ETV Bharat / international

Sheikh Hasina on Conspiracy: কেউ বা কারা তাঁর সরকার ফেলার চক্রান্ত করছে, দাবি হাসিনার - Sheikh Hasina thinks conspiracy is going on against her government

হাসিনা মনে করেন 21 বছর আগে অশুভ শক্তি ক্ষমতায় আসার পর দেশের পরিস্থিতি কী হয়েছিল তা সকলেই জানে (Sheikh Hasina said evil powers are against peace and progress of Bangladesh) ৷

Sheikh Hasina
Sheikh Hasina
author img

By

Published : Aug 4, 2022, 8:44 AM IST

ঢাকা, 4 অগস্ট: তাঁকে কেউ বা কারা ক্ষমতা থেকে সরানোর চক্রান্ত করছে বলে মনে করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ শুধু তাই নয়, তাঁর মতে ষড়যন্ত্রকারীদের প্রস্তুতিও বেশ জোরদার (Sheikh Hasina thinks conspiracy is going on against her government) ৷ তবে তারা কারা, তা তিনি জানেন ৷ পাশাপাশি তাদের লক্ষ্য কী, সেটাও জানেন হাসিনা ৷ বাংলাদেশের রেড সিক্রেট সোসাইটির নবনির্বাচিত সদস্যদের সঙ্গে বুধবার এক বৈঠকে এই মন্তব্য করেছেন মুজিব-কন্যা ৷

বাংলাদেশের ইতিহাসে সরকার ফেলে দেওয়ার চক্রান্ত নতুন কিছু নয় ৷ দেশ তৈরির কয়েক দশকের মধ্যে একবার সরকার পড়েছিল বাংলাদেশে ৷ সেকথা মনে করিয়ে হাসিনা বলেন, "অশুভ শক্তি ক্ষমতায় এলে বাংলাদেশের মানুষ সমস্যায় পড়বেন ৷ 21 বছর আগে ঠিক সেটাই হয়েছিল ৷" এ প্রসঙ্গে নিজের অতীতের ঘটনা টেনে আনেন হাসিনা ৷

আরও পড়ুন: হিমাচলে এক হল রাশিয়া-ইউক্রেন, যুদ্ধের মাঝে 'আশ্রয়' ভারত

তিনি বলেন, "1975 সালের 15 অগস্ট মাঝরাতে একটা মেয়ে তার প্রায় গোটা পরিবারটাকেই হারিয়ে ফেলে ৷ তার পক্ষে ঘুরে দাঁড়ানোর লড়াইটা খুব সোজা ছিল না ৷ বঙ্গবন্ধুর মৃত্যুর পর তাঁর দলের অবস্থা ছিল খুবই খারাপ ৷ সেখান থেকে লড়াই করে আমি উঠে এসেছি ৷ আমি যেদিন থেকে দলকে নেতৃত্ব দিতে শুরু করলাম সেদিন ষড়যন্ত্রকারীদের পরাজয় হয় ৷"

তিনি আরও জানান, যাঁরা বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের সদস্যদের খুন করেছিল তারা চায় না ওই পরিবারেরই কারও নেতৃত্বে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হোক, উন্নয়নের জোয়ার আসুক ৷ আর তাই 2014 সালের পর 2018 সালের নির্বাচনের আগে আওয়ামি লিগের সরকার ফেলে দেওয়ার চক্রান্ত হয়েছিল ৷ আর এবারও হচ্ছে বলে তিনি মনে করেন ৷

পাশাপাশি তিনি বলেন, "বঙ্গবন্ধুর খুনিদের প্রশ্রয় দিয়েছিলেন বিএনপি-র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ৷ তাদের বিদেশে বিভিন্ন লোভনীয় চাকরিতে বহাল করা হয়েছিল ৷ প্রতিষ্ঠা দেওয়া হয়েছিল সামাজিকভাবেও ৷"

ঢাকা, 4 অগস্ট: তাঁকে কেউ বা কারা ক্ষমতা থেকে সরানোর চক্রান্ত করছে বলে মনে করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ শুধু তাই নয়, তাঁর মতে ষড়যন্ত্রকারীদের প্রস্তুতিও বেশ জোরদার (Sheikh Hasina thinks conspiracy is going on against her government) ৷ তবে তারা কারা, তা তিনি জানেন ৷ পাশাপাশি তাদের লক্ষ্য কী, সেটাও জানেন হাসিনা ৷ বাংলাদেশের রেড সিক্রেট সোসাইটির নবনির্বাচিত সদস্যদের সঙ্গে বুধবার এক বৈঠকে এই মন্তব্য করেছেন মুজিব-কন্যা ৷

বাংলাদেশের ইতিহাসে সরকার ফেলে দেওয়ার চক্রান্ত নতুন কিছু নয় ৷ দেশ তৈরির কয়েক দশকের মধ্যে একবার সরকার পড়েছিল বাংলাদেশে ৷ সেকথা মনে করিয়ে হাসিনা বলেন, "অশুভ শক্তি ক্ষমতায় এলে বাংলাদেশের মানুষ সমস্যায় পড়বেন ৷ 21 বছর আগে ঠিক সেটাই হয়েছিল ৷" এ প্রসঙ্গে নিজের অতীতের ঘটনা টেনে আনেন হাসিনা ৷

আরও পড়ুন: হিমাচলে এক হল রাশিয়া-ইউক্রেন, যুদ্ধের মাঝে 'আশ্রয়' ভারত

তিনি বলেন, "1975 সালের 15 অগস্ট মাঝরাতে একটা মেয়ে তার প্রায় গোটা পরিবারটাকেই হারিয়ে ফেলে ৷ তার পক্ষে ঘুরে দাঁড়ানোর লড়াইটা খুব সোজা ছিল না ৷ বঙ্গবন্ধুর মৃত্যুর পর তাঁর দলের অবস্থা ছিল খুবই খারাপ ৷ সেখান থেকে লড়াই করে আমি উঠে এসেছি ৷ আমি যেদিন থেকে দলকে নেতৃত্ব দিতে শুরু করলাম সেদিন ষড়যন্ত্রকারীদের পরাজয় হয় ৷"

তিনি আরও জানান, যাঁরা বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের সদস্যদের খুন করেছিল তারা চায় না ওই পরিবারেরই কারও নেতৃত্বে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হোক, উন্নয়নের জোয়ার আসুক ৷ আর তাই 2014 সালের পর 2018 সালের নির্বাচনের আগে আওয়ামি লিগের সরকার ফেলে দেওয়ার চক্রান্ত হয়েছিল ৷ আর এবারও হচ্ছে বলে তিনি মনে করেন ৷

পাশাপাশি তিনি বলেন, "বঙ্গবন্ধুর খুনিদের প্রশ্রয় দিয়েছিলেন বিএনপি-র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ৷ তাদের বিদেশে বিভিন্ন লোভনীয় চাকরিতে বহাল করা হয়েছিল ৷ প্রতিষ্ঠা দেওয়া হয়েছিল সামাজিকভাবেও ৷"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.