মানামা (বাহরিন), 25 অগাস্ট : বাহরিনে 4.2 মিলিয়ন ডলারে মন্দির পুনর্নির্মাণ প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বাহরিনের রাজধানী মানামাতে 200 বছরের পুরোনো ওই কৃষ্ণ মন্দিরের পুনর্নির্মাণ হবে ৷
16,500 বর্গ ফুট জমিতে চারতলা নতুন ভবন নির্মাণ করা হবে যার উচ্চতা হবে প্রায় 30 মিটার ৷ মন্দিরের 200 বছরের ঐতিহ্য সেখানে তুলে ধরা হবে ৷ নতুন কমপ্লেক্সে থাকবে গর্ভগৃহ, প্রার্থনা হল ৷ সেখানে হিন্দু প্রথা মেনে বিয়ে ও অন্যান্য অনুষ্ঠান আয়োজনের সব রকম সুবিধা থাকবে ৷ ওয়েডিং ডেস্টিনেশন হিসেবে প্রোমোট করা হবে বাহরিনকে ৷
প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে বাহরিন সফরে গেছেন নরেন্দ্র মোদি ৷ আজ মানামাতে অবস্থিত শ্রীনাথজি মন্দিরে পুজো দেন ৷ মন্দির পুনর্নির্মাণ প্রকল্পের ফলক উন্মোচন করেন ৷
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার টুইট করেন, 'আন্তরিকতা ও ভালোবাসার জন্য ধন্যবাদ বাহরিন ৷ ঐতিহাসিক শ্রীনাথজি মন্দিরে প্রার্থনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর বাহরিন সফর শেষ করলেন ৷'