ETV Bharat / international

Village for Sale: 2 কোটিতে বিক্রি হচ্ছে একটা গ্রাম, কিনবেন নাকি!

বিক্রি হচ্ছে গোটা গ্রাম (Village for Sale) ৷ দাম প্রায় দু’কোটি টাকা ৷ বিস্ময়কর হলেও এটাই সত্যি ৷

cost of Salto de Castro village is Rs 2 crores
Village for Sale: 2 কোটিতে বিক্রি হচ্ছে একটা গ্রাম, কিনবেন নাকি!
author img

By

Published : Nov 14, 2022, 12:20 PM IST

মাদ্রিদ (স্পেন), 14 নভেম্বর: বাড়ি বিক্রির বিজ্ঞাপন তো হামেশাই চোখে পড়ে ৷ তা বলে গোটা গ্রাম বিক্রি (Village for Sale) ! পড়তে অদ্ভুত লাগলেও এটাই সত্যি ৷ সম্পত্তি কেনা-বেচার একটি স্প্যানিশ ওয়েবসাইটে এমনই বিজ্ঞাপন দেওয়া হয়েছে ৷

ওই গ্রামের নাম সালটো দ্য ক্যাস্ট্রো (Salto de Castro) ৷ স্পেনের (Spain) রাজধানী শহর মাদ্রিদ (Madrid) থেকে প্রায় তিন ঘণ্টা দূরত্বে পর্তুগাল (Portugal) সীমান্ত বরাবর এই গ্রামটি অবস্থিত ৷ সেই গ্রামটিই বিক্রি করে দেওয়ার বিজ্ঞাপন দেওয়া হয়েছে ৷ দাম 2 লক্ষ 27 হাজার ইউরো ৷ ভারতীয় মুদ্রায় যা প্রায় 2 কোটি 16 লক্ষ টাকা ৷

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে কেন এই গ্রাম বিক্রি করা হচ্ছে ? জানা গিয়েছে যে ওই এলাকায় একটি রিজার্ভার রয়েছে ৷ যা 1950 সাল নাগাদ তৈরি হয় ৷ ওই রিজার্ভার তৈরির জন্য যাঁরা সেখানে গিয়েছিলেন, তাঁদের জন্যই ওই গ্রাম তৈরি করা হয় ৷ তাঁরা যাতে পরিবার নিয়ে থাকতে পারেন, সেই ব্যবস্থা করা হয় ৷ শক্তি উৎপাদনকারী একটি সংস্থা ওই কাজ করে ৷

বছর চল্লিশ পরে 1990 সাল নাগাদ ওই গ্রাম ছেড়ে একে একে বেরিয়ে আসেন সকলে ৷ একেবারে জনশূন্য হয়ে যায় সালটো দ্য ক্যাস্ট্রো ৷ তার পর থেকে খালি পড়ে রয়েছে গোটা এলাকা ৷ তাই এবার ওই গ্রাম বিক্রি করে দিতে বিজ্ঞাপন দেওয়া হয়েছে ৷ ইতিমধ্যে 300 জন এই গ্রাম কেনার বিষয়ে আগ্রহও প্রকাশ করে ফেলেছেন ৷ এই আগ্রহী ক্রেতারা রাশিয়া, ফ্রান্স, বেলজিয়াম ও ব্রিটেনের বাসিন্দা ৷

কিন্তু যিনি এই গ্রাম কিনবেন, তিনি কী পাবেন ? জানা গিয়েছে যে ওই গ্রামে 44টি বাড়ি রয়েছে ৷ একটি হোটেলও রয়েছে সেখানে ৷ এছাড়া রয়েছে একটি চার্চ, একটি স্কুল ও একটি সুইমিং পুল ৷ এছাড়াও বসবাসের জন্য অন্যান্য সুবিধা মজুত রয়েছে এই সালটো দ্য ক্যাস্ট্রোতে ৷

তাই এখন দেখার এই গ্রামের মালিক শেষ পর্যন্ত কে হন ? আর তিনি কীভাবে ভবিষ্যতে এই গ্রামের ব্যবহার করেন ?

আরও পড়ুন: প্রথম ভারতীয় বংশোদ্ভুত শিখ মহিলা ক্যালিফোর্নিয়া অ্যাসম্বলির সদস্য হলেন

মাদ্রিদ (স্পেন), 14 নভেম্বর: বাড়ি বিক্রির বিজ্ঞাপন তো হামেশাই চোখে পড়ে ৷ তা বলে গোটা গ্রাম বিক্রি (Village for Sale) ! পড়তে অদ্ভুত লাগলেও এটাই সত্যি ৷ সম্পত্তি কেনা-বেচার একটি স্প্যানিশ ওয়েবসাইটে এমনই বিজ্ঞাপন দেওয়া হয়েছে ৷

ওই গ্রামের নাম সালটো দ্য ক্যাস্ট্রো (Salto de Castro) ৷ স্পেনের (Spain) রাজধানী শহর মাদ্রিদ (Madrid) থেকে প্রায় তিন ঘণ্টা দূরত্বে পর্তুগাল (Portugal) সীমান্ত বরাবর এই গ্রামটি অবস্থিত ৷ সেই গ্রামটিই বিক্রি করে দেওয়ার বিজ্ঞাপন দেওয়া হয়েছে ৷ দাম 2 লক্ষ 27 হাজার ইউরো ৷ ভারতীয় মুদ্রায় যা প্রায় 2 কোটি 16 লক্ষ টাকা ৷

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে কেন এই গ্রাম বিক্রি করা হচ্ছে ? জানা গিয়েছে যে ওই এলাকায় একটি রিজার্ভার রয়েছে ৷ যা 1950 সাল নাগাদ তৈরি হয় ৷ ওই রিজার্ভার তৈরির জন্য যাঁরা সেখানে গিয়েছিলেন, তাঁদের জন্যই ওই গ্রাম তৈরি করা হয় ৷ তাঁরা যাতে পরিবার নিয়ে থাকতে পারেন, সেই ব্যবস্থা করা হয় ৷ শক্তি উৎপাদনকারী একটি সংস্থা ওই কাজ করে ৷

বছর চল্লিশ পরে 1990 সাল নাগাদ ওই গ্রাম ছেড়ে একে একে বেরিয়ে আসেন সকলে ৷ একেবারে জনশূন্য হয়ে যায় সালটো দ্য ক্যাস্ট্রো ৷ তার পর থেকে খালি পড়ে রয়েছে গোটা এলাকা ৷ তাই এবার ওই গ্রাম বিক্রি করে দিতে বিজ্ঞাপন দেওয়া হয়েছে ৷ ইতিমধ্যে 300 জন এই গ্রাম কেনার বিষয়ে আগ্রহও প্রকাশ করে ফেলেছেন ৷ এই আগ্রহী ক্রেতারা রাশিয়া, ফ্রান্স, বেলজিয়াম ও ব্রিটেনের বাসিন্দা ৷

কিন্তু যিনি এই গ্রাম কিনবেন, তিনি কী পাবেন ? জানা গিয়েছে যে ওই গ্রামে 44টি বাড়ি রয়েছে ৷ একটি হোটেলও রয়েছে সেখানে ৷ এছাড়া রয়েছে একটি চার্চ, একটি স্কুল ও একটি সুইমিং পুল ৷ এছাড়াও বসবাসের জন্য অন্যান্য সুবিধা মজুত রয়েছে এই সালটো দ্য ক্যাস্ট্রোতে ৷

তাই এখন দেখার এই গ্রামের মালিক শেষ পর্যন্ত কে হন ? আর তিনি কীভাবে ভবিষ্যতে এই গ্রামের ব্যবহার করেন ?

আরও পড়ুন: প্রথম ভারতীয় বংশোদ্ভুত শিখ মহিলা ক্যালিফোর্নিয়া অ্যাসম্বলির সদস্য হলেন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.