পেশোয়ার, 21 মে: এক ব্যক্তিকে চুম্বন করার "অপরাধে" চাচাতো দুই বোনকে খুনের অভিযোগ উঠল এক পাকিস্তানির বিরুদ্ধে । অভিযুক্তের নাম মোহম্মদ আসলাম । উত্তর ওয়াজিরিস্তানে তথা উপজাতি অঞ্চলে ঘটে ঘটনাটি । এই এলাকা কয়েক বছর আগে পর্যন্ত তালিবানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল ।
কয়েক বছর আগের একটি ভিডিয়ো গত সপ্তাহে ভাইরাল হয় । ভিডিয়োটিতে দেখা গেছে, এক ব্যক্তি দুই বোনকে চুম্বন করছেন । আর এই ঘটনায় পরিবারের সম্মানহানি হয়েছে বলে দাবি করা হয়েছে আসলমের পরিবারের তরফে । এতেই রেগে গিয়ে দুই বোনকে সে খুন করেছে বলে অভিযোগ ।
উত্তর ওয়াজিরিস্তানের ডিসট্রিক্ট পুলিশ চিফ শফিউল্লাহ গন্দাপুর জানিয়েছেন, ঘটনায় অভিযুক্তকে পাঁচদিন আগে গ্রেপ্তার করা হয়েছে । গত সপ্তাহে সে তার বোনদের নৃশংসভাবে খুন করে । এরপর থেকে পলাতক ছিল ।
ওই দুই বোনকে যে ব্যক্তি চুম্বন করেছিলেন তাঁকেও গ্রেপ্তার করা হয়েছে । পুলিশ আধিকারিক জানিয়েছেন, ওই দুই কিশোরীর বাবা-মা-ভাইকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে । পাকিস্তানে প্রকাশ্যে চুম্বন আইনত স্বীকৃত নয় ।