ETV Bharat / international

১৫ বছরে বিশ্বের শীর্ষ ৩ অর্থনীতির দেশ হওয়া লক্ষ্য : মোদি

১৫ বছরে বিশ্বের শীর্ষ ৩ অর্থনীতির দেশ হওয়া লক্ষ্য ভারতের। সিওলে বসবাসকারী ভারতীয়দের একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নরেন্দ্র মোদি
author img

By

Published : Feb 22, 2019, 2:55 AM IST

সিওল, ২২ ফেব্রুয়ারি : "ভারত শীঘ্রই ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার পথে চলেছে। আগামী ১৫ বছরে বিশ্বের শীর্ষ তিনটি অর্থনীতি দেশের মধ্যে ভারত থাকবে বলে আশা করছি।" গতকাল দক্ষিণ কোরিয়ার সিওলে একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সিওলে বসবাসকারী ভারতীয়দের একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের নানা পদক্ষেপ নিয়ে কথা বলেন। ভারতকে দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতি উল্লেখ করে মোদি বলেন, "আমাদের লক্ষ্য আগামী ১৫ বছরে বিশ্বের শীর্ষ তিনটি অর্থনীতির মধ্যে হওয়া।" তিনি আরও বলেন, "আমি যখন প্রধানমন্ত্রী হই তখন বিশ্বের ১১তম অর্থনীতি ছিল ভারত। এখন ষষ্ঠস্থানে রয়েছে। ওইদিন বেশি দূরে নেই যখন আমাদের দেশ প্রথম পাঁচের মধ্যে থাকবে। যদিও আমাদের লক্ষ্য তৃতীয়স্থানে আসা।" তিনি আরও বলেন, "বসবাসের জন্য ও ব্যবসার জন্য দেশকে আরও উপযুক্ত করতে গত সাড়ে ৪ বছরে অনেক পদক্ষেপ নিয়েছি আমরা। সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতির উন্নতিতে আমরা আরও কাজ করব।"

২ দিনের সফরে গতকাল সকালেই দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী। আজ দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি মুন জায় ইনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদি। কোরিয়া অঞ্চলে পারমাণবিক নিরস্ত্রীকরণ সহ বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা করবেন দুই রাষ্ট্রনেতা।

undefined

সিওল, ২২ ফেব্রুয়ারি : "ভারত শীঘ্রই ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার পথে চলেছে। আগামী ১৫ বছরে বিশ্বের শীর্ষ তিনটি অর্থনীতি দেশের মধ্যে ভারত থাকবে বলে আশা করছি।" গতকাল দক্ষিণ কোরিয়ার সিওলে একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সিওলে বসবাসকারী ভারতীয়দের একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের নানা পদক্ষেপ নিয়ে কথা বলেন। ভারতকে দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতি উল্লেখ করে মোদি বলেন, "আমাদের লক্ষ্য আগামী ১৫ বছরে বিশ্বের শীর্ষ তিনটি অর্থনীতির মধ্যে হওয়া।" তিনি আরও বলেন, "আমি যখন প্রধানমন্ত্রী হই তখন বিশ্বের ১১তম অর্থনীতি ছিল ভারত। এখন ষষ্ঠস্থানে রয়েছে। ওইদিন বেশি দূরে নেই যখন আমাদের দেশ প্রথম পাঁচের মধ্যে থাকবে। যদিও আমাদের লক্ষ্য তৃতীয়স্থানে আসা।" তিনি আরও বলেন, "বসবাসের জন্য ও ব্যবসার জন্য দেশকে আরও উপযুক্ত করতে গত সাড়ে ৪ বছরে অনেক পদক্ষেপ নিয়েছি আমরা। সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতির উন্নতিতে আমরা আরও কাজ করব।"

২ দিনের সফরে গতকাল সকালেই দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী। আজ দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি মুন জায় ইনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদি। কোরিয়া অঞ্চলে পারমাণবিক নিরস্ত্রীকরণ সহ বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা করবেন দুই রাষ্ট্রনেতা।

undefined
AP Video Delivery Log - 1800 GMT Horizons
Thursday, 21 February, 2019
Here is a roundup of Associated Press video content which has been sent to customers in the last 24 hours. These items are available to access now on Media Port and Video Hub. Please note, customers will receive stories only if subscribed to the relevant product.
AP-APTN-1232: HZ UK Sepsis No access by BBC, ITN (Including Channel 4 And 5), Al Jazeera, Bloomberg 4197216
Early test for sepsis could save lives
AP-APTN-1222: HZ US Samsung AP Clients Only 4197212
Samsung launches groundbreaking foldable phone
AP-APTN-1057: HZ Puerto Rico Climate AP Clients Only 4197197
Hurricanes create natural climate labs in Puerto Rico
AP-APTN-1010: HZ Myanmar Typewriters AP Clients Only 4196858
Typists still doing business on Myanmar streets
AP-APTN-1010: HZ Israel Moon AP Clients Only 4187213
Israeli unmanned spacecraft prepares for launch +REPLAY+
To opt-in to receive AP’s video updates (content alerts, outlooks, etc) via email, please register via http://discover.ap.org/Signup-for-APvideoalert
If you have a video coverage enquiry, please contact the Customer Desk (available 24/7) – customerdesk@ap.org
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.