ETV Bharat / international

ইজরায়েল-প্যালেস্তাইনের যুদ্ধবিরতিকে স্বাগত জানাল বিশ্ব - ইজরায়েল-প্যালেস্তাইন

যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইজরায়েল ও প্যালেস্তাইন ৷ তাদের সেই সিদ্ধান্তকে স্বাগত জানাল আন্তর্জাতিক মহল ৷ রাষ্ট্রসংঘ থেকে শুরু করে আমেরিকা, ব্রিটেন - সবাই এই যুদ্ধবিরতি বজায় রাখার উপর জোর দিয়েছেন ৷

world-leaders-welcome-ceasefire-between-israel and palestine
ইজরায়েল-প্যালেস্তাইনের যুদ্ধবিরতিকে স্বাগত জানাল বিশ্ব
author img

By

Published : May 21, 2021, 4:12 PM IST

নয়াদিল্লি, 21 মে: ইজরায়েল ও প্যালেস্তাইনের যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানাল গোটা বিশ্ব ৷ 10 দিনের ধ্বংসলীলা চালানোর পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চাপে ও মিশরের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধে রাজি হয় দু পক্ষ ৷ এ ক'দিনে একে-অপরের বিরুদ্ধে কয়েক হাজার রকেট বর্ষণ করেছে তারা ৷ ধুলিসাত্ হয়ে গিয়েছে বহু বহুতল ৷ প্রাণ গিয়েছে বহু মানুষের ৷

জানা গিয়েছে, প্যালেস্তাইনের অন্তত 217 জন এবং ইজরায়েলের 12 জনের মৃত্যু হয়েছে ৷ ইজরায়েল ও প্যালেস্তাউনের যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল আন্তোনিয়ো গুতেরেস বলেছেন, "11 দিন ধরে চলা মারণাত্মক অচলাবস্থার পর ইজরায়েল ও গাজা যুদ্ধবিরতি ঘোষণা করায় তাদের স্বাগত জানাচ্ছি ৷"

আরও পড়ুন: প্রেসিডেন্ট বাইডেনের চাপে, মিশরের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধে রাজি ইজরায়েল-হামাস

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, "গাজার মানুষকে মানবিক সাহায্য দিতে এবং গাজা পুনর্নির্মাণে সহযোগিতা করতে রাষ্ট্রসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক স্টেকহোল্ডারদের সঙ্গে প্রতিনিয়ত কাজ করে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ৷" এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল ৷ এই যুদ্ধবিরতি যাতে বজায় থাকে তা নিশ্চিত করতে যাবতীয় প্রচেষ্টা চালানো উচিত বলে জানিয়েছেন ব্রিটেনের বিদেশসচিব ডোমিনিক রাব ৷

স্থানীয় সময় রাত দুটোয় (2300 জিএমটি, বৃহস্পতিবার) হামাস গোষ্ঠী এই আক্রমণ বন্ধ করার কথা নিশ্চিত করে ৷ ইজরায়েলের নেতানইয়াহু সরকারও গাজায় আক্রমণ বন্ধে রাজি হয় ৷ ঘটনার সূত্রপাত হয়েছিল চিরাচরিত জেরুজালেমের অধিকার নিয়ে ৷

নয়াদিল্লি, 21 মে: ইজরায়েল ও প্যালেস্তাইনের যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানাল গোটা বিশ্ব ৷ 10 দিনের ধ্বংসলীলা চালানোর পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চাপে ও মিশরের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধে রাজি হয় দু পক্ষ ৷ এ ক'দিনে একে-অপরের বিরুদ্ধে কয়েক হাজার রকেট বর্ষণ করেছে তারা ৷ ধুলিসাত্ হয়ে গিয়েছে বহু বহুতল ৷ প্রাণ গিয়েছে বহু মানুষের ৷

জানা গিয়েছে, প্যালেস্তাইনের অন্তত 217 জন এবং ইজরায়েলের 12 জনের মৃত্যু হয়েছে ৷ ইজরায়েল ও প্যালেস্তাউনের যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল আন্তোনিয়ো গুতেরেস বলেছেন, "11 দিন ধরে চলা মারণাত্মক অচলাবস্থার পর ইজরায়েল ও গাজা যুদ্ধবিরতি ঘোষণা করায় তাদের স্বাগত জানাচ্ছি ৷"

আরও পড়ুন: প্রেসিডেন্ট বাইডেনের চাপে, মিশরের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধে রাজি ইজরায়েল-হামাস

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, "গাজার মানুষকে মানবিক সাহায্য দিতে এবং গাজা পুনর্নির্মাণে সহযোগিতা করতে রাষ্ট্রসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক স্টেকহোল্ডারদের সঙ্গে প্রতিনিয়ত কাজ করে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ৷" এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল ৷ এই যুদ্ধবিরতি যাতে বজায় থাকে তা নিশ্চিত করতে যাবতীয় প্রচেষ্টা চালানো উচিত বলে জানিয়েছেন ব্রিটেনের বিদেশসচিব ডোমিনিক রাব ৷

স্থানীয় সময় রাত দুটোয় (2300 জিএমটি, বৃহস্পতিবার) হামাস গোষ্ঠী এই আক্রমণ বন্ধ করার কথা নিশ্চিত করে ৷ ইজরায়েলের নেতানইয়াহু সরকারও গাজায় আক্রমণ বন্ধে রাজি হয় ৷ ঘটনার সূত্রপাত হয়েছিল চিরাচরিত জেরুজালেমের অধিকার নিয়ে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.