বেজিং, 2 মার্চ : চিনা টেক জায়েন্ট হুয়াই তাদের নিজস্ব ব্র্যান্ডের বৈদ্যুতিন গাড়ি তৈরির পরিকল্পনা নিয়েছে এবং তাদের কয়েকটি মডেল এবছর ফুরাবার আগেই লঞ্চ হতে পারে ।
জিএসএমএরিনা জানিয়েছে, হুয়াইয়ের কনজিউমার বিজনেস গ্রুপের প্রধান রিচার্চ ইউ, যিনি স্মার্টফোন দুনিয়ায় সংস্থার অসাধারণ উত্থানের দায়িত্বে ছিলেন, তিনি বলেছেন যে এবার সময় বৈদ্যুতিন গাড়ি তৈরির, যার লক্ষ্য মাস-মার্কেট ।
ওয়াকিবহাল দুজনের কাছে জানা গিয়েছে, চিন সরকারের চাঙ্গান অটোমোবাইল ও অন্যান্য সংস্থার সঙ্গে বৈদ্যুতিন বাহন নিয়ে আলোচনা চালাচ্ছে হুয়াই ।
এছাড়াও সংস্থা কথাবার্তা চালাচ্ছে বেজিং সমর্থিত বিএআইসি গ্রুপের ব্লুপার্ক নিউ এনার্জি টেকনোলজির সঙ্গেও ।
এর পাশাপাশি, আরেকটি চিনা প্রযুক্তি সংস্থা শাওমি-ও তাদের নিজস্ব গাড়ির তৈরির কৌশলগত সিদ্ধান্ত নিতে চলেছে, কিন্তু বিশদে এখনও কিছু ভাবা হয়নি ।
প্রোজেক্ট লিডারশিপের দিক থেকে দেখলে, শাওমি-র বর্তমান সিইও লেই জুন সরাসরি এই উদ্যোগের নেতৃত্ব দেবেন ।
২০১৩ সালে লেই জুন, টেসলার সিইও ইলন মাস্কের সঙ্গে দেখা করতে দুবার আমেরিকা গিয়েছিলেন, এবং তার পর থেকেই এই ক্ষেত্রে সংস্থার আগ্রহ বেড়েছে বলে মনে করা হচ্ছে ।
ভারতের বাজারেও স্মার্ট যানবাহনের একটা চাহিদা দেখা যাচ্ছে, এবং টাটা, মহিন্দ্রা ও অন্যান্য সংস্থা তাদের বৈদ্যুতিন গাড়ি নিয়ে এসেছে ।