ETV Bharat / international

প্রয়াত বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি এরশাদ - ঢাকা

আজ সকালে প্রয়াত হন বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি হুসেন মহম্মদ এরশাদ । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 89 বছর ।

হুসেন মহম্মদ এরশাদ
author img

By

Published : Jul 14, 2019, 12:53 PM IST

ঢাকা, 14 জুলাই : বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি হুসেন মহম্মদ এরশাদ প্রয়াত । আজ সকাল 7 টা 15 মিনিটে ঢাকায় এক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 89 বছর ।

27 জুন থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । কিডনি ও ফুসফুসের অসুখে ভুগছিলেন । গত কয়েকদিনে ক্রমে তাঁর অবস্থার অবনতি হচ্ছিল । তাঁর মৃত্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শোকপ্রকাশ করেছেন ।

অবিভক্ত ভারতের কোচবিহারে জন্ম হয়েছিল এরশাদের । স্নাতক হওয়ার পর তিনি পাকিস্তানের সেনাবাহিনীতে যোগ দেন । বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1982 সালে এক অভ্যুত্থানের মধ্য দিয়ে সেদেশের ক্ষমতা দখল করেন এরশাদ । 1991 সাল পর্যন্ত তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন । পরে নাগরিক আন্দোলনের জেরে ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হন । তারপর ছ'বছর জেলে ছিলেন তিনি ।

ঢাকা, 14 জুলাই : বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি হুসেন মহম্মদ এরশাদ প্রয়াত । আজ সকাল 7 টা 15 মিনিটে ঢাকায় এক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 89 বছর ।

27 জুন থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । কিডনি ও ফুসফুসের অসুখে ভুগছিলেন । গত কয়েকদিনে ক্রমে তাঁর অবস্থার অবনতি হচ্ছিল । তাঁর মৃত্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শোকপ্রকাশ করেছেন ।

অবিভক্ত ভারতের কোচবিহারে জন্ম হয়েছিল এরশাদের । স্নাতক হওয়ার পর তিনি পাকিস্তানের সেনাবাহিনীতে যোগ দেন । বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1982 সালে এক অভ্যুত্থানের মধ্য দিয়ে সেদেশের ক্ষমতা দখল করেন এরশাদ । 1991 সাল পর্যন্ত তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন । পরে নাগরিক আন্দোলনের জেরে ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হন । তারপর ছ'বছর জেলে ছিলেন তিনি ।

Deoria (UP), July 14 (ANI): Police personnel are facing difficulties due to water-logging at their residential quarters in Deoria's Gauri Bazar. The offices of District Magistrate and District Excise officer were waterlogged on Saturday due to intermittent rains in the area. Locals are also facing trouble to commute to their respective workplaces after the widespread rainfall, throwing normal life out of gear. Several parts of Uttar Pradesh were deluged in water, making it more difficult for the school students and the general public to move out of their house.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.