ETV Bharat / international

Earthquake in Turkey and Indonesia: ফের ভূমিকম্প তুরস্কে, কাঁপল ইন্দোনেশিয়াও; ক্ষয়ক্ষতির খবর নেই - ভূমিকম্প

ভূমিকম্প অনুভূত হল ইন্দোনেশিয়ার পূর্বপ্রান্তের উত্তর মালুকু প্রদেশে ৷ সমুদ্র থেকে 112 কিলোমিটার গভীরে এর উৎস ছিল বলে জানা গিয়েছে ৷ তবে, কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি (Earthquake in Turkey and Indonesia) ৷ এর পাশাপাশি তুরস্কের হাতায় প্রদেশেও মৃদ ভূমিকম্প অনুভূত হয়েছে গতকাল সন্ধ্যেয় ৷

Earthquake in Turkey and Indonesia ETV BHARAT
Earthquake in Turkey and Indonesia
author img

By

Published : Feb 24, 2023, 10:30 AM IST

অঙ্কারা/জাকার্তা, 24 ফেব্রুয়ারি: ফের ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক ৷ সিরিয়া সীমান্ত সংলগ্ন দক্ষিণ তুরস্কের হাতায় প্রদেশে বৃহস্পতিবার সন্ধ্যে 6 টা 53 মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয় (Earthquake Hits Southern Turkey) ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5 ৷ হাতায় প্রদেশের ডেফনে জেলায় ভূ-পৃষ্ঠ থেকে 9.76 কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল ছিল বলে জানা গিয়েছে ৷ অন্যদিকে, ইন্দোনেশিয়ার পূর্বপ্রান্তের উত্তর মালুকু প্রদেশে শুক্রবার ভোররাত 3টে 2 মিনিটে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে (Earthquake in Indonesia) ৷ রিখটার স্কেলে যার মাত্রা ছিল 6.8 ৷ এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷

ইন্দোনেশিয়ার এই ভূমিকম্পের উৎসস্থল ছিল মোরোতাই দ্বীপের 133 কিলোমিটার উত্তর-পশ্চিমে ৷ জানা গিয়েছে সমুদ্র থেকে 112 কিলোমিটার গভীরে এর উৎসস্থল ছিল ৷ ইন্দোনেশিয়ার আবহাওয়া বিভাগ জানিয়েছে ভূমিকম্পের উৎসস্থল সমুদ্রতলে হলেও, সুনামি হয়নি ৷ ফলে ভূমিকম্পের ভয়াবহ প্রভাব থেকে বেঁচে গিয়েছে এই দ্বীপরাষ্ট্র ৷ এই ভূমিকম্পের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হয়েছে কাছের উত্তর সুলাওয়েসি প্রদেশে ৷ ইন্দোনেশিয়ার জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের মুখপাত্র আব্দুল মুহারি জানিয়েছেন, এই ভূমিকম্পের কারণে কোনও বহুতলের ক্ষতি হয়নি ৷

Earthquake in Turkey and Indonesia ETV BHARAT
তুরস্কের ভূমিকম্পে ধ্বংসস্তূপ

তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত তেমন কোনও বড় ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি খবর প্রশাসনের কাছে নেই ৷ উত্তর মালুকু প্রদেশের বিপর্যয় দফতরের প্রধান জানিয়েছেন, সেখানকার বাসিন্দারা ভূমিকম্পের তীব্রতা অনুভব করেছেন ৷ তবে, মানুষের মধ্য আতঙ্ক ছড়ায়নি ৷ সকলকে সাবধান করে দেওয়া হয়েছে ৷ তাঁরা আগাম সুরক্ষা ব্যবস্থা নিয়ে রেখেছেন ৷

আরও পড়ুন: মাঝারি ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল, কম্পন অনুভূত দিল্লিতেও

অন্যদিকে, আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ তুরস্ক ৷ সেখানকার হাতায় প্রদেশে বৃহস্পতিবার সন্ধ্যেয় এই ভূমিকম্প অনুভূত হয়েছে ৷ রিখটার স্কেলে এর তীব্রতা ছিল 5 ৷ তবে, এই ভূমিকম্পে কোনও রকম ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানিয়েছে হাতায় প্রদেশের প্রশাসন ৷ তুরস্কর এবং সিরিয়ায় প্রথম ভূমিকম্প হয়েছিল গত 6 ফেব্রুয়ারি ৷ সেবার 1 ঘণ্টার ব্যবধানে দু’টি বড় ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৷ প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল 7.7 এবং দ্বিতীয়টি ছিল 7.6 মাত্রার ৷ এই জোড়া ভূমিকম্পের তুরস্কের অংসখ্য বহুতল তাসের ঘরের মতো ধসে পড়েছে ৷ তুরস্কর এবং সিরিয়া মিলিয়ে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 47 হাজারের বেশি ৷ এই পরিস্থিতিতে গত 3 সপ্তাহে একাধিকবার মৃদকম্প অনুভূত হয়েছে এই দুই দেশে ৷

অঙ্কারা/জাকার্তা, 24 ফেব্রুয়ারি: ফের ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক ৷ সিরিয়া সীমান্ত সংলগ্ন দক্ষিণ তুরস্কের হাতায় প্রদেশে বৃহস্পতিবার সন্ধ্যে 6 টা 53 মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয় (Earthquake Hits Southern Turkey) ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5 ৷ হাতায় প্রদেশের ডেফনে জেলায় ভূ-পৃষ্ঠ থেকে 9.76 কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল ছিল বলে জানা গিয়েছে ৷ অন্যদিকে, ইন্দোনেশিয়ার পূর্বপ্রান্তের উত্তর মালুকু প্রদেশে শুক্রবার ভোররাত 3টে 2 মিনিটে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে (Earthquake in Indonesia) ৷ রিখটার স্কেলে যার মাত্রা ছিল 6.8 ৷ এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷

ইন্দোনেশিয়ার এই ভূমিকম্পের উৎসস্থল ছিল মোরোতাই দ্বীপের 133 কিলোমিটার উত্তর-পশ্চিমে ৷ জানা গিয়েছে সমুদ্র থেকে 112 কিলোমিটার গভীরে এর উৎসস্থল ছিল ৷ ইন্দোনেশিয়ার আবহাওয়া বিভাগ জানিয়েছে ভূমিকম্পের উৎসস্থল সমুদ্রতলে হলেও, সুনামি হয়নি ৷ ফলে ভূমিকম্পের ভয়াবহ প্রভাব থেকে বেঁচে গিয়েছে এই দ্বীপরাষ্ট্র ৷ এই ভূমিকম্পের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হয়েছে কাছের উত্তর সুলাওয়েসি প্রদেশে ৷ ইন্দোনেশিয়ার জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের মুখপাত্র আব্দুল মুহারি জানিয়েছেন, এই ভূমিকম্পের কারণে কোনও বহুতলের ক্ষতি হয়নি ৷

Earthquake in Turkey and Indonesia ETV BHARAT
তুরস্কের ভূমিকম্পে ধ্বংসস্তূপ

তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত তেমন কোনও বড় ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি খবর প্রশাসনের কাছে নেই ৷ উত্তর মালুকু প্রদেশের বিপর্যয় দফতরের প্রধান জানিয়েছেন, সেখানকার বাসিন্দারা ভূমিকম্পের তীব্রতা অনুভব করেছেন ৷ তবে, মানুষের মধ্য আতঙ্ক ছড়ায়নি ৷ সকলকে সাবধান করে দেওয়া হয়েছে ৷ তাঁরা আগাম সুরক্ষা ব্যবস্থা নিয়ে রেখেছেন ৷

আরও পড়ুন: মাঝারি ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল, কম্পন অনুভূত দিল্লিতেও

অন্যদিকে, আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ তুরস্ক ৷ সেখানকার হাতায় প্রদেশে বৃহস্পতিবার সন্ধ্যেয় এই ভূমিকম্প অনুভূত হয়েছে ৷ রিখটার স্কেলে এর তীব্রতা ছিল 5 ৷ তবে, এই ভূমিকম্পে কোনও রকম ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানিয়েছে হাতায় প্রদেশের প্রশাসন ৷ তুরস্কর এবং সিরিয়ায় প্রথম ভূমিকম্প হয়েছিল গত 6 ফেব্রুয়ারি ৷ সেবার 1 ঘণ্টার ব্যবধানে দু’টি বড় ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৷ প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল 7.7 এবং দ্বিতীয়টি ছিল 7.6 মাত্রার ৷ এই জোড়া ভূমিকম্পের তুরস্কের অংসখ্য বহুতল তাসের ঘরের মতো ধসে পড়েছে ৷ তুরস্কর এবং সিরিয়া মিলিয়ে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 47 হাজারের বেশি ৷ এই পরিস্থিতিতে গত 3 সপ্তাহে একাধিকবার মৃদকম্প অনুভূত হয়েছে এই দুই দেশে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.