ETV Bharat / international

Nepal Landslide: নেপালে ভূমিধসে 17 জনের মৃত্যু, নিখোঁজ 5

author img

By

Published : Sep 17, 2022, 3:07 PM IST

Updated : Sep 17, 2022, 5:48 PM IST

নেপালে ভূমিধসে (Nepal Landslide) মৃত অন্তত 17 ৷ নিখোঁজ পাঁচজন ৷

17 DEAD IN NEPAL LANDSLIDES  5 MISSING
NEPAL LANDSLIDES: নেপালে ভূমিধসে 17 জনের মৃত্যু, নিখোঁজ 5

কাঠমান্ডু (নেপাল), 17 সেপ্টেম্বর : ফের ভূমিধস নেপালে (Nepal Landslide) ৷ শনিবার ঘটনাটি ঘটেছে নেপালের আচ্ছাম জেলায় ৷ স্থানীয় প্রশাসনের থেকে জানা গিয়েছে যে এখনও পর্যন্ত ওই ভূমিধসে মৃত্যু হয়েছে 17 জনের ৷ পাঁচজনের খোঁজ নেই ৷

নেপালের তরফে সরকারি ভাবে জানানো হয়েছে যে শুক্রবার সকাল থেকে বৃষ্টি শুরু হয় ৷ সেই বৃষ্টিতেই এই ভূমিধস ৷ বহু বাড়ি ধসে চাপা পড়ে৷ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল পৌঁছে যায় ঘটনাস্থলে ৷ উদ্ধার হয় 17টি মৃতদেহ ৷

11 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৷ আহতদের মধ্যে যাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক তাঁদের নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র ৷ তবে পাঁচজনের খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ তাঁদের সন্ধানে শুরু হয়েছে তল্লাশি অভিযান ৷

নেপালের আচ্ছাম জেলা সুদুরপশ্চিম প্রদেশে অবস্থিত ৷ এই এলাকা নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে সাড়ে চারশো কিলোমিটার দূরে অবস্থিত ৷ স্থানীয় জেলা প্রশাসনের আধিকারিক দীপেশ রিজাল জানিয়েছেন, ওই এলাকায় বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে ৷ তার জেরে ওই এলাকায় বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছে ৷ তার মধ্য়েই এই ধসের ঘটনা ঘটল ৷

এই ভূমিধসের জেরে যে বিপর্যয় হয়েছে, তাতে ভীমদত্ত সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ এই রাস্তা নেপালের সাতটি জেলাকে জুড়ে রেখেছে ৷ ফলে ওই এলাকাগুলিতে জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত ৷

প্রসঙ্গত, নেপালে ভূমিধসের ঘটনা নতুন নয় ৷ এর আগেও বহুবার এই ধরনের ঘটনা ঘটেছে ৷ বিশেষ করে প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে এই ঘটনা ঘটতে দেখা যায় ৷

আরও পড়ুন : 'বুদ্ধের বাণী আরও শান্ত করতে পারে পৃথিবীকে', বার্তা দিয়ে নেপাল গেলেন মোদি

কাঠমান্ডু (নেপাল), 17 সেপ্টেম্বর : ফের ভূমিধস নেপালে (Nepal Landslide) ৷ শনিবার ঘটনাটি ঘটেছে নেপালের আচ্ছাম জেলায় ৷ স্থানীয় প্রশাসনের থেকে জানা গিয়েছে যে এখনও পর্যন্ত ওই ভূমিধসে মৃত্যু হয়েছে 17 জনের ৷ পাঁচজনের খোঁজ নেই ৷

নেপালের তরফে সরকারি ভাবে জানানো হয়েছে যে শুক্রবার সকাল থেকে বৃষ্টি শুরু হয় ৷ সেই বৃষ্টিতেই এই ভূমিধস ৷ বহু বাড়ি ধসে চাপা পড়ে৷ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল পৌঁছে যায় ঘটনাস্থলে ৷ উদ্ধার হয় 17টি মৃতদেহ ৷

11 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৷ আহতদের মধ্যে যাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক তাঁদের নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র ৷ তবে পাঁচজনের খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ তাঁদের সন্ধানে শুরু হয়েছে তল্লাশি অভিযান ৷

নেপালের আচ্ছাম জেলা সুদুরপশ্চিম প্রদেশে অবস্থিত ৷ এই এলাকা নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে সাড়ে চারশো কিলোমিটার দূরে অবস্থিত ৷ স্থানীয় জেলা প্রশাসনের আধিকারিক দীপেশ রিজাল জানিয়েছেন, ওই এলাকায় বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে ৷ তার জেরে ওই এলাকায় বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছে ৷ তার মধ্য়েই এই ধসের ঘটনা ঘটল ৷

এই ভূমিধসের জেরে যে বিপর্যয় হয়েছে, তাতে ভীমদত্ত সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ এই রাস্তা নেপালের সাতটি জেলাকে জুড়ে রেখেছে ৷ ফলে ওই এলাকাগুলিতে জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত ৷

প্রসঙ্গত, নেপালে ভূমিধসের ঘটনা নতুন নয় ৷ এর আগেও বহুবার এই ধরনের ঘটনা ঘটেছে ৷ বিশেষ করে প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে এই ঘটনা ঘটতে দেখা যায় ৷

আরও পড়ুন : 'বুদ্ধের বাণী আরও শান্ত করতে পারে পৃথিবীকে', বার্তা দিয়ে নেপাল গেলেন মোদি

Last Updated : Sep 17, 2022, 5:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.