ETV Bharat / international

Christmas Eve Shooting in UK: বড়দিনের প্রাক্কালে ব্রিটেনের পাবে বন্দুকবাজের তাণ্ডব ! মৃত 1, আহত 3 - বড়দিনে গোলাগুলি

বড়দিনের (Christmas Eve Shooting in UK) প্রাক্কালে ব্রিটেনের একটি পাবে বন্দুকবাজের তাণ্ডবে মৃত্যু হল একজনের (Shooting at UK pub)৷ আহত হয়েছেন 3 জন ৷

shooting scene representative image ETV Bharat
ফাইল ছবি
author img

By

Published : Dec 25, 2022, 5:34 PM IST

ওয়ালসি (ব্রিটেন), 25 ডিসেম্বর: বড়দিনের (Christmas 2022) প্রাক্কালে ব্রিটেনের পাবে বন্দুকবাজের তাণ্ডব (Christmas Eve Shooting in UK)৷ রবিবার পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক তরুণীর ৷ আহত হয়েছেন তিনজন (Shooting at UK pub)৷

মারসিসাইড পুলিশ ফোর্স জানিয়েছে যে, শনিবার রাত 11:50-এ ওয়ালসি শহরের লাইটহাউস পাবে গুলি চালানোর ঘটনা ঘটে । পুলিশ এই ঘটনায় কোনও সন্দেহভাজন ব্যক্তিকে এখনও আটক করেনি ৷ গোয়েন্দা বিভাগের সুপার ডেভিড ম্যাককঘরিয়ান জানিয়েছেন, "এই তদন্ত খুব প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং আমরা বুঝতে পারছি যে, এটি সত্যিই একটি মর্মান্তিক এবং ধ্বংসাত্মক ঘটনা ৷ বড়দিনের ঠিক আগে তরুণদের ভিড়ে পূর্ণ একটি ব্যস্ত স্থানে এই ঘটনা ঘটেছে ৷"

গুলিবিদ্ধ এক মহিলাকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি ৷ সেখানেই তাঁর মৃত্যু হয় ৷ একটি বিবৃতি দিয়ে এ কথা জানিয়েছে পুলিশ । সেই বিবৃতিতে বলা হয়েছে, এই ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছেন । প্রত্যক্ষদর্শীদের বয়ান শোনার পাশাপাশি সেলফোনের ভিডিয়ো এবং ক্লোজ সার্কিট টেলিভিশনের ফুটেজ দেখে ঠিক কীভাবে এই ঘটনা ঘটে, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷ ম্যাককঘরিয়ান জানান, "আমরা জানতে পেরেছি যে, বন্দুকধারী একটি গাঢ় রঙের গাড়িতে করে পাবের কার পার্কিং থেকে বেরিয়ে গিয়েছিল ৷ সম্ভবত গুলি চালানোর কিছুক্ষণ পরেই সে বেরিয়ে যায় ৷ একটি গাঢ় রঙের মার্সিডিজ ছিল ৷ যে বা যাঁরা এটা দেখতে পেয়েছেন, তাঁদের থেকে বিস্তারিত শুনতে আমরা আগ্রহী ৷ তাই তাঁরা অবিলম্বে আমাদের সঙ্গে যোগাযোগ করুন ৷"

আরও পড়ুন: অ্যামেরিকার মলে বন্দুকবাজের হামলা, আহত কমপক্ষে 8

পাবটি যেখানে অবস্থিত সেখানে এই ঘটনা ঘটায় স্থানীয়রা আতঙ্কিত ৷ ইউনাইটেড রিফর্মড চার্চের মন্ত্রী জেফরি হিউজেস বলেন, "এই এলাকায় অনেক যুব সম্প্রদায়ের মানুষ ছিলেন, এখানে অনেক পরিবারের বাস । লাইটহাউস এখানে একেবারে কেন্দ্রীয় অবস্থানে রয়েছে ৷" তিনি জানান, এই ঘটনার পর তাঁর গির্জার বড়দিন উদযাপন আর প্রতিবারের মতো হবে না ৷ তাঁর কথায়, "এই সহিংসতা আমাদের দেখায় যে, যদিও আমরা ক্রিসমাস উদযাপন করি, তবুও আমরা সমাজের আদর্শগুলি (শান্তির) থেকে অনেক দূরে রয়েছি ৷"

ব্রিটেনে বন্দুক নিয়ে হিংসার ঘটনা তুলনামূলক ভাবে কম ৷ সেখানে বেশিরভাগ পুলিশকর্মীই বন্দুক ব্যবহার করেন না ৷ শুক্রবার রাতে পূর্ব ইংল্যান্ডের একটি পাবে গুলি চালানোর ঘটনায় 44 বছর বয়সি এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ৷ এসেক্স পুলিশ ফোর্স এ কথা জানিয়েছে ৷ সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে হত্যা, আক্রমণাত্মক অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে ৷

ওয়ালসি (ব্রিটেন), 25 ডিসেম্বর: বড়দিনের (Christmas 2022) প্রাক্কালে ব্রিটেনের পাবে বন্দুকবাজের তাণ্ডব (Christmas Eve Shooting in UK)৷ রবিবার পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক তরুণীর ৷ আহত হয়েছেন তিনজন (Shooting at UK pub)৷

মারসিসাইড পুলিশ ফোর্স জানিয়েছে যে, শনিবার রাত 11:50-এ ওয়ালসি শহরের লাইটহাউস পাবে গুলি চালানোর ঘটনা ঘটে । পুলিশ এই ঘটনায় কোনও সন্দেহভাজন ব্যক্তিকে এখনও আটক করেনি ৷ গোয়েন্দা বিভাগের সুপার ডেভিড ম্যাককঘরিয়ান জানিয়েছেন, "এই তদন্ত খুব প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং আমরা বুঝতে পারছি যে, এটি সত্যিই একটি মর্মান্তিক এবং ধ্বংসাত্মক ঘটনা ৷ বড়দিনের ঠিক আগে তরুণদের ভিড়ে পূর্ণ একটি ব্যস্ত স্থানে এই ঘটনা ঘটেছে ৷"

গুলিবিদ্ধ এক মহিলাকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি ৷ সেখানেই তাঁর মৃত্যু হয় ৷ একটি বিবৃতি দিয়ে এ কথা জানিয়েছে পুলিশ । সেই বিবৃতিতে বলা হয়েছে, এই ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছেন । প্রত্যক্ষদর্শীদের বয়ান শোনার পাশাপাশি সেলফোনের ভিডিয়ো এবং ক্লোজ সার্কিট টেলিভিশনের ফুটেজ দেখে ঠিক কীভাবে এই ঘটনা ঘটে, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷ ম্যাককঘরিয়ান জানান, "আমরা জানতে পেরেছি যে, বন্দুকধারী একটি গাঢ় রঙের গাড়িতে করে পাবের কার পার্কিং থেকে বেরিয়ে গিয়েছিল ৷ সম্ভবত গুলি চালানোর কিছুক্ষণ পরেই সে বেরিয়ে যায় ৷ একটি গাঢ় রঙের মার্সিডিজ ছিল ৷ যে বা যাঁরা এটা দেখতে পেয়েছেন, তাঁদের থেকে বিস্তারিত শুনতে আমরা আগ্রহী ৷ তাই তাঁরা অবিলম্বে আমাদের সঙ্গে যোগাযোগ করুন ৷"

আরও পড়ুন: অ্যামেরিকার মলে বন্দুকবাজের হামলা, আহত কমপক্ষে 8

পাবটি যেখানে অবস্থিত সেখানে এই ঘটনা ঘটায় স্থানীয়রা আতঙ্কিত ৷ ইউনাইটেড রিফর্মড চার্চের মন্ত্রী জেফরি হিউজেস বলেন, "এই এলাকায় অনেক যুব সম্প্রদায়ের মানুষ ছিলেন, এখানে অনেক পরিবারের বাস । লাইটহাউস এখানে একেবারে কেন্দ্রীয় অবস্থানে রয়েছে ৷" তিনি জানান, এই ঘটনার পর তাঁর গির্জার বড়দিন উদযাপন আর প্রতিবারের মতো হবে না ৷ তাঁর কথায়, "এই সহিংসতা আমাদের দেখায় যে, যদিও আমরা ক্রিসমাস উদযাপন করি, তবুও আমরা সমাজের আদর্শগুলি (শান্তির) থেকে অনেক দূরে রয়েছি ৷"

ব্রিটেনে বন্দুক নিয়ে হিংসার ঘটনা তুলনামূলক ভাবে কম ৷ সেখানে বেশিরভাগ পুলিশকর্মীই বন্দুক ব্যবহার করেন না ৷ শুক্রবার রাতে পূর্ব ইংল্যান্ডের একটি পাবে গুলি চালানোর ঘটনায় 44 বছর বয়সি এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ৷ এসেক্স পুলিশ ফোর্স এ কথা জানিয়েছে ৷ সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে হত্যা, আক্রমণাত্মক অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.