ETV Bharat / international

Harsh Vardhan Shringla meeting with Sheikh Hasina : রাষ্ট্রপতির সফরের আগে হাসিনার সঙ্গে বৈঠকে ভারতের বিদেশ সচিব

চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ (President Ram Nath Kovind Dhaka Visit) ৷ তার আগে বুধবার ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রিংলা (Harsh Vardhan Shringla meeting with Sheikh Hasina) ৷ কোভিন্দের সফর-সহ নানা বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয় ৷

harsh vardhan shringla meeting with sheikh hasina before president ram nath kovind visits dhaka
Harsh Vardhan Shringla meeting with Sheikh Hasina : রাষ্ট্রপতির সফরের আগে ঢাকায় হাসিনার সঙ্গে বৈঠক ভারতের বিদেশ সচিবের
author img

By

Published : Dec 8, 2021, 9:26 PM IST

ঢাকা, 8 ডিসেম্বর : ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রিংলা (Harsh Vardhan Shringla meeting with Sheikh Hasina) ৷ সূত্রের খবর, ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের আসন্ন ঢাকা সফর (President Ram Nath Kovind Dhaka Visit) নিয়ে আলোচনা করতেই এই বৈঠক ৷ উল্লেখ্য, স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে বাংলাদেশ সরকার ৷ সেই অনুষ্ঠানে যোগ দিতেই প্রতিবেশী রাষ্ট্রে অতিথি হয়ে আসছেন ভারতের রাষ্ট্রপতি ৷ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 15 ডিসেম্বর থেকে 17 ডিসেম্বর, তিনদিনের জন্য ঢাকা সফরে আসতে পারেন রামনাথ কোভিন্দ ৷

আরও পড়ুন : Foreign Secretary Visits Bangladesh: মৈত্রী দিবসে 2 দিনের বাংলাদেশ সফরে বিদেশ সচিব শ্রিংলা

রাষ্ট্রপতির সফরের আগে দু’দিনের জন্য বাংলাদেশে এসেছেন ভারতের বিদেশ সচিব ৷ সূত্রের খবর, দ্বিপাক্ষিক একাধিক ইস্যু নিয়ে বাংলাদেশের সরকারের বিভিন্ন আধিকারিক ও আমলার সঙ্গে বৈঠক রয়েছে তাঁর ৷ পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে শেখ হাসিনাকে শুভেচ্ছাবার্তাও জানিয়েছেন তিনি ৷ উল্লেখ্য, এবছরই ভারত ও বাংলাদেশ একত্রে মৈত্রী দিবস পালন করেছে ৷ এই উপলক্ষে গত সোমবার শেখ হাসিনার সঙ্গে আরও অনেক কাজ করার বার্তাও দিয়েছেন মোদি ৷

  • পররাষ্ট্র সচিব @harshvshringla প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং মৈত্রী দিবসের ৫০তম বার্ষিকীতে প্রধানমন্ত্রী @narendramodi ’র শুভেচ্ছা জানিয়েছেন। দিল্লী ও ঢাকা ছাড়াও ১৬টি দেশে সফলভাবে #MaitriDiwas এর যৌথ উদযাপনের কথা উল্লেখ করেছেন। https://t.co/q8mmVObqSI

    — India in Bangladesh (@ihcdhaka) December 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Narendra Modi Tweets on Maitri Diwas : মৈত্রী দিবসে ভারত বাংলাদেশ সম্পর্ক আরও দৃঢ় করার বার্তা মোদির

এদিন বাংলাদেশ পিএমও-র মুখপাত্র জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে এখনও সীমান্ত সংক্রান্ত বেশ কিছু সমস্যা রয়েছে ৷ আলোচনার মাধ্যমেই সেসব মিটিয়ে ফেলার বার্তা দিয়েছেন ভারতের বিদেশ সচিব ৷ তিনি জানিয়েছেন, আগামী দিনে বিএসএফ এবং বিজিবি এ নিয়ে দফায় দফায় বৈঠক করবে ৷ তবে প্রতিবেশী এই দুই রাষ্ট্র সীমান্ত সংক্রান্ত অধিকাংশ সমস্যাই যে মিটিয়ে ফেলেছে, সেটাও জানিয়েছেন হর্ষ বর্ধন শ্রিংলা ৷ প্রসঙ্গত, বুধবারের এই বৈঠকে ভারতের বিদেশ সচিব ছাড়াও উপস্থিতি ছিলেন বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত বিক্রম কুমার দোরাইস্বামী এবং বিদেশ মন্ত্রকের নীতি উপদেষ্টা অশোক মালিক-সহ অন্যরা ৷

ঢাকা, 8 ডিসেম্বর : ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রিংলা (Harsh Vardhan Shringla meeting with Sheikh Hasina) ৷ সূত্রের খবর, ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের আসন্ন ঢাকা সফর (President Ram Nath Kovind Dhaka Visit) নিয়ে আলোচনা করতেই এই বৈঠক ৷ উল্লেখ্য, স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে বাংলাদেশ সরকার ৷ সেই অনুষ্ঠানে যোগ দিতেই প্রতিবেশী রাষ্ট্রে অতিথি হয়ে আসছেন ভারতের রাষ্ট্রপতি ৷ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 15 ডিসেম্বর থেকে 17 ডিসেম্বর, তিনদিনের জন্য ঢাকা সফরে আসতে পারেন রামনাথ কোভিন্দ ৷

আরও পড়ুন : Foreign Secretary Visits Bangladesh: মৈত্রী দিবসে 2 দিনের বাংলাদেশ সফরে বিদেশ সচিব শ্রিংলা

রাষ্ট্রপতির সফরের আগে দু’দিনের জন্য বাংলাদেশে এসেছেন ভারতের বিদেশ সচিব ৷ সূত্রের খবর, দ্বিপাক্ষিক একাধিক ইস্যু নিয়ে বাংলাদেশের সরকারের বিভিন্ন আধিকারিক ও আমলার সঙ্গে বৈঠক রয়েছে তাঁর ৷ পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে শেখ হাসিনাকে শুভেচ্ছাবার্তাও জানিয়েছেন তিনি ৷ উল্লেখ্য, এবছরই ভারত ও বাংলাদেশ একত্রে মৈত্রী দিবস পালন করেছে ৷ এই উপলক্ষে গত সোমবার শেখ হাসিনার সঙ্গে আরও অনেক কাজ করার বার্তাও দিয়েছেন মোদি ৷

  • পররাষ্ট্র সচিব @harshvshringla প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং মৈত্রী দিবসের ৫০তম বার্ষিকীতে প্রধানমন্ত্রী @narendramodi ’র শুভেচ্ছা জানিয়েছেন। দিল্লী ও ঢাকা ছাড়াও ১৬টি দেশে সফলভাবে #MaitriDiwas এর যৌথ উদযাপনের কথা উল্লেখ করেছেন। https://t.co/q8mmVObqSI

    — India in Bangladesh (@ihcdhaka) December 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Narendra Modi Tweets on Maitri Diwas : মৈত্রী দিবসে ভারত বাংলাদেশ সম্পর্ক আরও দৃঢ় করার বার্তা মোদির

এদিন বাংলাদেশ পিএমও-র মুখপাত্র জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে এখনও সীমান্ত সংক্রান্ত বেশ কিছু সমস্যা রয়েছে ৷ আলোচনার মাধ্যমেই সেসব মিটিয়ে ফেলার বার্তা দিয়েছেন ভারতের বিদেশ সচিব ৷ তিনি জানিয়েছেন, আগামী দিনে বিএসএফ এবং বিজিবি এ নিয়ে দফায় দফায় বৈঠক করবে ৷ তবে প্রতিবেশী এই দুই রাষ্ট্র সীমান্ত সংক্রান্ত অধিকাংশ সমস্যাই যে মিটিয়ে ফেলেছে, সেটাও জানিয়েছেন হর্ষ বর্ধন শ্রিংলা ৷ প্রসঙ্গত, বুধবারের এই বৈঠকে ভারতের বিদেশ সচিব ছাড়াও উপস্থিতি ছিলেন বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত বিক্রম কুমার দোরাইস্বামী এবং বিদেশ মন্ত্রকের নীতি উপদেষ্টা অশোক মালিক-সহ অন্যরা ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.