কিভ, 26 ফেব্রুয়ারি : ক্রমশ জটিল আকার ধারণ করছে ইউক্রেনের পরিস্থিতি ৷ ইউক্রেন প্রশাসনের তরফে কিয়েভবাসীকে সতর্ক করে বলা হয়েছে, রাস্তায় যুদ্ধ চলছে, বাসিন্দারা যেন নিরাপদ আশ্রয় ছেড়ে বাইরে না বের হন ৷ তার মধ্যেও মৃত্যুমিছিল অব্যাহত ৷ ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, রাশিয়ার আক্রমণে ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন 198 জন ৷ আহতের সংখ্যাটা 1000 জনেরও বেশি (Ukraine Health Minister says 198 killed by Russian Military) ।
স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশকো বলেছেন, নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে । যদিও হতাহতদের মধ্যে সামরিক ও অসামরিক উভয়ই অন্তর্ভুক্ত কি না তার বিবৃতি স্পষ্ট নয় । তিনি বলেন, ‘‘উত্তর, পূর্ব ও দক্ষিণ দিক থেকে ইউক্রেনে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে ৷ রুশ আক্রমণে 33 জন শিশু-সহ 1,115 জন আহত হয়েছে ।’’
ধীরে ধীরে ভয়াবহ আকার ধারণ করছে রাজধানী কিভ-সহ ইউক্রেনের একাধিক শহর ৷ ছবির মতো সুন্দর দেশের আকাশ বিষিয়ে গিয়েছে কালো ধোঁয়ায় ৷ রুশ ক্ষেপনাস্ত্র, বোমারু হেলিকপ্টার, ঝাঁকে ঝাঁকে মিসাইলের শব্দে কান পাতা দায় সেখানে ৷ প্রাণ বাঁচাতে বাঙ্কারে আশ্রয় নিচ্ছেন দেশের বাসিন্দারা ৷ বাকিরা অস্ত্র হাতে রাস্তায় নেমেছেন প্রতিরোধ গড়ে তুলতে ৷
সেদেশের সরকারি সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই প্রায় এক লক্ষ ইউক্রেনিয়ান বর্ডার পেরিয়ে পোল্যান্ডে প্রবেশ করেছেন ৷ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে পোল্যান্ড সরকার । ভারতে পোল্যান্ডের রাষ্ট্রদূত অ্যাডাম বুরাকোস্কি সংবাদসংস্থাকে বলেন, ‘‘আমরা রুশ আগ্রাসনের নিন্দা জানাই । ইউক্রেনিয়ানরা খুব দেশপ্রেমিক, ওরা দেশের জন্য লড়াই করছে ৷’’
আরও পড়ুন : রাশিয়ার উপর মার্কিন নিষেধাজ্ঞার জের, ভারতে ভেঙে পড়তে পারে মহাকাশ কেন্দ্র !
অন্যদিকে পরিস্থিতি কঠিন হলেও দেশ ছাড়তে নারাজ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ৷ সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, আমেরিকার তরফে ইউক্রেনের প্রেসিডেন্টকে বার্তা দেওয়া হয়েছিল তিনি দেশ ছাড়তে চাইলে তাঁকে নিরাপদে বের করে আনা হবে ৷ কিন্তু সেই প্রস্তাব নাকচ করে ভলোদিমির জানিয়েছেন, "লড়াই চলছে, আমাদের অস্ত্র চাই, বাহন নয় ৷"
রাশিয়াকে আলোচনার প্রস্তাব দিলেও তিনি যে হারের আগে পরাজয় স্বীকার করতে রাজি নন, তা শুক্রবার রাতেই এক ভিডিও বার্তায় স্পষ্ট করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ৷ সেই বার্তায় তিনি বলেছিলেন, "আমরা সবাই এখানে আছি ৷ সেনা বাহিনী আছে, দেশের মানুষ আছেন ৷ দেশ বাঁচানোর, স্বাধীনতা বাঁচানোর লড়াই করছি আমরা ৷"