ETV Bharat / international

ভারতীয় সেনার বিরুদ্ধে লড়তে কাশ্মীরিদের প্রশিক্ষণ দিয়েছে পাকিস্তান : মুশারফ - প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ় মোশারফ

ভারতীয় সেনার বিরুদ্ধে লড়াই করার জন্য কাশ্মীরিদের পাকিস্তানে প্রশিক্ষণ দেওয়া হয় । এক সাক্ষাৎকারে বললেন পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ় মুশারফ ।

ছবি
author img

By

Published : Nov 14, 2019, 2:34 PM IST

Updated : Nov 14, 2019, 3:18 PM IST

ইসালামাবাদ, 14 নভেম্বর : ভারতীয় সেনার বিরুদ্ধে লড়াই করার জন্য কাশ্মীরিদের পাকিস্তানে প্রশিক্ষণ দেওয়া হয় । এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ় মুশারফ ।

তিনি বলেন, "সন্ত্রাসবাদীরা পাকিস্তানের হিরো । জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনার বিরুদ্ধে লড়াই করার জন্য কাশ্মীরিদের পাকিস্তানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে । লাদেনও পাকিস্তানের হিরো ছিলেন ।" পাশাপাশি আয়মান অল-জ়ওয়াহিরি ও জালালউদ্দিন হক্কানিকেও হিরোর আখ্যা দেন মুশারফ।

গতকাল পাকিস্তানের রাজনীতিবিদ ফারাতুল্লাহ বাবর তাঁর টুইট অ্যাকাউন্টে একটি সাক্ষাৎকারের ভিডিয়ো শেয়ার করেছেন । যেখানে পারভেজ় মুশারফকে এই মন্তব্য করতে শোনা গেছে । মুশারফ বলছেন, "কাশ্মীরিরা পাকিস্তানে এলে তাদের বীরের মতো আপ্যায়ন করা হয় । আমরা তাদের প্রশিক্ষণ দিই এবং সম্পূর্ণভাবে সমর্থন করি । এই মুজাহিদিনরাই ভারতীয় সেনার বিরুদ্ধে লড়াই করবে । জিহাদিরা আমাদের হিরো ।"

  • Gen Musharraf blurts that militants were nurtured and touted as 'heroes' to fight in Kashmir. If it resulted in destruction of two generations of Pashtuns it didn't matter. Is it wrong to demand Truth Commission to find who devised self serving policies that destroyed Pashtuns? https://t.co/5Q2LOvl3yb

    — Farhatullah Babar (@FarhatullahB) November 13, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুশারফ আরও বলেন, "1979 সালে পাকিস্তানের স্বার্থে আফগানিস্তানে ধর্মীয় সন্ত্রাসবাদ শুরু করা হয় । বিশ্বের নানা প্রান্ত থেকে মুজাহিদিনদের নিয়ে এসে তাদের প্রশিক্ষণ দেওয়া হয় । তাদের অস্ত্রও সরবরাহ করা হয় । আমরা তালিবানদের প্রশিক্ষণ দিয়েছি । হক্কানি, লাদেন আমাদের হিরো ছিলেন ।
কিন্তু পরিস্থিতিতে বদল আসে । সমগ্র বিশ্ব বিষয়গুলিকে আলাদাভাবে দেখতে শুরু করে । আমাদের হিরোরা ভিলেন হয়ে যায় মানুষের চোখে ।"

ইসালামাবাদ, 14 নভেম্বর : ভারতীয় সেনার বিরুদ্ধে লড়াই করার জন্য কাশ্মীরিদের পাকিস্তানে প্রশিক্ষণ দেওয়া হয় । এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ় মুশারফ ।

তিনি বলেন, "সন্ত্রাসবাদীরা পাকিস্তানের হিরো । জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনার বিরুদ্ধে লড়াই করার জন্য কাশ্মীরিদের পাকিস্তানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে । লাদেনও পাকিস্তানের হিরো ছিলেন ।" পাশাপাশি আয়মান অল-জ়ওয়াহিরি ও জালালউদ্দিন হক্কানিকেও হিরোর আখ্যা দেন মুশারফ।

গতকাল পাকিস্তানের রাজনীতিবিদ ফারাতুল্লাহ বাবর তাঁর টুইট অ্যাকাউন্টে একটি সাক্ষাৎকারের ভিডিয়ো শেয়ার করেছেন । যেখানে পারভেজ় মুশারফকে এই মন্তব্য করতে শোনা গেছে । মুশারফ বলছেন, "কাশ্মীরিরা পাকিস্তানে এলে তাদের বীরের মতো আপ্যায়ন করা হয় । আমরা তাদের প্রশিক্ষণ দিই এবং সম্পূর্ণভাবে সমর্থন করি । এই মুজাহিদিনরাই ভারতীয় সেনার বিরুদ্ধে লড়াই করবে । জিহাদিরা আমাদের হিরো ।"

  • Gen Musharraf blurts that militants were nurtured and touted as 'heroes' to fight in Kashmir. If it resulted in destruction of two generations of Pashtuns it didn't matter. Is it wrong to demand Truth Commission to find who devised self serving policies that destroyed Pashtuns? https://t.co/5Q2LOvl3yb

    — Farhatullah Babar (@FarhatullahB) November 13, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুশারফ আরও বলেন, "1979 সালে পাকিস্তানের স্বার্থে আফগানিস্তানে ধর্মীয় সন্ত্রাসবাদ শুরু করা হয় । বিশ্বের নানা প্রান্ত থেকে মুজাহিদিনদের নিয়ে এসে তাদের প্রশিক্ষণ দেওয়া হয় । তাদের অস্ত্রও সরবরাহ করা হয় । আমরা তালিবানদের প্রশিক্ষণ দিয়েছি । হক্কানি, লাদেন আমাদের হিরো ছিলেন ।
কিন্তু পরিস্থিতিতে বদল আসে । সমগ্র বিশ্ব বিষয়গুলিকে আলাদাভাবে দেখতে শুরু করে । আমাদের হিরোরা ভিলেন হয়ে যায় মানুষের চোখে ।"

New Delhi, Nov 14 (ANI): BJP leader Vijay Goel once again staged protest against 'odd-even scheme' on Nov 14. He was accompanied by other party workers and they held placards against Chief Minister Arvind Kejriwal. To curb air pollution, Chief Minister Arvind Kejriwal-led government in Delhi has announced implementation of odd-even scheme from Nov 04-15. He also said that the scheme's duration could be stretched if required.
Last Updated : Nov 14, 2019, 3:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.