ETV Bharat / international

WHO chief Tedros Adhanom on China : করোনাভাইরাসের উৎস নিয়ে আরও তথ্য দিক চিন, বললেন হু প্রধান - হু-র প্রধান টেড্রস আধানম

সার্স-কোভ-2 করোনাভাইরাসের নতুন ভ্য়ারিয়্যান্ট ওমিক্রন নিয়ে আতঙ্ক বিশ্বজুড়ে ৷ হু হু করে বেড়ে চলেছে সংক্রমণের সংখ্যা ৷ এই অবস্থায় চিনকে করোনাভাইরাসের উৎস প্রসঙ্গে আরও বেশি তথ্য দেওয়ার কথা জানালেন হু-র প্রধান (WHO chief Tedros Adhanom) ৷

WHO chief Tedros Adhanom on China
হু প্রধান টেড্রস আধানম
author img

By

Published : Dec 21, 2021, 9:30 AM IST

জেনেভা, 21 ডিসেম্বর : সার্স-কোভ-2 করোনাভাইরাসের উৎস বিষয়ে আরও কিছু তথ্য জানাক চিন, জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রধান টেড্রস আধানম (WHO chief Tedros Adhanom Ghebreyesus ) ৷ সোমবার তিনি চিনকে করোনাভাইরাস বিষয়ে এগিয়ে আসার বার্তা দেন ৷

এদিন টেড্রস জানান, হু-র 2005 আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ক নিয়মাবলীর (2005 International Health Regulations) অধীনে থাকা নিয়ম অথবা বাধ্যবাধকতায় কিছু অভাব রয়ে গিয়েছে ৷ আর সেটাই কোভিড-19 প্যানডেমিকের 'অনেকগুলি ব্যর্থতা'র কারণ ৷

আরও পড়ুন : Sensex crashes due to Omicron: ওমিক্রন আতঙ্কে ধস শেয়ারবাজারে, বিরাট পতন সেনসেক্সে

সাংবাদিকদের তিনি বলেন, "যতক্ষণ না পর্যন্ত আমরা উৎসটা জানতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে ৷ আমাদের আরও পরিশ্রম করতে হবে ৷ কারণ ভবিষ্যতে ভাল কিছু করতে হলে এই সময় যা হয়েছে, তা থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন ৷"

ওমিক্রন নিয়ে সতর্কবার্তা দিয়েছেন হু-র প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন (Soumya Swaminathan) ৷ তিনি সোমবার জানান, এত তাড়াতাড়ি ওমিক্রন ভ্যারিয়্যান্টকে অন্য ভ্যারিয়্যান্টগুলির থেকে হালকা প্রভাবের বলা সম্ভব নয় ৷ তিনি বলেন, "এই ভ্যারিয়্যান্টটা ভীষণ ক্ষতিকারক নয় ৷ হালকা বা মাঝারি প্রভাবের, এটা ভেবে আরামে পিঠ এলিয়ে দেওয়াটা মোটেই ঠিক নয় ৷ সব জায়গায় যে ভাবে এই সংক্রমণের সংখ্যা বেড়ে চলেছে, তাতে করোনা পরিস্থিতি চাপের মধ্যে দিয়ে যাচ্ছে ৷"

জেনেভা, 21 ডিসেম্বর : সার্স-কোভ-2 করোনাভাইরাসের উৎস বিষয়ে আরও কিছু তথ্য জানাক চিন, জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রধান টেড্রস আধানম (WHO chief Tedros Adhanom Ghebreyesus ) ৷ সোমবার তিনি চিনকে করোনাভাইরাস বিষয়ে এগিয়ে আসার বার্তা দেন ৷

এদিন টেড্রস জানান, হু-র 2005 আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ক নিয়মাবলীর (2005 International Health Regulations) অধীনে থাকা নিয়ম অথবা বাধ্যবাধকতায় কিছু অভাব রয়ে গিয়েছে ৷ আর সেটাই কোভিড-19 প্যানডেমিকের 'অনেকগুলি ব্যর্থতা'র কারণ ৷

আরও পড়ুন : Sensex crashes due to Omicron: ওমিক্রন আতঙ্কে ধস শেয়ারবাজারে, বিরাট পতন সেনসেক্সে

সাংবাদিকদের তিনি বলেন, "যতক্ষণ না পর্যন্ত আমরা উৎসটা জানতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে ৷ আমাদের আরও পরিশ্রম করতে হবে ৷ কারণ ভবিষ্যতে ভাল কিছু করতে হলে এই সময় যা হয়েছে, তা থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন ৷"

ওমিক্রন নিয়ে সতর্কবার্তা দিয়েছেন হু-র প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন (Soumya Swaminathan) ৷ তিনি সোমবার জানান, এত তাড়াতাড়ি ওমিক্রন ভ্যারিয়্যান্টকে অন্য ভ্যারিয়্যান্টগুলির থেকে হালকা প্রভাবের বলা সম্ভব নয় ৷ তিনি বলেন, "এই ভ্যারিয়্যান্টটা ভীষণ ক্ষতিকারক নয় ৷ হালকা বা মাঝারি প্রভাবের, এটা ভেবে আরামে পিঠ এলিয়ে দেওয়াটা মোটেই ঠিক নয় ৷ সব জায়গায় যে ভাবে এই সংক্রমণের সংখ্যা বেড়ে চলেছে, তাতে করোনা পরিস্থিতি চাপের মধ্যে দিয়ে যাচ্ছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.