ETV Bharat / international

লাদেন পুত্র হামজ়াকে নিষিদ্ধ ঘোষণা করল রাস্ট্রসংঘ

ওসামা বিন লাদেনের ছেলে হামজ়া বিন লাদেনকে নিষিদ্ধ ঘোষণা করল রাস্ট্রসংঘের নিরাপত্তা কাউন্সিল। রাস্ট্রসংঘের ঘোষণার আগেই হামজ়া সম্পর্কে কেউ কোনও তথ্য দিলে তাঁকে ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করে অ্যামেরিকা।

author img

By

Published : Mar 2, 2019, 8:57 PM IST

ওয়াশিংটন ডিসি, ২ মার্চ : ওসামা বিন লাদেনের ছেলে হামজ়া বিন লাদেনকে নিষিদ্ধ ঘোষণা করল রাস্ট্রসংঘের নিরাপত্তা কাউন্সিল। অ্যামেরিকার ধারাবাহিক অভিযানে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আল কায়দার সংগঠন অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল। কিন্তু সম্প্রতি ওসামার ছেলে হামজ়ার নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এই সংগঠন। রাস্ট্রসংঘের ঘোষণার আগেই হামজ়া সম্পর্কে কেউ কোনও তথ্য দিলে তাঁকে ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করে অ্যামেরিকা।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর অ্যামেরিকায় বিমান ছিনতাই করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস করেছিল জঙ্গিরা। সেদিন আল কায়দার ১৯ জন জঙ্গি অ্যামেরিকায় ৪টি বিমান ছিনতাই করে। সেগুলির মধ্যে দুটি বিমান নিয়ে তারা নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দুটি টাওয়ারে আত্মঘাতী হামলা চালায়। হামলায় টাওয়ার দুটি ধ্বংস হয়। তৃতীয় বিমানটি নিয়ে জঙ্গিরা ওয়াশিংটন ডিসি-র পেন্টাগন ভবনে হামলা চালায়। সেই জঙ্গিহানার পর বিশ্বজুড়ে আল কায়দা জঙ্গি সংগঠনের কাজকর্মের বিরুদ্ধে অভিযান শুরু করে অ্যামেরিকা ও তার সহযোগী দেশগুলি। পরবর্তীতে ২০১১ সালের ১ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে লুকিয়ে থাকা আল কায়দার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনকে খতম করে অ্যামেরিকার নেভি সিল কম্যান্ডোরা।

undefined

অ্যামেরিকার ধারাবাহিক অভিযানে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আল কায়দার সংগঠন অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল। ইতিমধ্যে হামজ়া ইন্টারনেটে একাধিক অডিয়ো এবং ভিডিয়ো বার্তা পোস্ট করেছে। সেই সমস্ত বার্তায় সে অ্যামেরিকা ও তার সহযোগী দেশগুলির উপর হামলা চালানোর নির্দেশ দিয়েছে। এরপরই নড়েচড়ে বসেছে হোয়াইট হাউজ়। হামজ়াকে ইতিমধ্যে "গ্লোবাল টেররিস্ট" হিসেবে ঘোষণা করেছে অ্যামেরিকা।

প্রসঙ্গত, গত নভেম্বরেই সৌদি আরবের রাজপরিবার থেকে হামজ়ার নাগরিকত্ব বাতিল করে দেওয়ার প্রস্তাব পাশ করা হয়েছিল।

ওয়াশিংটন ডিসি, ২ মার্চ : ওসামা বিন লাদেনের ছেলে হামজ়া বিন লাদেনকে নিষিদ্ধ ঘোষণা করল রাস্ট্রসংঘের নিরাপত্তা কাউন্সিল। অ্যামেরিকার ধারাবাহিক অভিযানে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আল কায়দার সংগঠন অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল। কিন্তু সম্প্রতি ওসামার ছেলে হামজ়ার নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এই সংগঠন। রাস্ট্রসংঘের ঘোষণার আগেই হামজ়া সম্পর্কে কেউ কোনও তথ্য দিলে তাঁকে ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করে অ্যামেরিকা।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর অ্যামেরিকায় বিমান ছিনতাই করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস করেছিল জঙ্গিরা। সেদিন আল কায়দার ১৯ জন জঙ্গি অ্যামেরিকায় ৪টি বিমান ছিনতাই করে। সেগুলির মধ্যে দুটি বিমান নিয়ে তারা নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দুটি টাওয়ারে আত্মঘাতী হামলা চালায়। হামলায় টাওয়ার দুটি ধ্বংস হয়। তৃতীয় বিমানটি নিয়ে জঙ্গিরা ওয়াশিংটন ডিসি-র পেন্টাগন ভবনে হামলা চালায়। সেই জঙ্গিহানার পর বিশ্বজুড়ে আল কায়দা জঙ্গি সংগঠনের কাজকর্মের বিরুদ্ধে অভিযান শুরু করে অ্যামেরিকা ও তার সহযোগী দেশগুলি। পরবর্তীতে ২০১১ সালের ১ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে লুকিয়ে থাকা আল কায়দার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনকে খতম করে অ্যামেরিকার নেভি সিল কম্যান্ডোরা।

undefined

অ্যামেরিকার ধারাবাহিক অভিযানে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আল কায়দার সংগঠন অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল। ইতিমধ্যে হামজ়া ইন্টারনেটে একাধিক অডিয়ো এবং ভিডিয়ো বার্তা পোস্ট করেছে। সেই সমস্ত বার্তায় সে অ্যামেরিকা ও তার সহযোগী দেশগুলির উপর হামলা চালানোর নির্দেশ দিয়েছে। এরপরই নড়েচড়ে বসেছে হোয়াইট হাউজ়। হামজ়াকে ইতিমধ্যে "গ্লোবাল টেররিস্ট" হিসেবে ঘোষণা করেছে অ্যামেরিকা।

প্রসঙ্গত, গত নভেম্বরেই সৌদি আরবের রাজপরিবার থেকে হামজ়ার নাগরিকত্ব বাতিল করে দেওয়ার প্রস্তাব পাশ করা হয়েছিল।


Panaji (Goa), Feb 24 (ANI): Goa Health Minister Vishwajit Rane on Sunday dismissed rumors over Chief Minister Manohar Parrikar's health and said that latter's condition is "absolutely stable". "Goa CM Manohar Parrikar's condition is absolutely stable.Wrong information being provided on social media.Y'day we had thorough check up of CM, today he had minor discomfort. Doctors have suggested keeping him under observation for another day or so," Rane told media in Panaji.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.