লন্ডন, ১০ মার্চ : পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI মদতপুষ্ট খালিস্তানপন্থীদের সঙ্গে প্রবাসী ভারতীয়দের একাংশের হাতাহাতি হল। গতকাল ঘটনাটি ঘটে লন্ডনে ভারতের হাইকমিশনের সামনে। এই ঘটনায় প্রথমে একজনকে গ্রেপ্তার করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ওভারসিজ় পাকিস্তানি ওয়েলফেয়ার কাউন্সিল এবং শিখ ফর জাস্টিস-এর মতো কয়েকটি সংগঠন লন্ডনে গতকাল ভারতের হাইকমিশনের অফিসের সামনে ভারত বিরোধী স্লোগান দিচ্ছিল। সেখানে গিয়ে এরপর পালটা পাকিস্তান বিরোধী ও নরেন্দ্র মোদির হয়ে স্লোগান দিতে শুরু করেন ফ্রেন্ডস অফ ইন্ডিয়া সোসাইটির সদস্যরা। এরপর দুইপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।
পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার পর থেকেই লন্ডনে বসবাসকারী প্রবাসী ভারতীয়রা সে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন। বালাকোটে ভারতীয় সেনার অভিযানে পর পালটা বিক্ষোভ শুরু করে খালিস্তানপন্থীরা।
স্লোগান ও পালটা স্লোগানের মধ্যে দুপক্ষের হাতাহাতি শুরু হয়ে যায়। খালিস্তানপন্থীরা প্রতিবাদকারী প্রবাসী ভারতীয়দের উপরে হামলা চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।