কাবুল, 29 অগস্ট : কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের একাংশের দখল নিল তালিবান গোষ্ঠী ৷ আগেই 31 অগস্টের মধ্যে ভিনদেশি সেনাকে দেশ ছাড়তে হবে বলে জানিয়ে দিয়েছিল তালিবান গোষ্ঠী ৷ তার আগেই একধাপ এগিয়ে হামিদ কার্জাই বিমানবন্দরের একাংশ নিজেদের দখলে নিল তারা ৷ এদিকে বিমানবন্দরের সাউথ গেট (South gate), নিউ মিনিস্ট্রি অফ ইনটেরিয়র (new Ministry of the Interior) এবং পঞ্জশির পেট্রল স্টেশনের (Panjshir Petrol station) কাছ থেকে আমেরিকার নাগরিকদের দ্রুত সরিয়ে নিতে শুরু করেছে মার্কিন সেনা ৷ ফের জঙ্গি হামলা হতে পারে এই অশঙ্কাতেই এমন সিদ্ধান্ত ৷ এইসঙ্গে মার্কিন সেনাকে না জানিয়ে বিমানবন্দরের কাছে আসতেও নিষেধ করা হচ্ছে আমেরিকার নাগরিকদের ৷
এমন অস্থির পরিস্থিতির মধ্যেই আমেরিকা, ন্যাটো-র অন্তর্ভুক্ত দেশগুলি তাদের নাগরিকদের আফগানিস্তান থেকে বের করে নিয়ে আসার কাজ চালাচ্ছে দ্রুত গতিতে ৷ তবে এখনও বহু দেশের নাগরিকরা আফগানিস্তানে আটকে রয়েছেন বলে জানিয়েছে পশ্চিমি দেশগুলি ৷
-
#Afghanistan: Due to a specific, credible threat, U.S. citizens near Kabul airport, including South gate, new Ministry of the Interior, and gate near Panjshir Petrol station, should leave the area immediately. Avoid traveling to the airport at this time. https://t.co/wU0jfVIdfZ pic.twitter.com/ghd9w7Cme2
— Travel - State Dept (@TravelGov) August 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#Afghanistan: Due to a specific, credible threat, U.S. citizens near Kabul airport, including South gate, new Ministry of the Interior, and gate near Panjshir Petrol station, should leave the area immediately. Avoid traveling to the airport at this time. https://t.co/wU0jfVIdfZ pic.twitter.com/ghd9w7Cme2
— Travel - State Dept (@TravelGov) August 29, 2021#Afghanistan: Due to a specific, credible threat, U.S. citizens near Kabul airport, including South gate, new Ministry of the Interior, and gate near Panjshir Petrol station, should leave the area immediately. Avoid traveling to the airport at this time. https://t.co/wU0jfVIdfZ pic.twitter.com/ghd9w7Cme2
— Travel - State Dept (@TravelGov) August 29, 2021
আরও পড়ুন : Taliban : 9/11 হামলায় লাদেনের যুক্ত থাকার কোনও প্রমাণ নেই, দাবি তালিবানের
রাষ্ট্রসংঘের একটি রিপোর্ট অনুযায়ী, আইএসআইএল-কে (ISIL-K), আল কায়েদা (al-Qaida) জঙ্গি গোষ্ঠী ইতিমধ্যে পাকিস্তান হয়ে আফগানিস্তানে ঢুকে পড়েছে ৷ পাকিস্তানে আশ্রিত তালিবানরাও তার মধ্যে রয়েছে ৷ ওই রিপোর্টে আইএসআইএল-কে, তালিবান আর আল কায়েদা জঙ্গি গোষ্ঠী একসঙ্গে জোট বাধতে পারে বলে জানানো হয়েছে ৷