ঢাকা, 4 অগস্ট: তাঁকে কেউ বা কারা ক্ষমতা থেকে সরানোর চক্রান্ত করছে বলে মনে করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ শুধু তাই নয়, তাঁর মতে ষড়যন্ত্রকারীদের প্রস্তুতিও বেশ জোরদার (Sheikh Hasina thinks conspiracy is going on against her government) ৷ তবে তারা কারা, তা তিনি জানেন ৷ পাশাপাশি তাদের লক্ষ্য কী, সেটাও জানেন হাসিনা ৷ বাংলাদেশের রেড সিক্রেট সোসাইটির নবনির্বাচিত সদস্যদের সঙ্গে বুধবার এক বৈঠকে এই মন্তব্য করেছেন মুজিব-কন্যা ৷
বাংলাদেশের ইতিহাসে সরকার ফেলে দেওয়ার চক্রান্ত নতুন কিছু নয় ৷ দেশ তৈরির কয়েক দশকের মধ্যে একবার সরকার পড়েছিল বাংলাদেশে ৷ সেকথা মনে করিয়ে হাসিনা বলেন, "অশুভ শক্তি ক্ষমতায় এলে বাংলাদেশের মানুষ সমস্যায় পড়বেন ৷ 21 বছর আগে ঠিক সেটাই হয়েছিল ৷" এ প্রসঙ্গে নিজের অতীতের ঘটনা টেনে আনেন হাসিনা ৷
আরও পড়ুন: হিমাচলে এক হল রাশিয়া-ইউক্রেন, যুদ্ধের মাঝে 'আশ্রয়' ভারত
তিনি বলেন, "1975 সালের 15 অগস্ট মাঝরাতে একটা মেয়ে তার প্রায় গোটা পরিবারটাকেই হারিয়ে ফেলে ৷ তার পক্ষে ঘুরে দাঁড়ানোর লড়াইটা খুব সোজা ছিল না ৷ বঙ্গবন্ধুর মৃত্যুর পর তাঁর দলের অবস্থা ছিল খুবই খারাপ ৷ সেখান থেকে লড়াই করে আমি উঠে এসেছি ৷ আমি যেদিন থেকে দলকে নেতৃত্ব দিতে শুরু করলাম সেদিন ষড়যন্ত্রকারীদের পরাজয় হয় ৷"
তিনি আরও জানান, যাঁরা বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের সদস্যদের খুন করেছিল তারা চায় না ওই পরিবারেরই কারও নেতৃত্বে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হোক, উন্নয়নের জোয়ার আসুক ৷ আর তাই 2014 সালের পর 2018 সালের নির্বাচনের আগে আওয়ামি লিগের সরকার ফেলে দেওয়ার চক্রান্ত হয়েছিল ৷ আর এবারও হচ্ছে বলে তিনি মনে করেন ৷
পাশাপাশি তিনি বলেন, "বঙ্গবন্ধুর খুনিদের প্রশ্রয় দিয়েছিলেন বিএনপি-র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ৷ তাদের বিদেশে বিভিন্ন লোভনীয় চাকরিতে বহাল করা হয়েছিল ৷ প্রতিষ্ঠা দেওয়া হয়েছিল সামাজিকভাবেও ৷"