ETV Bharat / international

লন্ডনে পাকিস্তানি বংশোদ্ভূত নাগরিকদের বিক্ষোভ ; ভাঙল ভারতীয় দূতাবাসের কাচ - পাকিস্তানি বংশোদ্ভূত নাগরিকদের বিক্ষোভ

লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে কাশ্মীর নিয়ে বিক্ষোভ দেখাল পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের একাংশ । ভারতীয় দূতাবাস লক্ষ্য করে ছোড়া হয় ডিম, টম্যাটো, জুতো, পাথর, স্মোক বোমা, বোতল । দূতাবাসের জানালার কাচ ভেঙে দেওয়া হয় ।

ভাঙল কাচ
author img

By

Published : Sep 4, 2019, 9:45 AM IST

লন্ডন, 4 সেপ্টেম্বর : কাশ্মীর ইশু নিয়ে আন্তর্জাতিক মঞ্চে একাধিকবার কোণঠাসা হয়েছে পাকিস্তান । এবার, লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে কাশ্মীর নিয়ে বিক্ষোভ দেখাল পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের একাংশ । বিক্ষোভ হিংসার রূপ নেয় ৷ বিক্ষোভকারীদের ছোড়া পাথরে ভারতীয় দূতাবাসের জানালার কাচ ভাঙে ৷

গতকাল লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে জমায়েত হয় পাকিস্তানি বংশোদ্ভূত প্রায় 10 হাজার ব্রিটিশ নাগরিক । শুরু হয় বিক্ষোভ । পাথর ছুড়ে দূতাবাসের জানালার কাচ ভেঙে দেওয়া হয় । ছোড়া হয় ডিম, টম্যাটো, জুতো, পাথর, স্মোক বোমা, বোতল । লন্ডনে ভারতীয় দূতাবাসের তরফে ক্ষয়ক্ষতির ছবি টুইট করা হয় ।

এঘটনার তীব্র নিন্দা করেন লন্ডনের মেয়র সাদিক খান (পাকিস্তানি বংশোদ্ভূত) । টুইট করেন, "এই আচরণ অপ্রত্যাশিত, আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি ।"

তবে, এই প্রথম নয় ৷ চলতি বছরের 15 অগাস্ট লন্ডনে এই একই ইশুতে বিরোধিতা করেছিল পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের একাংশ । খালিস্তানি ও কাশ্মীরি পতাকা নিয়ে বিক্ষোভ দেখায় তারা । বিক্ষোভের মূল লক্ষ্য ছিল ভারতীয় দূতাবাসের প্রতিনিধিরা । যারা ওই দিন স্বাধীনতা দিবস পালন করছিলেন ।

এই সংক্রান্ত খবর : মালদ্বীপে কাশ্মীর প্রসঙ্গ তুলে কোণঠাসা পাকিস্তান

জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর থেকেই উত্তপ্ত হয় ভারত-পাকিস্তান সম্পর্ক । এর বিরোধিতা করে রাষ্ট্রসংঘেও যায় ইসলামাবাদ । যদিও, প্রথম থেকে ভারত বলে আসছে, এটা দেশের অভ্যন্তরীণ বিষয় । নিরাপত্তা পরিষদের বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ তুলে কোণঠাসা হতে হয়েছে পাকিস্তানকে । মালদ্বীপে দক্ষিণ এশিয়ার দেশগুলির স্পিকারদের সম্মেলনেও এপ্রসঙ্গ তুলে ভারতের কড়া জবাব পেয়েছে পাকিস্তান ।

লন্ডন, 4 সেপ্টেম্বর : কাশ্মীর ইশু নিয়ে আন্তর্জাতিক মঞ্চে একাধিকবার কোণঠাসা হয়েছে পাকিস্তান । এবার, লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে কাশ্মীর নিয়ে বিক্ষোভ দেখাল পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের একাংশ । বিক্ষোভ হিংসার রূপ নেয় ৷ বিক্ষোভকারীদের ছোড়া পাথরে ভারতীয় দূতাবাসের জানালার কাচ ভাঙে ৷

গতকাল লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে জমায়েত হয় পাকিস্তানি বংশোদ্ভূত প্রায় 10 হাজার ব্রিটিশ নাগরিক । শুরু হয় বিক্ষোভ । পাথর ছুড়ে দূতাবাসের জানালার কাচ ভেঙে দেওয়া হয় । ছোড়া হয় ডিম, টম্যাটো, জুতো, পাথর, স্মোক বোমা, বোতল । লন্ডনে ভারতীয় দূতাবাসের তরফে ক্ষয়ক্ষতির ছবি টুইট করা হয় ।

এঘটনার তীব্র নিন্দা করেন লন্ডনের মেয়র সাদিক খান (পাকিস্তানি বংশোদ্ভূত) । টুইট করেন, "এই আচরণ অপ্রত্যাশিত, আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি ।"

তবে, এই প্রথম নয় ৷ চলতি বছরের 15 অগাস্ট লন্ডনে এই একই ইশুতে বিরোধিতা করেছিল পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের একাংশ । খালিস্তানি ও কাশ্মীরি পতাকা নিয়ে বিক্ষোভ দেখায় তারা । বিক্ষোভের মূল লক্ষ্য ছিল ভারতীয় দূতাবাসের প্রতিনিধিরা । যারা ওই দিন স্বাধীনতা দিবস পালন করছিলেন ।

এই সংক্রান্ত খবর : মালদ্বীপে কাশ্মীর প্রসঙ্গ তুলে কোণঠাসা পাকিস্তান

জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর থেকেই উত্তপ্ত হয় ভারত-পাকিস্তান সম্পর্ক । এর বিরোধিতা করে রাষ্ট্রসংঘেও যায় ইসলামাবাদ । যদিও, প্রথম থেকে ভারত বলে আসছে, এটা দেশের অভ্যন্তরীণ বিষয় । নিরাপত্তা পরিষদের বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ তুলে কোণঠাসা হতে হয়েছে পাকিস্তানকে । মালদ্বীপে দক্ষিণ এশিয়ার দেশগুলির স্পিকারদের সম্মেলনেও এপ্রসঙ্গ তুলে ভারতের কড়া জবাব পেয়েছে পাকিস্তান ।

New Delhi, Sep 04 (ANI): After Instagram, Facebook is reportedly testing a feature that hides like counts on posts. App analyst Jane Manchun Wong wrote in her blog that Facebook has started prototyping the hidden like/reaction count feature in its Android app. The purpose behind hiding the like count is to prevent users from feeling anxious over how their posts are received. The unreleased feature hides the like/reaction count from everyone except the creator of the post, similar to how the feature works on Instagram. The likes/ reaction counts on comments are not hidden for now. However, if the feature is rolled out fully, it may also hide that count.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.