সানা, 14 ফেব্রুয়ারি: গত 24 ঘণ্টা ধরে সরকারপন্থী ইয়েমেনি সেনা ও হাউথি মিলিশিয়ার মধ্য়ে লাগাতার গুলির লড়াইয়ে প্রাণ গিয়েছে কমপক্ষে 80 জনের৷ ইয়েমেনের উত্তর-পূর্ব অঞ্চলের এই সংঘাত চিন্তা বাড়াচ্ছে আন্তর্জাতিক মহলের৷
স্থানীয় সূত্রে খবর, উত্তর-পূর্ব ইয়েমেনের মারিব প্রদেশটি খনিজ তেলের ভাণ্ডারে সমৃদ্ধ৷ আর সেখানেই সম্মুখ সমরে নেমেছে দুই পক্ষ৷ মারিব প্রশাসনের তরফে এক আধিকারিক সংবাদমাধ্য়মকে জানিয়েছেন, ‘‘সরকারের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলিতে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে বিদ্রোহী হাউথিরা৷ তাদের মোকাবিলা করতেই পালটা গুলি চালাতে হচ্ছে ইয়েমেনি সেনাকে৷’’
এই পরিস্থিতির জন্য ইরানের মদতপুষ্ট হাউথি মিলিশিয়াকেই দায়ী করেছে সরকারপক্ষ৷ তাদের অভিযোগ, মারিব প্রদেশের দখল নিতে মরিয়া বিদ্রোহীরা৷ এই পরিকল্পনাকে সফল করতে ইতিমধ্যেই উত্তরের অন্য় রাজ্যগুলি থেকে বিদ্রোহীদের একজোট করেছে তারা৷ তাদের সকলকে নিয়েই একসঙ্গে হামলা চালিয়েছে হাউথি মিলিশিয়া৷
আরও পড়ুন: সোমালিয়ায় প্রেসিডেন্টের প্রাসাদের বাইরেই আত্মঘাতী বিস্ফোরণ
বিদ্রোহীদের বাগে আনতে ইয়েমেনের পাশে দাঁড়িয়েছে সৌদি আরব৷ তাদের নেতৃত্বে যৌথবাহিনী আকাশপথে হামলা চালিয়েছে হাউথিদের উপর৷ যাতে জমিতে ইয়েমেনি সেনার লড়াই আরও সহজ হয়৷