ETV Bharat / international

আক্রান্তের সংস্পর্শে, সংক্রমণের সম্ভাবনা পোপ ফ্রান্সিসের

author img

By

Published : Oct 23, 2020, 10:03 PM IST

ওই ডিপ্লোম্য়াট সেলফ কোয়ারেনটাইনে থাকার 10 দিন পর তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে ৷ অস্ট্রেলিয়া সরকারের তরফে বিজ্ঞপ্তিতে এমনই জানানো হয়েছে ৷

pope-met-covid-19-infected-bishop-at-vatican
কোভিড সংক্রমণের সম্ভাবনা রয়েছে পোপ ফ্রান্সিসের!

ক্যানবেরা, 23 অক্টোবর : পোপ ফ্রান্সিসের COVID-19 এ সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ এমনই জানানো হয়েছে অস্ট্রেলিয়ার সরকারের তরফে ৷ অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমে শুক্রবার বলা হয়েছে, 6 অক্টোবর অস্ট্রেলিায় আর্চবিশপ অ্য়াডলফ টিটো ইলানা যিনি হলি সি-র রাষ্ট্রদূত হিসেবে ভাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ৷ কয়েকদিন আগেই তাঁর COVID টেস্টের রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷

অস্ট্রেলিয় অথরিটির তরফে জানানো হয়েছে, ওই ডিপ্লোম্য়াট 9 অক্টোবর সিডনি ফেরেন ৷ এরপরই তাঁর কোরোনা পরীক্ষা করানো হয় ৷ ওই ডিপ্লোম্য়াট সেলফ কোয়ারেনটাইনে থাকার 10 দিন পর তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে ৷ অস্ট্রেলিয়া সরকারের তরফে বিজ্ঞপ্তিতে এমনই জানানো হয়েছে ৷ তবে, ওই ডিপ্লোম্যাটকে যে দু’জন সিডনি থেকে ক্য়ানবেরায় তিনশো কিলোমিটার গাড়ি চালিয়ে নিয়ে এসেছিলেন তাঁদের সংক্রমণের সম্ভাবনা আর নেই বলে জানা গিয়েছে ৷

অস্ট্রেলিয়ার স্বাস্থ্য় দপ্তরের তরফে শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, সম্ভাব্য় সকল আন্তর্জাতিক দেশগুলিকে এ সম্পর্কে অবহিত করা হয়েছে ৷ তবে, পোপের সংক্রমণ হওয়ার আশঙ্কার বিষয়ে ভাটিকান সিটির তরফে কোনও প্রতিক্রিয়া এখনও দেওয়া হয়নি ৷

ক্যানবেরা, 23 অক্টোবর : পোপ ফ্রান্সিসের COVID-19 এ সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ এমনই জানানো হয়েছে অস্ট্রেলিয়ার সরকারের তরফে ৷ অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমে শুক্রবার বলা হয়েছে, 6 অক্টোবর অস্ট্রেলিায় আর্চবিশপ অ্য়াডলফ টিটো ইলানা যিনি হলি সি-র রাষ্ট্রদূত হিসেবে ভাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ৷ কয়েকদিন আগেই তাঁর COVID টেস্টের রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷

অস্ট্রেলিয় অথরিটির তরফে জানানো হয়েছে, ওই ডিপ্লোম্য়াট 9 অক্টোবর সিডনি ফেরেন ৷ এরপরই তাঁর কোরোনা পরীক্ষা করানো হয় ৷ ওই ডিপ্লোম্য়াট সেলফ কোয়ারেনটাইনে থাকার 10 দিন পর তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে ৷ অস্ট্রেলিয়া সরকারের তরফে বিজ্ঞপ্তিতে এমনই জানানো হয়েছে ৷ তবে, ওই ডিপ্লোম্যাটকে যে দু’জন সিডনি থেকে ক্য়ানবেরায় তিনশো কিলোমিটার গাড়ি চালিয়ে নিয়ে এসেছিলেন তাঁদের সংক্রমণের সম্ভাবনা আর নেই বলে জানা গিয়েছে ৷

অস্ট্রেলিয়ার স্বাস্থ্য় দপ্তরের তরফে শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, সম্ভাব্য় সকল আন্তর্জাতিক দেশগুলিকে এ সম্পর্কে অবহিত করা হয়েছে ৷ তবে, পোপের সংক্রমণ হওয়ার আশঙ্কার বিষয়ে ভাটিকান সিটির তরফে কোনও প্রতিক্রিয়া এখনও দেওয়া হয়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.