আসুনসিয়ন (প্যারাগুয়ে), 22 অগস্ট: 7 দিনের দক্ষিণ আমেরিকা সফরে গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (EAM S Jaishankar in Paraguay) ৷ যেখানে রবিবার প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়নে মহাত্মা গান্ধির আবক্ষ মূর্তির উন্মোচন করলেন তিনি (S Jaishankar Unveils Bust of Mahatma Gandhi in Paraguay) ৷ পাশাপাশি, শহরের একটি গুরুত্বপূর্ণ এবং দর্শনীয়স্থানে মহত্মার এই আবক্ষ মূর্তি স্থাপন করার জন্য আসুনসিয়ান পৌরসভার প্রশংসা করেছেন বিদেশমন্ত্রী (External Affairs Minister S Jaishankar) ৷ প্রসঙ্গত, আজ 22 অগস্ট থেকে দক্ষিণ আমেরিকার 3 দেশ প্যারাগুয়ে, ব্রাজিল এবং আর্জেন্টিনা সফর রয়েছে তাঁর ৷ যেখানে এই তিন দেশের বিভিন্ন মন্ত্রকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন জয়শঙ্কর ৷
এ দিন জয়শঙ্কর একটি টুইট করেন ৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘শহরের একটি গুরুত্বপূর্ণ জলাধারের সামনে গান্ধিজির মূর্তি স্থাপনের জন্য আসুনসিয়ন পৌরসভাকে ধন্যবাদ ৷ এটা দুই দেশের ঐক্যের একটা বার্তা বহন করছে, যা করোনা অতিমারির সময়ও বোঝা গিয়েছিল ৷’’
-
Honoured to unveil a bust of Mahatma Gandhi ji in Asuncion, Paraguay.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) August 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Appreciate the Asuncion Municipality’s decision to locate it at the prominent waterfront of the city.
This is a statement of solidarity that was so strongly expressed during the Covid pandemic. pic.twitter.com/LiK4h3F4Xx
">Honoured to unveil a bust of Mahatma Gandhi ji in Asuncion, Paraguay.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) August 21, 2022
Appreciate the Asuncion Municipality’s decision to locate it at the prominent waterfront of the city.
This is a statement of solidarity that was so strongly expressed during the Covid pandemic. pic.twitter.com/LiK4h3F4XxHonoured to unveil a bust of Mahatma Gandhi ji in Asuncion, Paraguay.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) August 21, 2022
Appreciate the Asuncion Municipality’s decision to locate it at the prominent waterfront of the city.
This is a statement of solidarity that was so strongly expressed during the Covid pandemic. pic.twitter.com/LiK4h3F4Xx
গতকাল প্যারাগুয়ের রাজধানীর ঐতিহাসিক ‘কাসা দে লা ইনডিপেনডেন্সিয়া’ (Casa de la Independencia) ঘুরে দেখেন ভারতের বিদেশমন্ত্রী ৷ এই ‘কাসা দে লা ইনডিপেনডেন্সিয়া’ থেকেই প্রায় দু’শতক আগে প্যারাগুয়ের স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছিল ৷ ‘কাসা দে লা ইনডিপেনডেন্সিয়া’ দর্শনের অভিজ্ঞতাও টুইটে তুলে ধরেন এস জয়শঙ্কর ৷ তিনি লেখেন, ‘‘ঐতিহাসিক ‘কাসা দে লা ইনডিপেনডেন্সিয়া’ দেখলাম ৷ যেখান থেকে প্যারাগুয়ের স্বাধীনতা আন্দোলনের সূচনা হয়েছিল ৷ আমাদের একরকমের সংগ্রাম এবং ক্রমশ মজবুত হওয়া সম্পর্কের একটি উপযুক্ত প্রমাণ এটি ৷’’
আরও পড়ুন: সোমালিয়ার হোটেলে জঙ্গিগোষ্ঠী আল শাবাবের হামলা, মৃত 13
প্যারাগুয়ের পর জয়শঙ্কর ব্রাজিল এবং আর্জেন্টিনা যাবেন ৷ সেখানেও একাধিক কর্মসূচি রয়েছে তাঁর ৷ সেই দেশের বিদেশমন্ত্রী এবং অন্যান্য বিভাগের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি ৷ তাঁর আগে প্যারাগুয়ের বিদেশমন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন জয়শঙ্কর ৷ এ বছরের জানুয়ারিতে প্যারাগুয়েতে নতুন একটি দূতাবাস খুলেছে ভারত ৷ সেই দূতাবাসের উদ্বোধনও করবেন এস জয়শঙ্কর ৷