ক্যানবেরা, 14 নভেম্বর: হামাসের সঙ্গে ইজরায়েলের যুদ্ধ পাঁচ সপ্তাহেরও বেশি সময় অতিবাহিত ৷ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু গাজা নিয়ে তাঁর ভবিষ্যত দৃষ্টিভঙ্গির রূপরেখা সম্পর্কে এখনও কিছু জানাননি । তবে তিনি অনেকবার বলেছেন, গাজা থেকে হামাস নির্মূল না-হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে । কিন্তু সেই লক্ষ্য অর্জনের জন্য তাঁর যুদ্ধ পরিকল্পনা স্পষ্ট নয় । বিশ্বের বিভিন্ন দেশ যুদ্ধবিরতির ডাক দিয়েছে ৷ দিন দিন সেই আহ্বান আরও জোরালো হচ্ছে ৷ যা চাপ সৃষ্টি করছে ইজরায়েলের উপর ৷
এই পরিস্থিতিতে যুদ্ধ নিয়ে নেতানিয়াহুর সামগ্রিক কৌশল এবং যুদ্ধ পরবর্তীতে কী ঘটতে পারে, তার উপর মনোনিবেশ করা হচ্ছে । ইজরায়েলের সামরিক অভিযানের উপর 200 জনেরও বেশি বন্দির ভাগ্য নির্ভর করছে ৷ যারা হামাসের হাতে বন্দি রয়েছে । ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, বন্দিদের মুক্তি না-দেওয়া পর্যন্ত কোনও যুদ্ধবিরতি হবে না। হামাস জবাব দিয়েছে, যুদ্ধবিরতির আগে কোনও বন্দিকে মুক্তি দেওয়া হবে না ।
উভয় পক্ষই নিজেদের অবস্থান থেকে সরে আসতে নারাজ ৷ গাজা শহরের প্রধান স্বাস্থ্যকেন্দ্র আল শিফা হাসপাতালে ইজরায়েলের দখলে ৷ সেই কারণে হামাস এখন বন্দিদের মুক্তির বিষয়ে আলোচনা স্থগিত রেখেছে । ইজরায়েল বলেছে, হাসপাতালের নীচে সুড়ঙ্গের মধ্যে একটি হামাস কমপ্লেক্স লুকিয়ে আছে ৷ তবে হামাস সেই দাবি অস্বীকার করেছে ।
গাজার অধিকাংশ জনসংখ্যা এখন স্ট্রিপের দক্ষিণ অংশে ভিড় জমিয়েছে । হামাসের কিছু গুরুত্বপূর্ণ নেতা সম্ভবত সেখানে লুকিয়ে আছে ৷ যুদ্ধ টেনে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরেকটি প্রাসঙ্গিক প্রশ্ন উত্থাপিত হয়েছে । তা হল, ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) কীভাবে হামাসকে নির্মূল করার অভিযানে সফল হবে, যদি জঙ্গিরা এত জনাকীর্ণ এলাকায় সাধারণ মানুষের মধ্যে লুকিয়ে থাকে? নেতানিয়াহু এই বিষয়ে প্রকাশ্যে কোনও ইঙ্গিত দেননি ।
অনেকগুলি মূল প্রশ্নের উত্তর না-থাকায় মার্কিন যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু এবং বাইডেন প্রশাসনের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন রয়েছে । আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন দু'জনেই বলেছেন যে যুদ্ধের পর ইজরায়েলের গাজা পুনর্দখল করা উচিত নয় । তাঁরা মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন প্যালেস্তাইন কর্তৃপক্ষকে হামাসের অপসারণের পর গাজায় তার কর্তৃত্ব বাড়ানোর জন্য অগ্রাধিকারের ইঙ্গিতও দিয়েছেন ।
বিপরীতে নেতানিয়াহু বলেছেন যে, "যুদ্ধের পরে ইজরায়েলকে গাজার নিরাপত্তার উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে ।" পাশাপাশি তিনি হামাসের পরবর্তী প্রশাসন হিসাবে গাজায় প্যালেস্তাইন কর্তৃপক্ষকে বিভিন্ন কারণে প্রত্যাখ্যান করেছেন ৷ যার মধ্যে একটি কারণ হল ইজরায়েলের উপর হামাস আক্রমণ চালানোর নিন্দা করেনি প্যালেস্তাইন কর্তৃপক্ষ ।
আরও পড়ুন: