ETV Bharat / international

অক্টোবর বা নভেম্বরের মধ্যে যুদ্ধ, মন্তব্য পাকিস্তানের বিতর্কিত মন্ত্রীর

অক্টোবর বা নভেম্বরের মধ্যে যুদ্ধ বাধতে চলেছে ভারত ও পাকিস্তানের মধ্যে । এমনটাই মন্তব্য করেছেন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ ।

অক্টোবর বা নভেম্বরের মধ্যে যুদ্ধ, মন্তব্য পাকিস্তানের বিতর্কিত মন্ত্রীর
author img

By

Published : Aug 28, 2019, 7:35 PM IST

ইসলামাবাদ, 28 অগাস্ট : অক্টোবর বা নভেম্বরের মধ্যে যুদ্ধ বাধতে চলেছে ভারত ও পাকিস্তানের মধ্যে । এমনটাই মন্তব্য করেছেন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ । পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে এ খবর জানা গেছে । রাওয়ালপিন্ডিতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এ কথা বলেন শেখ রশিদ আহমেদ ।

কাশ্মীর ইশুতে রাষ্ট্রসংঘকে কাঠগড়ায় তুলে রশিদ খান বলেন, "কাশ্মীরের সমস্য মেটাতে সচেষ্ট নয় রাষ্ট্রসংঘ । তারা চাইলে এতদিনে কাশ্মীরে গণভোটের আয়োজন করত । সময় এসেছে কাশ্মীরে শেষ স্বাধীনতা সংগ্রামের । শীঘ্রই কাশ্মীর সফরে যাব ।" উল্লেখ্য, রশিদ খান তাঁর বিভিন্ন মন্তব্যের জন্য এর আগে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন । বালাকোট অভিযানের পর তিনি বলেছিলেন, "পাকিস্তান পালটা জবাব দিলে ভারতে কোনও কাক ডাকবে না । মন্দিরে ঘণ্টা বাজবে না । " সম্প্রতি লন্ডনে তিনি এক অনুষ্ঠানে গেলে সেখানে তাঁর উপর হামলা চালায় পাকিস্তান পিপলস পার্টির লোকজন ।

এদিকে আগামীকাল পাকিস্তানের করাচির পাশে সোনিমানি ফায়ারিং রেঞ্জ থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হবে । এই কারণে পাকিস্তান সরকার আগামীকাল সে দেশের আকাশসীমায় চলাচলের ক্ষেত্রে সতর্কতামূলক নির্দেশিকা জারি করেছে ।

প্রসঙ্গত, সদ্যসমাপ্ত G-৭ বৈঠক চলাকালীন নরেন্দ্র মোদির পাশে বসে ভারতের সঙ্গে একসুরে কথা বলতে শোনা যায় অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে । যার জেরে কাশ্মীর ইশুতে আন্তর্জাতিক মঞ্চে ফের ধাক্কা খায় পাকিস্তান । এরপর হোয়াইট হাউজ়ের সমর্থন ছাড়াই পাকিস্তান যে কোনও পদক্ষেপ নিতে পারে বলেছিল ইমরান খান ।

ইসলামাবাদ, 28 অগাস্ট : অক্টোবর বা নভেম্বরের মধ্যে যুদ্ধ বাধতে চলেছে ভারত ও পাকিস্তানের মধ্যে । এমনটাই মন্তব্য করেছেন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ । পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে এ খবর জানা গেছে । রাওয়ালপিন্ডিতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এ কথা বলেন শেখ রশিদ আহমেদ ।

কাশ্মীর ইশুতে রাষ্ট্রসংঘকে কাঠগড়ায় তুলে রশিদ খান বলেন, "কাশ্মীরের সমস্য মেটাতে সচেষ্ট নয় রাষ্ট্রসংঘ । তারা চাইলে এতদিনে কাশ্মীরে গণভোটের আয়োজন করত । সময় এসেছে কাশ্মীরে শেষ স্বাধীনতা সংগ্রামের । শীঘ্রই কাশ্মীর সফরে যাব ।" উল্লেখ্য, রশিদ খান তাঁর বিভিন্ন মন্তব্যের জন্য এর আগে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন । বালাকোট অভিযানের পর তিনি বলেছিলেন, "পাকিস্তান পালটা জবাব দিলে ভারতে কোনও কাক ডাকবে না । মন্দিরে ঘণ্টা বাজবে না । " সম্প্রতি লন্ডনে তিনি এক অনুষ্ঠানে গেলে সেখানে তাঁর উপর হামলা চালায় পাকিস্তান পিপলস পার্টির লোকজন ।

এদিকে আগামীকাল পাকিস্তানের করাচির পাশে সোনিমানি ফায়ারিং রেঞ্জ থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হবে । এই কারণে পাকিস্তান সরকার আগামীকাল সে দেশের আকাশসীমায় চলাচলের ক্ষেত্রে সতর্কতামূলক নির্দেশিকা জারি করেছে ।

প্রসঙ্গত, সদ্যসমাপ্ত G-৭ বৈঠক চলাকালীন নরেন্দ্র মোদির পাশে বসে ভারতের সঙ্গে একসুরে কথা বলতে শোনা যায় অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে । যার জেরে কাশ্মীর ইশুতে আন্তর্জাতিক মঞ্চে ফের ধাক্কা খায় পাকিস্তান । এরপর হোয়াইট হাউজ়ের সমর্থন ছাড়াই পাকিস্তান যে কোনও পদক্ষেপ নিতে পারে বলেছিল ইমরান খান ।

Mumbai, Aug 28 (ANI): Maharashtra MLAs staged protest outside government's guest house in Mumbai on August 28. They held the protest over denial of their entry in the cabinet meeting. Police came in to calm down the rebel MLAs. This happened for the first time that MLAs have been denied this way from Maharashtra Assembly.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.