ETV Bharat / international

মানবদেহে কোরোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু ইজ়রায়েলে

ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, "কোরোনা ভাইরাস থেকে মুক্তির একমাত্র পথ ভ্যাকসিন আবিষ্কার ।"

Israel begins COVID-19 vaccine human trial
ইজ়রায়েলের শুরু covid-19 ভ্যাকসিনের ট্রায়াল
author img

By

Published : Nov 2, 2020, 8:23 AM IST

জেরুজা়লেম, 2 নভেম্বর : কোরোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু করল ইজ়রায়েল । ইজরায়েলের হাদাশা এবং সেবা মেডিকেল সেন্টারের তরফে একথা জানানো হয়েছে ।

সেবা হাসপাতালে 26 বছর বয়সি এক পড়ুয়ার শরীরে ব্রিলাইফ ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে প্রবেশ করানো হয়েছে । ইজ়রায়েল ইনস্টিটিউট অফ বায়োলজিক্যাল রিসার্চের (IIBR) তরফে ভ্যাকসিন তৈরি করা হচ্ছে । প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, “কোরোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় । ভ্যাকসিন তৈরি ।” IIBR-এর পাশাপাশি জেরুজা়লেমের হাদাশা হাসপাতালে 34 বছর বয়সি এক স্বেচ্ছাসেবীকে ভ্যাকসিন দেওয়া হয়েছে ।

নভেম্বরে 80 জন স্বেচ্ছাসেবীর শরীরে ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ করা হবে । এরপর তিন সপ্তাহ তাঁঁদের পর্যবেক্ষণে রাখা হবে । দ্বিতীয় পর্যায়ে ডিসেম্বর মাসে ফের 960 জন স্বেচ্ছাসেবীর উপর ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ হবে । আগামী ছ'মাসের মধ্যে শেষ পর্যায়ে পরীক্ষামূলক প্রয়োগ করবেন বিশেষজ্ঞরা । এতে প্রায় 30 হাজার স্বেচ্ছাসেবী যোগ দেবেন বলে ইজরায়েলের প্রশাসন সূত্রে খবর ।

জেরুজা়লেম, 2 নভেম্বর : কোরোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু করল ইজ়রায়েল । ইজরায়েলের হাদাশা এবং সেবা মেডিকেল সেন্টারের তরফে একথা জানানো হয়েছে ।

সেবা হাসপাতালে 26 বছর বয়সি এক পড়ুয়ার শরীরে ব্রিলাইফ ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে প্রবেশ করানো হয়েছে । ইজ়রায়েল ইনস্টিটিউট অফ বায়োলজিক্যাল রিসার্চের (IIBR) তরফে ভ্যাকসিন তৈরি করা হচ্ছে । প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, “কোরোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় । ভ্যাকসিন তৈরি ।” IIBR-এর পাশাপাশি জেরুজা়লেমের হাদাশা হাসপাতালে 34 বছর বয়সি এক স্বেচ্ছাসেবীকে ভ্যাকসিন দেওয়া হয়েছে ।

নভেম্বরে 80 জন স্বেচ্ছাসেবীর শরীরে ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ করা হবে । এরপর তিন সপ্তাহ তাঁঁদের পর্যবেক্ষণে রাখা হবে । দ্বিতীয় পর্যায়ে ডিসেম্বর মাসে ফের 960 জন স্বেচ্ছাসেবীর উপর ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ হবে । আগামী ছ'মাসের মধ্যে শেষ পর্যায়ে পরীক্ষামূলক প্রয়োগ করবেন বিশেষজ্ঞরা । এতে প্রায় 30 হাজার স্বেচ্ছাসেবী যোগ দেবেন বলে ইজরায়েলের প্রশাসন সূত্রে খবর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.