লিবিয়া, 12 সেপ্টেম্বর: প্রবল ঝড়ে বিধ্বস্ত লিবিয়া ৷ গত সপ্তাহের শেষের দিকে, উত্তর আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে আছড়ে পড়ে শক্তিশালী ঝড় ড্যানিয়েল। তবে এই ঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে লিবিয়ার পূর্বাঞ্চল। প্রচণ্ড ঝড়ের সঙ্গে অতিরিক্তি বৃষ্টিপাতও হয়। যার জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে । ড্যানিয়েল নামক ঝড়ের দাপটে একনিমেষে যেন হাওয়া হয়ে গিয়েছে বেশিরভাগ বসতি। মৃতের সংখ্যা ইতিমধ্যেই 2300 ছাড়িয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে ৷ প্রায় 10 হাজার মানুষ নিখোঁজ প্রাকৃতিক বিপর্যয়ের জেরে ৷ উদ্ধার করা 700 মৃতদেহের শেষকৃত্য সম্ভব হয়েছে এখনও পর্যন্ত ৷
লিবিয়ার নিউজ এজেন্সি অনুযায়ী, দেশের পূর্বাঞ্চলের প্রশাসনের প্রেসিডেন্ট ওসামা হামাদ জানিয়েছেন, প্রবল ঝড়ের কারণে বাড়িগুলি ধ্বংস হয়ে গিয়েছে। লিবিয়ার পরিস্থিতি ভয়ানক বলে জানিয়েছেন তিনি। সোশাল মিডিয়ার মাধ্যমে সেদেশের বিপর্যয়ের ভয়াবহতার ছবি উঠে এসেছে। ডুবে যাওয়া গাড়ি, ভাঙাচোরা বিল্ডিং, উপকূল এলাকায় বিধ্বস্ত ঘরের ছবি দেখা গিয়েছে। যদিও ঝড়ের আগেই হাসপাতালগুলি থেকে রোগীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েেছে ৷
-
Storm Daniel sweeps Libya, over 2000 feared dead
— ANI Digital (@ani_digital) September 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Read @ANI Story | https://t.co/8e5TIYRQ1Q#StormDaniel #Libya #Floods pic.twitter.com/lu43QLWMTg
">Storm Daniel sweeps Libya, over 2000 feared dead
— ANI Digital (@ani_digital) September 12, 2023
Read @ANI Story | https://t.co/8e5TIYRQ1Q#StormDaniel #Libya #Floods pic.twitter.com/lu43QLWMTgStorm Daniel sweeps Libya, over 2000 feared dead
— ANI Digital (@ani_digital) September 12, 2023
Read @ANI Story | https://t.co/8e5TIYRQ1Q#StormDaniel #Libya #Floods pic.twitter.com/lu43QLWMTg
লিবিয়া প্রশাসনের তরফে জানা গিয়েছে, শক্তিশালী ঝড় ড্যানিয়েল ও তার জেরে হওয়া বৃষ্টির প্রভাবে অন্তত 150 জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকাজে নেমে লিবিয়ার 7 সেনাকর্মী নিখোঁজ হয়ে গিয়েছেন। শক্তিশালী ঝড় ড্যানিয়েল-এর জেরে মূলত লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজি ও সুসে, দেরনা ও আল-মারজ বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের বানভাসী পরিস্থিতির বেশ কিছু ছবি ও ভিডিয়ো বর্তমানে সোশাল মিডিয়ায় ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে, জলের তোড়ে ভেসে যাচ্ছেন ব্যক্তিও। আবার গাড়ির ওপরের অংশ কেবল দেখা যাচ্ছে। বাকি অংশ জলের নীচে। গাড়ির ছাদে কয়েকজন বসে রয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় এবং দুর্গতদের উদ্ধারের ব্যাপারে সবরকম সহায়তা করার ব্যাপারে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ওসামা হামাদ ৷ বন্যা পরিস্থিতি মোকাবিলায় লিবিয়ার পূর্বাঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। স্কুল, কলেজ, অফিস-সহ আরও প্রতিষ্ঠান আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত সপ্তাহে গ্রিস, তুরস্ক ও বুলগেরিয়ায় আছড়ে পড়েছিল ড্যানিয়েল ঝড়। এরপর ঝড়টি মিশরের পশ্চিমাঞ্চলের দিকে এগোচ্ছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের জেরেই এই ধরনের ঝড়ের উত্পত্তি বলে জানিয়েছেন আবহবিদরা।
আরও পড়ুন: মাঝ আকাশে বিমানে আগুন! সিঙ্গাপুরে জরুরি অবতরণ; আহত 9