ETV Bharat / international

COVID-19 : ইট্যালিতে মৃতের সংখ্যা ছাড়াল 10 হাজার - কোরোনা ভাইরাস

বিশ্বে এখনও পর্যন্ত কোরোনা আক্রান্তের সংখ্যা 5,71,678 ৷ মৃত্যু হয়েছে 26,494 জনের ৷ ইট্যালিতেই গতকাল মৃত্যু হয়েছে 889 জনের ৷

ইট্যালিতে মৃতের সংখ্যা ছাড়াল 10 হাজার
ইট্যালিতে মৃতের সংখ্যা ছাড়াল 10 হাজার
author img

By

Published : Mar 29, 2020, 12:41 PM IST

রোম, 29 মার্চ : ইট্যালিতে কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছাড়াল 10 হাজার ৷ শনিবার আরও 889 জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে ৷

এখনও পর্যন্ত কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইট্যালিতেই ৷ নতুন করে 5 হাজার 978 জনের শরীরে কোরোনা ভাইরাসের সংক্রমণ ঘটেছে ৷ সেখানে এখন কোরোনা আক্রান্তের সংখ্যা 92 হাজার 472 ৷

তবে শুক্রবারের তুলনায় গতকাল মৃত্যুর সংখ্যা কিছুটা হলেও কম ছিল ৷ শুক্রবার কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্য়ু হয়েছিল 969 জনের ৷ কোরোনায় আক্রান্ত হয়ে একদিনে এতজনের মৃত্যুর ঘটনা আর কোনও দেশে এখনও ঘটেনি ৷ ওই দেশে প্রতিদিন প্রায় ছয় হাজার জন করে আক্রান্ত হচ্ছেন । ইট্যালিতে জারি হওয়া লকডাউন শেষ হবে 3 এপ্রিল ৷ কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, লকডাউনের পরও কয়েক সপ্তাহ এই রোগ সংক্রমণের সম্ভাবনা থাকতে পারে ৷ তাই তা আটকানোর চেষ্টা করা খুবই প্রয়োজন ৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গতকালের রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত বিশ্বে কোরোনা আক্রান্তের মোট সংখ্যা 5 লাখ 71 হাজার 678 ৷ কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 26 হাজার 494 জন ৷

রোম, 29 মার্চ : ইট্যালিতে কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছাড়াল 10 হাজার ৷ শনিবার আরও 889 জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে ৷

এখনও পর্যন্ত কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইট্যালিতেই ৷ নতুন করে 5 হাজার 978 জনের শরীরে কোরোনা ভাইরাসের সংক্রমণ ঘটেছে ৷ সেখানে এখন কোরোনা আক্রান্তের সংখ্যা 92 হাজার 472 ৷

তবে শুক্রবারের তুলনায় গতকাল মৃত্যুর সংখ্যা কিছুটা হলেও কম ছিল ৷ শুক্রবার কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্য়ু হয়েছিল 969 জনের ৷ কোরোনায় আক্রান্ত হয়ে একদিনে এতজনের মৃত্যুর ঘটনা আর কোনও দেশে এখনও ঘটেনি ৷ ওই দেশে প্রতিদিন প্রায় ছয় হাজার জন করে আক্রান্ত হচ্ছেন । ইট্যালিতে জারি হওয়া লকডাউন শেষ হবে 3 এপ্রিল ৷ কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, লকডাউনের পরও কয়েক সপ্তাহ এই রোগ সংক্রমণের সম্ভাবনা থাকতে পারে ৷ তাই তা আটকানোর চেষ্টা করা খুবই প্রয়োজন ৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গতকালের রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত বিশ্বে কোরোনা আক্রান্তের মোট সংখ্যা 5 লাখ 71 হাজার 678 ৷ কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 26 হাজার 494 জন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.