ETV Bharat / international

কাশ্মীরে মানবাধিকার নিয়ে উদ্বেগপ্রকাশ রাষ্ট্রসংঘের - united nations

এক বিবৃতিতে রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশন বলে, বিধিনিষেধের জেরে কাশ্মীরের বাসিন্দারা মানধিকার থেকে বঞ্চিত হচ্ছেন ৷ তা যাতে না হয়, তার জন্য ব্যবস্থা নিতে ভারতকে আর্জি জানিয়েছে তারা ৷ কেন্দ্র অবশ্য আগেই স্পষ্ট করেছে যে, জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক করতে পদক্ষেপ করা হয়েছে ৷

কাশ্মীর
author img

By

Published : Oct 29, 2019, 7:11 PM IST

Updated : Oct 30, 2019, 3:45 AM IST

জেনেভা ও দিল্লি, 29 অক্টোবর : 5 অগাস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করেছে কেন্দ্র ৷ পরিস্থিতি স্বাভাবিক রাখতে জারি করা হয় বেশ কিছু বিধিনিষেধ ৷ ধীরে ধীরে কয়েকটি বিধিনিষেধ প্রত্যাহার করা হয় ৷ তবে এখনও কিছু বিধিনিষেধ জারি রয়েছে ৷ এই অবস্থায় জম্মু ও কাশ্মীর থেকে বিধিনিষেধ প্রত্যাহারের জন্য ভারতের কাছে আর্জি জানাল রাষ্ট্রসংঘ ৷ জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের মানবাধিকার নিয়ে তাঁরা উদ্বিগ্ন বলে এক বিবৃতিতে জানালেন রাষ্ট্রসংঘের মানবাধিকার হাই কমিশনারের মুখপাত্র রূপার্ট কোলভিল ৷

ওই বিবৃতিতে রাষ্ট্রসংঘের মানবাধিকার হাইকমিশন জানিয়েছে, 12 সপ্তাহ আগে 5 অগাস্ট লোকসভায় কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত পাশ হয় । সেই সঙ্গে পাশ হয় জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল , 2019 । 370 ধারা প্রত্যাহারের সঙ্গে সঙ্গে কাশ্মীরের আংশিক স্বায়ত্বশাসন বিলোপ হয় । জম্মু ও কাশ্মীর ভেঙে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের সিদ্ধান্ত নেয় কেন্দ্র । বৃহস্পতিবার (31 অক্টোবর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে । 370 ধারা প্রত্যাহারের পর জম্মু ও কাশ্মীর জুড়ে বিধিনিষেধ জারি করা হয় । পরে অবশ্য বেশ কিছু বিধিনিষেধ শিথিল করা হয় ।

ল্যান্ডলাইন ফোন ব্যবহারের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে ৷ আংশিক চালু হয়েছে সরকার নিয়ন্ত্রণাধীন একটি মোবাইল পরিষেবা ৷ একথা উল্লেখ করে ওই বিবৃতিতে বলা হয়েছে, বিধিনিষেধের জেরে কাশ্মীরের বাসিন্দারা মানধিকার থেকে বঞ্চিত হচ্ছেন ৷ তা যাতে না হয়, তার জন্য ব্যবস্থা নিতে ভারতকে আর্জি জানিয়েছে রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশন ৷

আজ ইউরোপীয় ইউনিয়নের 23 জন প্রতিনিধি জম্মু ও কাশ্মীর পরিদর্শন করেন ৷ তার আগে সোমবার তাঁদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বৈঠকের পর প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন এবং ওই এলাকা নিয়ে সরকারের অগ্রাধিকারের স্পষ্ট ছবি দেখতে পাবেন তাঁরা ৷ এর আগেও আন্তর্জাতিক মহলকে ভারত আশ্বস্ত করেছে যে, জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক করতে পদক্ষেপ করা হয়েছে ৷

জেনেভা ও দিল্লি, 29 অক্টোবর : 5 অগাস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করেছে কেন্দ্র ৷ পরিস্থিতি স্বাভাবিক রাখতে জারি করা হয় বেশ কিছু বিধিনিষেধ ৷ ধীরে ধীরে কয়েকটি বিধিনিষেধ প্রত্যাহার করা হয় ৷ তবে এখনও কিছু বিধিনিষেধ জারি রয়েছে ৷ এই অবস্থায় জম্মু ও কাশ্মীর থেকে বিধিনিষেধ প্রত্যাহারের জন্য ভারতের কাছে আর্জি জানাল রাষ্ট্রসংঘ ৷ জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের মানবাধিকার নিয়ে তাঁরা উদ্বিগ্ন বলে এক বিবৃতিতে জানালেন রাষ্ট্রসংঘের মানবাধিকার হাই কমিশনারের মুখপাত্র রূপার্ট কোলভিল ৷

ওই বিবৃতিতে রাষ্ট্রসংঘের মানবাধিকার হাইকমিশন জানিয়েছে, 12 সপ্তাহ আগে 5 অগাস্ট লোকসভায় কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত পাশ হয় । সেই সঙ্গে পাশ হয় জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল , 2019 । 370 ধারা প্রত্যাহারের সঙ্গে সঙ্গে কাশ্মীরের আংশিক স্বায়ত্বশাসন বিলোপ হয় । জম্মু ও কাশ্মীর ভেঙে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের সিদ্ধান্ত নেয় কেন্দ্র । বৃহস্পতিবার (31 অক্টোবর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে । 370 ধারা প্রত্যাহারের পর জম্মু ও কাশ্মীর জুড়ে বিধিনিষেধ জারি করা হয় । পরে অবশ্য বেশ কিছু বিধিনিষেধ শিথিল করা হয় ।

ল্যান্ডলাইন ফোন ব্যবহারের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে ৷ আংশিক চালু হয়েছে সরকার নিয়ন্ত্রণাধীন একটি মোবাইল পরিষেবা ৷ একথা উল্লেখ করে ওই বিবৃতিতে বলা হয়েছে, বিধিনিষেধের জেরে কাশ্মীরের বাসিন্দারা মানধিকার থেকে বঞ্চিত হচ্ছেন ৷ তা যাতে না হয়, তার জন্য ব্যবস্থা নিতে ভারতকে আর্জি জানিয়েছে রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশন ৷

আজ ইউরোপীয় ইউনিয়নের 23 জন প্রতিনিধি জম্মু ও কাশ্মীর পরিদর্শন করেন ৷ তার আগে সোমবার তাঁদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বৈঠকের পর প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন এবং ওই এলাকা নিয়ে সরকারের অগ্রাধিকারের স্পষ্ট ছবি দেখতে পাবেন তাঁরা ৷ এর আগেও আন্তর্জাতিক মহলকে ভারত আশ্বস্ত করেছে যে, জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক করতে পদক্ষেপ করা হয়েছে ৷

New Delhi, Oct 29 (ANI): Newly appointed Deputy Chief Minister of Haryana, Dushyant Chautala, retorted to Shiv Sena leader Sanjay Raut's jibe on him. Chautala said, "It means he knows who Dushyant Chautala is. My father is in jail since 6yrs, he never asked about his well being. Ajay Chautala ji has not come out without completing his term. Such statements don't add to Sanjay ji's stature." When asked about delay in formation of government in Maharashtra, Raut said, "There is no Dushyant here whose father is in jail."
Last Updated : Oct 30, 2019, 3:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.