নয়াদিল্লি, 27 জুলাই: রাষ্ট্রসংঘের হয়ে শান্তিরক্ষা মিশনে গিয়ে প্রাণ হারালেন দু'জন বিএসএফ জওয়ান ৷ মঙ্গলবার কঙ্গোয় বিক্ষোভ চলাকালীন তাঁরা মারা যান, জানিয়েছেন বাহিনীর এক মুখপাত্র ৷ কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (External Affairs Minister S Jaishankar) দু'জনের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন ৷ তিনি হত্যাকারীদের বিচারের দাবি জানিয়েছেন ৷ মৃত জওয়ানদের পরিবারকে সমবেদনার বার্তা দিয়েছেন মন্ত্রী (2 BSF personnel on UN peacekeeping duty in Congo killed) ৷
দু'জন সেনা ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোয় রাষ্ট্রসংঘের এমওএনইউএসসিও (United Nations Organization Stabilization Mission, MONUSCO) মিশনে গিয়েছিলেন ৷ দু'জনেই হেড কনস্টেবল পদে কর্মরত ছিলেন এবং রাজস্থানের বাসিন্দা, জানিয়েছেন এক উচ্চাধিকারিক ৷
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, রাষ্ট্রসংঘের এই মিশনে দ্বিতীয় দিনে কঙ্গোর পূর্ব দিকের শহর গোমায় কমপক্ষে 5 জন মারা গিয়েছেন এবং 50 জন জখম হয়েছেন ৷ বিএসএফ-এর এক মুখপাত্র বলেন, "26 জুলাই, রাষ্ট্রসংঘের এমওএনইউএসসিও-র অন্তর্ভুক্ত ওই দুই বিএসএফ জওয়ান কঙ্গোর বুটেমবোয় ছিলেন ৷ সেখানে সশস্ত্র প্রতিবাদে তাঁরা মারাত্মক জখম হন এবং মারা যান ৷"
-
Deeply grieved at the loss of lives of two valiant Indian peacekeepers of the BSF in the Democratic Republic of Congo. They were part of the MONUSCO.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) July 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
The perpetrators of these outrageous attacks must be held accountable and brought to justice .
">Deeply grieved at the loss of lives of two valiant Indian peacekeepers of the BSF in the Democratic Republic of Congo. They were part of the MONUSCO.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) July 26, 2022
The perpetrators of these outrageous attacks must be held accountable and brought to justice .Deeply grieved at the loss of lives of two valiant Indian peacekeepers of the BSF in the Democratic Republic of Congo. They were part of the MONUSCO.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) July 26, 2022
The perpetrators of these outrageous attacks must be held accountable and brought to justice .
আরও পড়ুন: অবৈধ প্রবেশ রুখতে কোচবিহারের তিনবিঘা সীমান্তে বিএসএফ-বিজিবি'র বৈঠক
দু'টি প্লেটুন অর্থাৎ 70-74 টি বিএসএফ ট্রুপ এ বছরের মে মাস থেকে ওই এলাকায় রয়েছে ৷ স্থানীয়রা রাষ্ট্রসংঘের এই শান্তি মিশনের বিরুদ্ধে প্রতিবাদে নামে ৷ সমগ্র কঙ্গো জুড়েই উত্তাল পরিস্থিতি ৷ গোমায় বিক্ষুব্ধরা রাষ্ট্রসংঘের সম্পত্তিতে আগুন ধরিয়ে দেয় এবং লুঠপাট চালায় ৷
বেনি (Beni) এবং বুটেম্বো (Butembo), দু'টি এলাকাতেই বিএসএফ জওয়ানরা সতর্ক রয়েছেন ৷ সোমবার শান্তিপূর্ণ থাকলেও মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে এলাকাগুলি ৷ বিএসএফ প্ল্যাটুনরা মরক্কো ব়্যাপিড ডিপলয়মেন্ট ব্যাটেলিয়নে থাকছে ৷ আর সেই জায়গাটি ঘিরে রেখেছে বিক্ষোভকারীরা ৷
কঙ্গোর পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি ৷ প্রায় 500 জনেরও বেশি মানুষ ভিড় করেছিলেন ওই এলাকায় ৷ বিএসএফ এবং অন্য নিরাপত্তাবাহিনী টিয়ার গ্যাস ছুড়তে বাধ্য হয় ৷ এতে মানুষজন পালিয়ে গেলেও পরে ফিরে এসে বিক্ষোভ দেখাতে থাকে ৷