নেপিদও, 2 জুলাই : উত্তর মায়ানমারের খনিতে ধসের জেরে মৃত্যু হল প্রায় 162 জনের ৷ গতকালই উত্তর মায়ানমারের ফাকান্টে জেড খনিতে ভয়াবহ ধস নামে ৷
দুর্ঘটনার পর মায়ানমারের দমকল বিভাগের তরফে সোশাল মিডিয়ায় জানানো হয়, ভারী বৃষ্টির কারণে খনিতে ধস নামে এবং বহু শ্রমিক খনির তলায় চাপা পড়ে যান ৷ আজ দুর্ঘটনার 12 ঘণ্টা পর মোট 162টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে দমকলের তরফে জানানো হয় ৷
মায়ানমারের এই এলাকায় প্রায়ই ধস নামে ৷ তবে গত কয়েক বছরের ধসের ঘটনাগুলির মধ্যে এটিই সবথেকে ভয়াবহ ৷ অনেকেরই অভিযোগ, ওই খনিটি বিপজ্জনক অবস্থায় ছিল ৷ তারপরও সরকারের তরফে কোনও ব্যবস্থা না নেওয়ার ফলেই এই দুর্ঘটনাটি ঘটে ৷