ETV Bharat / international

ভারতসহ গুগল ও আন্তর্জাতিক স্তরে সংশোধিত মানচিত্র পাঠাতে চলেছে নেপাল

ভারত, গুগল ও আন্তর্জাতিক স্তরে সংশোধিত মানচিত্র পাঠাতে চলেছে নেপাল ৷ চলতি মাসের মাঝামাঝি সময়েই তাদের মানচিত্র পাঠানোর কাজ শেষ হবে বলে জানা গেছে ৷

Nepal to send updated map to India
ভারতসহ গুগল ও আন্তর্জাতিক স্তরে সংশোধিত মানচিত্র পাঠাতে চলেছে নেপাল
author img

By

Published : Aug 2, 2020, 1:21 PM IST

কাঠমান্ডু, 2 অগাস্ট : ভারত , গুগল ও রাষ্ট্রসংঘকে দেশের সংশোধিত মানচিত্র পাঠাতে চলেছে নেপাল ৷ সেদেশের এক মন্ত্রী জানিয়েছেন, চলতি মাসের মাঝামাঝি দেশের ম্যাপ পাঠাবেন তাঁরা ৷ সেই সংশোধিত মানচিত্রে থাকবে ভারতের ভূখন্ডের অংশ লিম্পিয়াধুরা, লিপুলেখা ও কালাপানি ৷

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সেদেশের জমি - সম্পত্তি বিষয়ক মন্ত্রী পদ্ম আরয়াল জানিয়েছেন, " আমরা সংশোধিত মানচিত্রটি রাষ্ট্রসংঘ ও ভারতসহ সমগ্র আন্তর্জাতিক কমিউনিটিতে পাঠাবো ৷ সেই মানচিত্রে কালাপানি, লিপুলেখা ও লিম্পিয়াধুরাকেও স্থান দেওয়া হয়েছে ৷ চলতি মাসের মাঝামাঝিই এই মানচিত্র পাঠানোর কাজ শেষ হবে ৷ " নেপালের পরিমাপ বিভাগকে নতুন সংশোধিত মানচিত্রের ইংরেজিতে 8 হাজার কপি তৈরি করে আন্তর্জাতিক স্তরে পাঠাতে বলা হয়েছে ৷ পরিমাপ বিভাগ নতুন মানচিত্রের 25 হাজারটি কপি বানিয়েছে ৷ যা গোটা দেশে বিতরণ করা হয়েছে ৷ নেপালের সমস্ত প্রদেশে ও অফিসগুলিতে এই মানচিত্রগুলি বিনামূল্যে দেওয়া হয়েছে ৷ সেখান থেকে মানুষরা 50 টাকাতেই কিনতে পারবেন সেই মানচিত্র ৷

গত 20 মে দেশের নতুন সংশোধিত মানচিত্র প্রকাশ করে নেপাল সরকার ৷ সেই মানচিত্রে ভারতীয় ভূখন্ডের লিম্পিয়াধুরা, লিপুলেখা ও কালাপানিকেও অন্তর্ভুক্ত করে তারা ৷ ভারত সরকার এবিষয়ে বলে, নেপালের এই পদক্ষেপ একতরফা ৷ ইতিহাস ও প্রমাণের ভিত্তিতে নয় সেদেশের সরকারের এই পদক্ষেপ ৷ এই কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক বোঝাপড়া খারাপ হবে ৷ এই কৃত্রিমভাবে নেপালের ভূখন্ডের সম্প্রসারণ দাবি করাকে ভারত মেনে নেবে না ৷

কাঠমান্ডু, 2 অগাস্ট : ভারত , গুগল ও রাষ্ট্রসংঘকে দেশের সংশোধিত মানচিত্র পাঠাতে চলেছে নেপাল ৷ সেদেশের এক মন্ত্রী জানিয়েছেন, চলতি মাসের মাঝামাঝি দেশের ম্যাপ পাঠাবেন তাঁরা ৷ সেই সংশোধিত মানচিত্রে থাকবে ভারতের ভূখন্ডের অংশ লিম্পিয়াধুরা, লিপুলেখা ও কালাপানি ৷

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সেদেশের জমি - সম্পত্তি বিষয়ক মন্ত্রী পদ্ম আরয়াল জানিয়েছেন, " আমরা সংশোধিত মানচিত্রটি রাষ্ট্রসংঘ ও ভারতসহ সমগ্র আন্তর্জাতিক কমিউনিটিতে পাঠাবো ৷ সেই মানচিত্রে কালাপানি, লিপুলেখা ও লিম্পিয়াধুরাকেও স্থান দেওয়া হয়েছে ৷ চলতি মাসের মাঝামাঝিই এই মানচিত্র পাঠানোর কাজ শেষ হবে ৷ " নেপালের পরিমাপ বিভাগকে নতুন সংশোধিত মানচিত্রের ইংরেজিতে 8 হাজার কপি তৈরি করে আন্তর্জাতিক স্তরে পাঠাতে বলা হয়েছে ৷ পরিমাপ বিভাগ নতুন মানচিত্রের 25 হাজারটি কপি বানিয়েছে ৷ যা গোটা দেশে বিতরণ করা হয়েছে ৷ নেপালের সমস্ত প্রদেশে ও অফিসগুলিতে এই মানচিত্রগুলি বিনামূল্যে দেওয়া হয়েছে ৷ সেখান থেকে মানুষরা 50 টাকাতেই কিনতে পারবেন সেই মানচিত্র ৷

গত 20 মে দেশের নতুন সংশোধিত মানচিত্র প্রকাশ করে নেপাল সরকার ৷ সেই মানচিত্রে ভারতীয় ভূখন্ডের লিম্পিয়াধুরা, লিপুলেখা ও কালাপানিকেও অন্তর্ভুক্ত করে তারা ৷ ভারত সরকার এবিষয়ে বলে, নেপালের এই পদক্ষেপ একতরফা ৷ ইতিহাস ও প্রমাণের ভিত্তিতে নয় সেদেশের সরকারের এই পদক্ষেপ ৷ এই কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক বোঝাপড়া খারাপ হবে ৷ এই কৃত্রিমভাবে নেপালের ভূখন্ডের সম্প্রসারণ দাবি করাকে ভারত মেনে নেবে না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.