোঁজ মিলল নেপালের হারিয়ে যাওয়া বিমানের, যাত্রীদের মৃত্যুর আশঙ্কা

ইটিভি ভারতের প্রতিনিধির সঙ্গে কথা বলার সময় হামিদা বানোর মেয়ে জানান, তাঁদের আর্থিক অবস্থা ভালো না থাকায়, মা মাঝে মাঝে উপসাগরীয় দেশগুলিতে (Gulf countries) কাজে যেতেন ৷ সেবারও তেমনটা গিয়েছিলেন, কিন্তু আর ফেরা হয়নি ৷ মুম্বইয়ের বিকরোলিতে এক মহিলা এজেন্ট তাঁকে ঠকিয়ে দুবাইয়ের বদলে পাকিস্তানে নিয়ে যায় ৷

পরিবারের তরফে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন, যত তাড়াতাড়ি সম্ভব তাঁরা হামিদা বানোকে তাঁদের মধ্যে ফিরে পেতে চান এবং সরকার এ বিষয়ে যথাযথ পদক্ষেপ করুন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.