ETV Bharat / international

জীবন বাঁচানোর কাজ করে যাব, ইস্তফার জল্পনা উড়িয়ে বললেন WHO প্রধান - corona virus news

কয়েকদিন আগেই তথ্য গোপনের অভিযোগ তুলে WHO-এর ডিরেক্টর জেনেরাল টেডরস অ্যাডানম গেব্রেয়েসুসের ইস্তফার দাবি তুলেছিলেন হাউজ় অফ রিপ্রেজ়েন্টেটিভসের রিপাবলিকান সদস্যরা ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 23, 2020, 5:20 PM IST

জেনিভা, 23 এপ্রিল : চিনের হয়ে কাজ করেন তিনি । কোরোনা সংক্রান্ত নানা তথ্যও গোপন করেছেন । WHO-এর ডিরেক্টর জেনেরাল টেডরস অ্যাডানম গেব্রেয়েসুসের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছিল অ্যামেরিকা । ইতিমধ্যেই হাউজ় অফ রিপ্রেজ়েন্টেটিভসের রিপাবলিকান সদস্যরা তাঁর ইস্তফার দাবিও তুলেছেন । যদিও সব জল্পনা উড়িয়ে দিয়ে নিরন্তর জীবন বাঁচানোর জন্য কাজ করার কথা বললেন WHO-এর প্রধান গেব্রেয়েসুস ।

গেব্রেয়েসুস বলেন, "আমি আশা করি, অর্থ বন্ধের বিষয়টি পুনর্বিবেচনা করবে অ্যামেরিকা। অ্যামেরিকা WHO-কে যে অর্থ দেয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিনিয়োগ। এই বিনিয়োগ শুধু অন্য দেশ বা অন্যের উপকারের জন্য নয়, কোরোনা জর্জরিত অ্যামেরিকাকেও সুরক্ষিত ও নিরাপদ রাখবে ।"

WHO-কে সবচেয়ে বেশি পরিমাণে অর্থ দেয় অ্যামেরিকা । অ্যামেরিকার প্রশাসন সূত্রে খবর, এই অর্থ বরাদ্দ বন্ধের মেয়াদ 60-90 দিন পর্যন্ত হতে পারে । এই প্রসঙ্গে WHO-এর ইমার্জেন্সি বিভাগের প্রধান মাইক রায়ানা বলেন, "এই অর্থ বন্ধের জেরে শিশুদের টিকাকরণ, পোলিও দূরীকরণ সহ একাধিক স্বাস্থ্য পরিষেবায় প্রভাব পড়বে । বিষয়টির যত দ্রুত সমাধান করা যায় তার চেষ্টা চলছে।"

জেনিভা, 23 এপ্রিল : চিনের হয়ে কাজ করেন তিনি । কোরোনা সংক্রান্ত নানা তথ্যও গোপন করেছেন । WHO-এর ডিরেক্টর জেনেরাল টেডরস অ্যাডানম গেব্রেয়েসুসের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছিল অ্যামেরিকা । ইতিমধ্যেই হাউজ় অফ রিপ্রেজ়েন্টেটিভসের রিপাবলিকান সদস্যরা তাঁর ইস্তফার দাবিও তুলেছেন । যদিও সব জল্পনা উড়িয়ে দিয়ে নিরন্তর জীবন বাঁচানোর জন্য কাজ করার কথা বললেন WHO-এর প্রধান গেব্রেয়েসুস ।

গেব্রেয়েসুস বলেন, "আমি আশা করি, অর্থ বন্ধের বিষয়টি পুনর্বিবেচনা করবে অ্যামেরিকা। অ্যামেরিকা WHO-কে যে অর্থ দেয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিনিয়োগ। এই বিনিয়োগ শুধু অন্য দেশ বা অন্যের উপকারের জন্য নয়, কোরোনা জর্জরিত অ্যামেরিকাকেও সুরক্ষিত ও নিরাপদ রাখবে ।"

WHO-কে সবচেয়ে বেশি পরিমাণে অর্থ দেয় অ্যামেরিকা । অ্যামেরিকার প্রশাসন সূত্রে খবর, এই অর্থ বরাদ্দ বন্ধের মেয়াদ 60-90 দিন পর্যন্ত হতে পারে । এই প্রসঙ্গে WHO-এর ইমার্জেন্সি বিভাগের প্রধান মাইক রায়ানা বলেন, "এই অর্থ বন্ধের জেরে শিশুদের টিকাকরণ, পোলিও দূরীকরণ সহ একাধিক স্বাস্থ্য পরিষেবায় প্রভাব পড়বে । বিষয়টির যত দ্রুত সমাধান করা যায় তার চেষ্টা চলছে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.