ETV Bharat / international

ISI মদতপুষ্ট খালিস্তানপন্থীদের সঙ্গে প্রবাসী ভারতীয়দের হাতাহাতি - কাশ্মীর

পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI মদতপুষ্ট খালিস্তানপন্থীদের সঙ্গে প্রবাসী ভারতীয়দের একাংশের হাতাহাতি। লন্ডনে ভারতের হাইকমিশনের সামনে ঘটে ঘটনাটি।

ছবি সৌজন্য : ANI
author img

By

Published : Mar 10, 2019, 1:17 PM IST

লন্ডন, ১০ মার্চ : পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI মদতপুষ্ট খালিস্তানপন্থীদের সঙ্গে প্রবাসী ভারতীয়দের একাংশের হাতাহাতি হল। গতকাল ঘটনাটি ঘটে লন্ডনে ভারতের হাইকমিশনের সামনে। এই ঘটনায় প্রথমে একজনকে গ্রেপ্তার করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ওভারসিজ় পাকিস্তানি ওয়েলফেয়ার কাউন্সিল এবং শিখ ফর জাস্টিস-এর মতো কয়েকটি সংগঠন লন্ডনে গতকাল ভারতের হাইকমিশনের অফিসের সামনে ভারত বিরোধী স্লোগান দিচ্ছিল। সেখানে গিয়ে এরপর পালটা পাকিস্তান বিরোধী ও নরেন্দ্র মোদির হয়ে স্লোগান দিতে শুরু করেন ফ্রেন্ডস অফ ইন্ডিয়া সোসাইটির সদস্যরা। এরপর দুইপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।

পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার পর থেকেই লন্ডনে বসবাসকারী প্রবাসী ভারতীয়রা সে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন। বালাকোটে ভারতীয় সেনার অভিযানে পর পালটা বিক্ষোভ শুরু করে খালিস্তানপন্থীরা।

স্লোগান ও পালটা স্লোগানের মধ্যে দুপক্ষের হাতাহাতি শুরু হয়ে যায়। খালিস্তানপন্থীরা প্রতিবাদকারী প্রবাসী ভারতীয়দের উপরে হামলা চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লন্ডন, ১০ মার্চ : পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI মদতপুষ্ট খালিস্তানপন্থীদের সঙ্গে প্রবাসী ভারতীয়দের একাংশের হাতাহাতি হল। গতকাল ঘটনাটি ঘটে লন্ডনে ভারতের হাইকমিশনের সামনে। এই ঘটনায় প্রথমে একজনকে গ্রেপ্তার করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ওভারসিজ় পাকিস্তানি ওয়েলফেয়ার কাউন্সিল এবং শিখ ফর জাস্টিস-এর মতো কয়েকটি সংগঠন লন্ডনে গতকাল ভারতের হাইকমিশনের অফিসের সামনে ভারত বিরোধী স্লোগান দিচ্ছিল। সেখানে গিয়ে এরপর পালটা পাকিস্তান বিরোধী ও নরেন্দ্র মোদির হয়ে স্লোগান দিতে শুরু করেন ফ্রেন্ডস অফ ইন্ডিয়া সোসাইটির সদস্যরা। এরপর দুইপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।

পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার পর থেকেই লন্ডনে বসবাসকারী প্রবাসী ভারতীয়রা সে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন। বালাকোটে ভারতীয় সেনার অভিযানে পর পালটা বিক্ষোভ শুরু করে খালিস্তানপন্থীরা।

স্লোগান ও পালটা স্লোগানের মধ্যে দুপক্ষের হাতাহাতি শুরু হয়ে যায়। খালিস্তানপন্থীরা প্রতিবাদকারী প্রবাসী ভারতীয়দের উপরে হামলা চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

RESTRICTION SUMMARY: NO ACCESS US
SHOTLIST:
++CLIENTS NOTE: IGNORE EDIT SENT EARLIER AND REPLACE WITH THIS ONE WHICH HAS BEEN UPDATED WITH EXTRA SHOTS++
ABC - NO ACCESS US
New York - 9 March 2019
1. Injured person being wheeled through New York's John F. Kennedy International Airport on stretcher
++NIGHT SHOTS++
2. Various of emergency services outside airport
3. Man being wheeled outside airport on stretcher
++INTERIOR SHOTS++
4. Injured people inside airport
++NIGHT SHOTS++
5 . Injured person being wheeled outside airport on stretcher
6. Emergency services outside airport
7. People in ambulance
8. Emergency services outside airport
++INTERIOR SHOTS++
9. New York City Fire Department firefighters inside airport
STORYLINE:
Severe turbulence over the Atlantic Ocean tossed terrified passengers and crew around a Turkish Airlines plane cabin on Saturday, with 30 people suffering bumps, bruises, cuts and a broken leg before the flight landed safely at New York's John F. Kennedy International Airport, officials said.
Dozens of ambulances lined up in front of a terminal to quickly treat the injured coming off the flight that left Istanbul for the 10-hour trip.
Spokesman Steve Coleman of the Port Authority of New York and New Jersey told The Associated Press that 28 people were taken to Jamaica Hospital Medical Center in Queens after the plane touched down at 5:35 p.m. local time (10:30 GMT).
Two went to Queens Hospital Medical Center.
A flight attendant suffered a broken leg, Coleman said.
Turkish Airlines Flight 1 hit the turbulence about 45 minutes before landing at JFK, Coleman said.
The crew declared an emergency while the Boeing 777 was still in the air, according to the Federal Aviation Administration.
The Port Authority spokesman said other airport operations were not affected.
The plane was carrying more than 300 passengers and crew members.
Turkish Airlines officials were not immediately available for comment.
It was the second mishap on Saturday involving a plane in the New York metropolitan area.
Earlier in the day, Newark Liberty International Airport temporarily closed its runways after a flight from Montreal to Fort Lauderdale made an emergency landing with smoke in its cargo hold .
The National Weather Service had issued advisories on Saturday warning pilots of expected turbulence.
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.