ETV Bharat / international

কানাডায় বন্দুক হামলা, নিহত 16

ভয়ঙ্কর হত্যালীলা কানাডায়৷ আততায়ীর গুলিতে নিহত কমপক্ষে 16 জন৷ পুলিশের পালটা আক্রমণে মৃত আততায়ী৷ উত্তর হালিফ্যাক্স থেকে প্রায় 130 কিলোমিটার দূরে পোর্টাপিক এলাকায় ঘটনাটি ঘটে৷ মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা পুলিশের৷

16 killed in shooting rampage in Canada
ভয়ঙ্কর হত্যালীলা কানাডায়
author img

By

Published : Apr 20, 2020, 3:43 PM IST

ওট্টাওয়া, 20 এপ্রিল: কানাডার নোভা স্কটিয়া ৷ আততায়ীর বন্দুক হামলায় নিহত কমপক্ষে 16 জন ৷ উত্তর হালিফ্যাক্স থেকে প্রায় 130 কিলোমিটার দূরে পোর্টাপিক এলাকায় বন্দুকবাজ হামলা চালায় ৷ পুলিশ সূত্রের খবর, 51 বছর বয়সি গ্যাব্রিয়েল ওর্থম্যান নামে এক ব্যক্তি এই নির্মম হত্যালীলা চালায় ৷ পুলিশের পোশাক পরে, নিজের গাড়ি পুলিশের মতো রঙ করে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটায় গ্যাব্রিয়েল৷ পরে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে ওই আততায়ীর৷

পুলিশের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে৷ এমন বন্দুক হামলা কানাডার ইতিহাসে এর আগে ঘটেনি বলেই জানান এক পুলিশ আধিকারিক ৷

ঘটনার সূত্রপাত শনিবার গভীর রাতে ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, ওই এলাকার একটি বাড়ি থেকে গুলি চালানোর অভিযোগ আসে৷ ঘটনাস্থানে পুলিশ পৌঁছালে, বাড়ির সামনে ও ভিতরে বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়৷ এরপরেই একের পর এক মৃতদেহ উদ্ধার করে পুলিশ৷ আততায়ীর খোঁজে এলাকায় তল্লাশি শুরু করা হয়৷

পুলিশের এক আধিকারিক জানান, "পরিস্থিতি ক্রমেই খারাপ হতে থাকে৷ চরম বিশৃঙ্খলার সৃষ্টি শুরু হয় এলাকায়৷" আততায়ীর খোঁজে তল্লাশি শুরু করা হয়৷ এলাকার বাসিন্দাদের ঘরের ভিতরে থাকার নির্দেশও দেওয়া হয়৷ অবশেষে, উত্তর হালিফ্যাক্স থেকে প্রায় 35 কিলোমিটার দূরে এক গ্যাস স্টেশনের কাছে পুলিশের হাতে নিহত হয় ওই আততায়ী৷

তবে, এই বন্দুক হামলার পিছনে কি উদ্দেশ্য ছিল সে বিষয়ে এখনও কিছু জানা যায় নি৷

ওট্টাওয়া, 20 এপ্রিল: কানাডার নোভা স্কটিয়া ৷ আততায়ীর বন্দুক হামলায় নিহত কমপক্ষে 16 জন ৷ উত্তর হালিফ্যাক্স থেকে প্রায় 130 কিলোমিটার দূরে পোর্টাপিক এলাকায় বন্দুকবাজ হামলা চালায় ৷ পুলিশ সূত্রের খবর, 51 বছর বয়সি গ্যাব্রিয়েল ওর্থম্যান নামে এক ব্যক্তি এই নির্মম হত্যালীলা চালায় ৷ পুলিশের পোশাক পরে, নিজের গাড়ি পুলিশের মতো রঙ করে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটায় গ্যাব্রিয়েল৷ পরে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে ওই আততায়ীর৷

পুলিশের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে৷ এমন বন্দুক হামলা কানাডার ইতিহাসে এর আগে ঘটেনি বলেই জানান এক পুলিশ আধিকারিক ৷

ঘটনার সূত্রপাত শনিবার গভীর রাতে ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, ওই এলাকার একটি বাড়ি থেকে গুলি চালানোর অভিযোগ আসে৷ ঘটনাস্থানে পুলিশ পৌঁছালে, বাড়ির সামনে ও ভিতরে বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়৷ এরপরেই একের পর এক মৃতদেহ উদ্ধার করে পুলিশ৷ আততায়ীর খোঁজে এলাকায় তল্লাশি শুরু করা হয়৷

পুলিশের এক আধিকারিক জানান, "পরিস্থিতি ক্রমেই খারাপ হতে থাকে৷ চরম বিশৃঙ্খলার সৃষ্টি শুরু হয় এলাকায়৷" আততায়ীর খোঁজে তল্লাশি শুরু করা হয়৷ এলাকার বাসিন্দাদের ঘরের ভিতরে থাকার নির্দেশও দেওয়া হয়৷ অবশেষে, উত্তর হালিফ্যাক্স থেকে প্রায় 35 কিলোমিটার দূরে এক গ্যাস স্টেশনের কাছে পুলিশের হাতে নিহত হয় ওই আততায়ী৷

তবে, এই বন্দুক হামলার পিছনে কি উদ্দেশ্য ছিল সে বিষয়ে এখনও কিছু জানা যায় নি৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.