লন্ডন ও নয়া দিল্লি, 19 এপ্রিল : ভারতেই প্রথম করোনার মোট 103 টি প্রজাতি লক্ষ্য করা যাচেছ ৷ এই পরিস্থিতিতে ব্রিটেনের তরফে ভারতকে সে দেশ থেকে ভ্রমণের ক্ষেত্রে 'রেড লিস্ট'-এ রাখা হয়েছে বলে জানালেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক্ ৷
দিল্লিতে লকডাউন ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী বরিস জনসন ভারত সফরের কর্মসূচি বাতিল করার পর সোমবারই ব্রিটেনের তরফে ভারতে উপর এই ভ্রমণ প্রতিবন্ধকতা আরোপ করা হয়েছে ৷
ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক্ জানিয়েছেন, আগামী শুক্রবার থেকে এই নিয়ম জারি হবে ৷ ভারত থেকে যাওয়া সব ব্রিটিশ এবং আইরিশ নাগরিক ছাড়া বাকি সবাকে ব্যান করা হয়েছে ৷ এর মধ্যে যাঁরাই ব্রিটেনে প্রবেশ করবেন তাঁদের সবাইকেই ব্রিটেন সরকারের দ্বারা নির্ধারিত কোয়ারানটাইন হোটেলে 10 দিনের জন্য থাকতে হবে বিপুল পরিমাণ টাকার বিনিময়ে ৷ এই তালিকায় পাকিস্তান ও বাংলাদেশ-সহ সে দেশে বসবাসকারী বিদেশিদের জন্যও প্রযোজ্য হবে ৷
আরও পড়ুন : লাগাতার দু’দিন আক্রান্তের সংখ্যা 8 হাজার পার, উর্ধ্বমুখী করোনা গ্রাফ
আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী বরিস জনসনের এই দিল্লি সফর দু'দেশের জন্যই খুব গুরুত্বপূর্ণ হতে চলেছিল ৷ এই পরিস্থিতিতে তা বাতিল করতে হল ৷ ব্রিটেনের তরফে জানানো হয়েছে, এপ্রিলের শেষের দিকে মোদি এবং জনসন দু'দেশের মধ্যে সুসম্পর্ক আরও দৃঢ় করতে আলোচনায় বসবেন ৷